![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পতিত গৃহের পাশে বেড়ে ওঠা তরুলতা সুখ
শিরার সরীসৃপ হয়ে যায়।পাখির ওড়ার কথা
সব পাপী জানে। জানে না কোন-কোন দূর্মুখ
ফসিল শুধুই আঁকে সময়ের ঘাতকতা।
বনের ঝরণা-স্নানে দেহগন্ধ ঝরে।ঝিরিঝিরি
স্নানগন্ধ উড়ে যায় পলাতক দৃশ্যে।আঁকজোক
করে খ্যাতিলোভী বাস্তুবিদ। বস্তুবিদের বিচ্ছিরি
স্বভাব নিয়ে ঘর বানায় কোন কোন লোক।
২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৬
তুষার আহাসান বলেছেন: আপনি আমার দু:সময়ের বন্ধু ,
ভাল থাকবেন।
২| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:০১
হাসান মাহবুব বলেছেন: পাগল ছাগলের বদলে অন্যকিছু দিলে বালা অয়।
২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
তুষার আহাসান বলেছেন: ভাল পরামর্শ ,
ধন্যবাদ হাসান ভাই।
৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫
তুষার আহাসান বলেছেন: শব্দ দুটি বদলে দিয়েছি হামা ভাই।
৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৩৬
কালোপরী বলেছেন: +++++++++++
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৮
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ,
ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০২
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++