![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে ঝগড়া
বিকেলে গলাগলি,
চলনে এমন
বস্তির সোঁদাগলি।
বিকেলে হাসাহাসি
আড়ালে চুগলি,
দিনেরাতে পুষ্ট
বস্তির গুগলি।
কারো ঘরে চুরি হয়
শোকে কাঁদে ভেউ-ভেউ,
চোরকে কুকুর চেনে
করে না ঘেউ-ঘেউ।
চোরদের থানিঘরা
বস্তির দাদা সে,
পুলিশের কুটুম বটে
নয় সিধেসাদা রে!
রেলের কয়লা নামে
ভোর রাতে প্রতিদিন,
ফড়ে এসে নগদে
কিছু কেনে,কিছু ঋণ।
পুলিশ আসে মাঝেসাজে
গুনে নেয় মাসোহারা,
ধরা পড়ে নেশাখোর
কখনও-বা গোবেচারা।
বস্তির নামতায়
রোজ নয়া ধারাপাত,
শোধরাবে হয়ত-বা
যদি কর প্রাণপাত।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
তুষার আহাসান বলেছেন: অরনক অনেক ধন্যবাদ পথিক ভাই।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
সুমন কর বলেছেন: বাস্তবধর্মী কবিতা ভালো লাগল।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ সুমনবাবু,শুভ কামনা।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৭
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ বেশ ভাল ও বাস্তবের সাথে মিলে যাওয়া ছড়া।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৭
তুষার আহাসান বলেছেন: শুভ সকাল রক্তিম ভাই,শুভ কামনা অশেষ।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে ছড়া।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
তুষার আহাসান বলেছেন: আপনাকে আামার পাতায় দেখলেই ভাল লাগে,নতুন বছরের আাগাম শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে