![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
আমি তখন ব্যস্ত ছিলাম অন্য কাজে
তোমার মন পিঠেপুলির নরম ভাঁজে.
(২)
সাগরতীরে ঝিনুক খোঁজ কেন মেয়ে
এসো না সুর মিলিয়ে
উঠি এবার বাউল গেয়ে.
(৩)
বৃষ্টির বেগ কমলেই
ভালবাসা বেড়ে যায়
ছায়াঘেরা সুখ
সূর্য-সন্তাপে ওড়ে।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ হামা-ভাই,ভাবছি এবার আবার কৌতুকে ফিপব,কবিতা কেউ পড়ছে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
হাসান মাহবুব বলেছেন: ভালোই। আপনাকে ফিরতে দেখে ভালো লাগলো। কৌতুকের সিরিজটা চালু করেন আবার।