নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুষার মানব

আমি সাধারন,অতি সাধারন এক স্বপ্ন বিলাসি ছেলে

তুষার মানব › বিস্তারিত পোস্টঃ

তার ছেড়া গল্প-২

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১২

সকাল বেলা ঘুম ভাঙল এক মেয়ে বন্ধুর ফোনে । বেশির ভাগ সময় সে সকালে ফোন দিয়ে আমার মধুর ঘুম গুলো চূর্ণ-বিচূর্ণ করে ফেলে । কত বার বলি আমাকে সকালে ফোন দিও না তারপরেও আমার কোন কথাই সে শুনে না । সকাল বেলা ঘুম রেখে প্যাঁচাল পারতে কার ভাল্লাগে ? ভাগ্যিস, যার কথা লেখছি সে এই লেখাটা কখনো দেখতে পারবে না । দেখলে আমার খবর করে ফেলত । আজ লেখার কোন কিছু পাচ্ছি না তাই ভাবলাম আমার বন্ধুটিকে নিয়ে কিছু লিখি । প্রায় ৩ বছর ধরে ও আমার বন্ধু । পরিচয় ফেসবুকের মাধ্যমে । কিন্তু তখন আমার বাসায় নেট ছিল না সো ওর সাথে আমার কথা হত ওই হাই হ্যালো পর্যন্ত । আমি আজ হাই দিলে ওর হ্যালো আসত ২ দিন পর । কিন্তু হঠাৎ করেই ওর সাথে আমার সম্পর্কটা ভালো হতে থাকে গত ১ বছর ধরে । কিন্তু ওর সাথে আমার কখনোই দেখা হয়নি । আর দেখা হবেই বা কিভাবে ? ও থাকে ঢাকার বাইরে । আর দেখা হলেই কি না হলেই কি আড্ডা হয় রেগুলার । ভালো থাকিস বন্ধু । দেখা হবে চায়ের দোকানে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: তেমন কিছু হয়নি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

তুষার মানব বলেছেন: তেমন কিছু হওয়ার জন্য এটা লেখাও হয় নি ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০৭

খেয়া ঘাট বলেছেন: ভালো থাকিস বন্ধু

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

তুষার মানব বলেছেন: আমার ব্লগে স্বাগতম

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

লাবনী আক্তার বলেছেন: চা-য়ের দোকানে কেন দেখে হবে? পকেটে বুঝি মানি কম? ;) ;) :D


হুম! আমাকেও চায়ের দাওয়াত দিতে কিন্তু ভুইলনা ব্রাদার! :P :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৪

তুষার মানব বলেছেন: আড্ডা তো চায়ের দোকানেই জমে, তাই না ?
আমি তো দিতেই চাই,মাগার তোমার টাইম কই ?

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

ডরোথী সুমী বলেছেন: সকাল বেলা ঘুম থেকে তুলে দেয়, এমন বন্ধু কয়জন আছে? শুভকামনা বন্ধুর জন্য আর আপনার জন্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৫

তুষার মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.