![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
খুকুর কাছে কমলালেবু
শালীর কাছে জামাইবাবু
উৎসবে মনের মত নতুন কাপড় রে।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
চোরের কাছে আঁধার রাত
ভুখার কাছে গরম ভাত
কবির কাছে খাতাকলম,নিরিবিলি রে।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
বউয়ের কাছে গয়নাশাড়ি
মেয়ের কাছে বাপের বাড়ি
মাতাল-চোখে দিনরাত নেশার হাঁড়ি রে্।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
নেতার কাছে ভোটের লোক
মিডিয়ার উজ্ল চোখ
পুলিশ-ফুলিশ বুটপালিশের আসল মজা রে।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
কাজির কাছে কাজের হাত
অলসের অজুহাত
অকর্মাদের কপালের লাথিঝাঁটা রে।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
মোবাইলের মজার খেলা
হোডফোনে গানের মেলা
ফেসবুকের সেলফিতে হাজার লাইক রে।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ ধমনী-ভাই,
চেষ্টা করব.
শুভকামনা।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
+।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ সুমন -ভাই,
আপনার + একটা বিশাল পাওয়া।
শুভকামনা।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২
সায়েম মুন বলেছেন: ছড়া বেশ হয়েছে। মজা পেলাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
তুষার আহাসান বলেছেন: আনেকদিন পর আপনাকে দেখলাম মুন ভাই,
শুবকামনা।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪১
দেবজ্যোতিকাজল বলেছেন: ছড়াটা ভাল লাগল
২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২০
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ,কাজল ভাই,শুভ সকাল।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভ সকাল
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো হয়েছে।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
তুষার আহাসান বলেছেন: দুঃখিত হামা ভাই,অনিচ্ছাকৃত ভাবে রিপোর্ট বাটনে চাপ পড়ে গেছিল।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
ধমনী বলেছেন: শব্দের খেলা ভালো। তবে ছন্দে আরেকটু মনোযোগী হলে মাত করতে পারবেন।