![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
শিক্ষকঃ এই যে আমি ব্যাঙটা কাটলাম,তোমরা নিশ্চয় খেয়াল
করে দেখেছো?
ছাত্রছাত্রীরা সমবেত স্বরেঃহ্যাঁ স্যার।
শিক্ষকঃ ভেরী গুড,মানুষের পেট এভাবে কাটলে আমি কি-কি দেখবো?
অত্যুৎসাহী এক ছাত্র বললঃ আগে পুলিশ তারপর জেলখানা।
(২)
কবর খোঁড়ার কাজ করে এমন একজন শহরের রাস্তায় হাঁটছিল।পেছনে
একজন ডাক্তার আসছেন দেখে সে পথ ছেড়ে দিল।বললঃ আপনি আগে
থাকুন ডাক্তারবাবু।
ডাক্তারঃ কেন বলতো?
কবরখোদকঃ পেশায় আপনার পরে আমার স্থান কিনা।
(৩)
এক বুড়ো ফকির গোরস্থানে বসে আছে।
কয়েকজন রাখাল তাকে উত্তক্ত করছে।
ফকির নির্বিকার।
শেষে এক রাখাল তার তাপ্পিমারা ঝোলাটা নিয়ে মারল ছুট।
অন্যরা বললঃধরুন,ওকে ধরুন,ও আপনার ঝোলা নিয়ে পালাল।
ফকির শান্ত স্বরে বললঃ পালিয়ে যাবে কতদূর,ওকে এখানেই আসতে হবে।
(৪)
ছেলেঃ জানো মা আমি একটা নাটকে অভিনয় করছি।
মাঃ তাই নাকি,তা কিসের রোলে তুমি অভিনয় করছো?
ছেলেঃ একজন বিবাহিত পুরুষের রোল।
মাঃ তারমানে এই নাটকে তোমার কোন ডায়লগ নেই।
(৫)
বাবা ছেলে পড়াচ্ছেন দাস-প্রথার ইতিহাস। এমন সময় গিন্নি
হাঁক ছাড়লেন,বাজারটা কি আজ আসবে না?
বাবা মৃদু হেসে ছেলেকে বললেনঃ এই দাস-প্রথার কথা ইতিহাস লেখে
না,তবু আগামীর কথা ভেবে তুমি জেনে রাখো,এর নাম ঘরোয়া
দাস-প্রথা।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৫
তুষার আহাসান বলেছেন: ধইনা পাতা নেন।
২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৯
এেলক্সান বলেছেন:
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৭
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ ভাই,ভাল থাকবেন সব সময়।
৩| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০
পুচকে ফড়িং বলেছেন:
তিন নং বুঝিনাই
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬
তুষার আহাসান বলেছেন: মরলে তো ওকে গোরস্থানেই আসতে হবে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৪| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
তুষার আহাসান বলেছেন:
৫| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার। ৩ নংটা বেশ ডার্ক।
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০
তুষার আহাসান বলেছেন: হুম,
একটু দর্শন আছে।
ভাল থাকবেন হামা ভাই।
৬| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:৩২
খেয়া ঘাট বলেছেন: সবগুলোই সুপার।
+++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২০ শে জুন, ২০১৩ রাত ৮:৩৮
তুষার আহাসান বলেছেন: এক গুচ্ছ ধইনা পাতা!
ভাল থাকবেন।
৭| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩
বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।++++++++++++++
২০ শে জুন, ২০১৩ রাত ৯:০৪
তুষার আহাসান বলেছেন: আপনাকেও একগুচ্ছ ধইনা পাতা।
ভাল থাকুন সপরিবারে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৪
~মাইনাচ~ বলেছেন: