![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ধরা খাওয়া-১
জীবন আমাকে তার প্রতিটি বাঁকে চমক দেখায়। সেই চমকের কিছু
গল্প ‘জীবনের প্রতি বাঁকে আশ্চর্য চমক’ শিরোনামে লিখছি।
এই সিরিজে আমি বলব আমার ধরা খাওয়ার গল্পগুলি।
নতুন বাড়ির ইলেকট্রিক ওয়ারিং করতে হবে। গেলাম বিখ্যাত
একটা দোকানে।বললাম,একটা ভাল ওয়ারিং মিস্ত্রির খোঁজ দিতে
পারেন।
দোকানদার বলল: একটা কেন একশটার খোঁজ দিতে পারি।
আমি বললাম:একশটা নিয়ে আমি কি করব,আমার দরকার একজন
দক্ষ ও সৎ মিস্ত্রি।
---পাবেন,এখানেই পাবেন।একটু বসুন।
দোকানদার মোবাইল কল করল।আমি বসলাম।
এক ঘন্টা হয়ে গেল তবু মিস্ত্রি আসে না।
বললাম: আপনার মিস্ত্রি কি দুবাইয়ে থাকে।
---আরে না,না,সে এই পাশের বাড়িতে ওয়ারিং করছে,বিশ্বস্ত
কিনা,তাই হাতের কাজ ছেড়ে আসতে পারছে না।
আরো একঘন্টা পরে মিস্ত্রি এল।
বললাম,একটা ষোল বাই চৌদ্দ ঘর ওয়ারিং করতে কি-কি মাল
লাগবে লিস্ট তৈরী করুন।
মিস্ত্রি বলে আর দোকানদার লেখে।
বিশাল ফর্দ তৈরী হল।
আমি একশ টাকা অ্যাডভান্স দিয়ে বললাম,কাল এসে মাল সব নিয়ে যাব।
পরদিন বিকেলে এমন বৃষ্টি এল,ঘর থেকে বের হতে পারলাম না।
পরদিন সকালে গিয়ে দেখি দোকানে শাটার ফেলা।দোকান বন্ধ।
মিস্ত্রিকে ফোন করলাম।মিস্ত্রি এল।বলল,ওর ছেলে অসুখ,ডাক্তার দেখাতে
গেছে।চলুন অন্য দোকানে যাই।
---কিন্তু আমার অ্যাডভান্সের টাকা?
---ওটা দিয়ে পরে অন্য কোন মাল নিয়ে নেবেন।
অন্য দোকানে মালপত্র কেনা হল। ওয়ারিংও হয়ে গেছে।মিস্ত্রির কাছেও ধরা
খেয়েছি,সে গল্প আগামী পর্বে বলব।
সে প্রায় দুমাস
আগের কথা,এখনও সেই দোকানদারের দোকান বন্ধ।ছেলের চিকিৎসা
করাতে বোধহয় দক্ষিণ ভারত গেছে।কবে ফিরবে কে জানে।আমার
অ্যাডভান্সের কথা তার মনে থাকবে কিনা কে জানে।
এখন যখন আমি ওই রাস্তায় যাই বন্ধ থাকা দোকানটিকে একবার দেখি।
মনে ভাবি,আমার বয়সী লোকরা তো এখন যে-যেদিকে পারছে টাকা
ইনকাম করছে। টাকাই নাকি তাদের হাতে ধরা দিচ্ছে!
আর আমি কিনা এই বয়সে নগদ ১০০ টাকা ধরা খেলাম!!!!!!!!!!!!
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০৮
তুষার আহাসান বলেছেন: তবু মন্তব্য করেছেন,এতেই আমি ধন্য।
পুরোন লেখা গুলো পড়ার অনুরোধ রইল।
২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:১৮
আমি অপদার্থ বলেছেন:
ধরা খাওয়া ভালো।
ব্যাপার না ।
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২২
তুষার আহাসান বলেছেন: দোকানদার কবে শহরে ফেরে,অপেক্ষায় আছি!!!!!!!
ভাল থাকবেন।
৩| ১০ ই জুন, ২০১৩ রাত ১:০৮
মহামহোপাধ্যায় বলেছেন: আর যেন ধরা খেতে না হয় সেই কামনা করি ভাইয়া
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:০৪
তুষার আহাসান বলেছেন: পরে পরেই আরো একটি ধরা খেয়ে গেছি মিস্ত্রির কাছে(কান্নার ইমো হবে),সেই গল্প আগামীতে।
ভাল থাকবেন ভাইয়া।
৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: ধরা খাইতে খাইতেই একদিন আপনে অনেক জ্ঞানী হইয়া যাইবেন !!!
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
তুষার আহাসান বলেছেন: জ্ঞানী হওয়ার আগেই বুড়ো হয়ে যাব,তখন তো সব কিছুতেই ধরা।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯
খুকুমনি বলেছেন:
ভালো লাগে নাই