![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোজা পথের পথিক কেন
উল্টো পথে হাঁটে?
দিনমজুরের স্বপ্ন-বেলুন
ধপাস করে ফাটে?
মাটির মেঝেয় শয্যা কারো
বালিশ-কাঁথায় ঘাম,
এসি ঘরে ঘুমিয়ে করে
জীবনের বদনাম।
সুখ-সাঁজালির পায়েস-পিঠা
অরুচিকর খাদ্য,
মন কারো নয় হাতে ধরা
ডুগডুগি বাদ্য।
ভুল ঋতুতে পেখম তুলে
ময়ূর কখন নাচে,
ধুকপকুনির অংক কষে
যখন মানুষ বাঁচে।
নামতা কষা জীবন জুড়ে
জটিল ধারাপাত,
বেঁচেও কেউ মরে থাকে
সোজা হয়েও কাৎ।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
তুষার আহাসান বলেছেন: অশেষ তপস্যায় থেকে যায় লেখার অাগ্রহ
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো ছড়া।