![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
পিচ্চি খুব তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে এল দেখে মা
অবাক,কি-রে শরীর খারাপ নাকি?
পিচ্চিঃ না মা,আজ স্কুলে একটা প্রশ্ন করা হয়েছিল,যার
উত্তর শুধু আমিই দিতে পেরেছি।
মাঃ কি প্রশ্ন সোনা?
পিচ্চিঃ হেড-স্যারের টাঁক মাথায় কে চক ছুঁড়েছে।
(২)
তিন পিচ্চি নিজেদের স্মরণশক্তির গল্প করছে।
প্রথমঃ আমার বেশ মনে আছে স্কুলের প্রথম দিনটার কথা।
দ্বিতীয়ঃআমার তো জন্মের দিনটাও মনে আছে।
তৃতীয়ঃ হুঁ,হুঁ,বাবা,এতো কিছুই নয়,আমার বাবা-মা একবার
বেড়াতে গেছিল।আমি বাবার সঙ্গে গেছিলাম কিন্তু ফিরেছিলাম
মায়ের সঙ্গে।
(৩)
প্রণব তার গার্লফ্রেন্ডকে নিয়ে বক্সিং দেখতে গেল।
চারিদিকে পোস্টার।রিংয়ে বিশালদেহী দুই মুষ্ঠিযোদ্ধা।
বাজনা আর দর্শকদের তমুল উল্লাস ধ্বণির মধ্যে শুরু
হল বক্সিং।
একমিনিটের মধ্যে একজন অন্যজনেকে ঘুঁষি মেরে ফেলে
দিল।
প্রণব হতাশ হয়ে বলল,যাহ বাবা,একমিনিটের মধ্যেই পড়ে
গেল!
গার্লফ্রেন্ড চাপা গলায় বলল,এবার বুঝতে পারছো,আমার কেমন লাগে?
২০ শে জুন, ২০১৩ রাত ৯:৪২
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ,ভাল থাকবেন সব সময়।
২| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:০২
হাসান মাহবুব বলেছেন: হা হা হা
২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ হামা ভাই,ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ রাত ৯:০৩
খেয়া ঘাট বলেছেন: প্রথম দুটি প্রথম শুনলাম।
শেষেরটার মতো একটা আগে শুনেছি।
+