![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিলিটারি ভেহিকেল,ওয়েপন আমার খুব পছন্দের বিষয় । মাঝে মাঝে এগুলো নিয়ে পড়াশোনা করতে ভালোই লাগে । তবে সুন্দরী রমণী কার না ভালো লাগে আর মিলিটারি ডিপার্টমেন্টেও যে অনেক রূপবতী আছে তা আগে আমার চোখে পরেনি । কয়েক দিন তুমুল খোঁজাখুজির পর তেমন কয়েকজনকে পেয়ে গেলাম যাদেরকে একবার দেখলে মন ভরে না । কিন্তু আমি একলাই দেখমু আর আপনারা না দেইখা থাকবেন এইটা কোন কথা হইল ? তাই দিয়া দিলাম আমার পছন্দের সব রমণীদের ফটু
উনারে দেখলেই আমার ক্যান জানি “মাসুদ রানা”র “সোহানা”র কথা মনে পরে
কিচ্ছু কমুনা, খালি চায়া চায়া দেইখা যান
চেহারা খান দেখছেন, পুরাই নেশা নেশা লাগে
উনার হাতে গুলি খায়া মরতেও রাজি আছি
চোখ দেইখাই পাগলা হইয়া গেছিরে
নিশ্চয়ই কোন এলিট ফোর্সের। মাইয়ার ভাবখানা দেখছেন
উনারে খুইজ্জা পাইতে বহুত কষ্ট হইছে
ইসারায়েলের মাইয়ারা এত কিউট ক্যান
মাইয়ার ভাব দেখছেন? নগদে প্রেমে পইরা গেছি
ইশ, ক্যান যে রাশিয়ায় জন্মাইলাম না
রাশিয়ায় এত সুন্দরী ক্যান ?
এগেইন রাশিয়া
খুব পছন্দের ছবি । জানি না কেন তারপরেও ভালো লাগে ।
এইটা আমার সবচেয়ে পছন্দের রমণী । চেহারায় কি যেন একটা আছে দেখলেই জানি কেমন লাগে ।
এই বার আসেন আমাদের দেশের আপুদের দেখি । উনারাও কিন্তু কোন অংশে কম না ।
উনারা কিন্তু এসএসএফ এর মেম্বার । সো সাবধান । উলটা পাল্টা কিছু করতে যায়েন না আবার ।
আর নিচের শক্তিমান রমণীকে পছন্দ করছি আমার এক বন্ধুর লাইজ্ঞা । হালা ঘাড় ত্যাড়ামিতে এক নাম্বার । ঘাড় ত্যাড়ারে সিধা করতে এমন জিনিসই দরকার
০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৫৫
তুষার মানব বলেছেন:
২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:১৪
সুমাইয়া আলো বলেছেন: হি হি ৫/০
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩
তুষার মানব বলেছেন: কনফিউজড হইয়া গেলাম
৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫২
সুমাইয়া আলো বলেছেন: কেন ভাইজান
০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৫
তুষার মানব বলেছেন: আপনার মার্কিং দেইখা
৪| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৫
অর্থনীতিবিদ বলেছেন: এত সুন্দর সুন্দর মেয়েরা গেছে বাহিনীতে? হায়! সুন্দরের কী নিদারুন অপচয়। এর চেয়ে মেয়েগুলা যদি আপনার আমার সাথে বিয়া বইতো তাহলে তাদের সৌন্দর্যের একটা সার্থক ব্যবহার হতো।
০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৩৯
তুষার মানব বলেছেন: এক্কেবারে মনের মত একটা কথা কইছেন
৫| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৯
লাবনী আক্তার বলেছেন: মেয়েগুলো খুব সুন্দর!
০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৩৪
তুষার মানব বলেছেন: থ্যাংকু থ্যাংকু
৬| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: শেষেরটা বাদে বাকীগুলা ভাল লাগলো। তবে কারো কাছে গুলি খেয়ে মরতে রাজি নই আমি ।
শেষেরটা মনে হয় ব্যাডা।
০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১১
তুষার মানব বলেছেন: ব্যাডা না ভাই শেষের টা বেডি তবে সইল্লে শক্তি আমাগোর চেয়ে বেশি
৭| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:০৮
বোকামানুষ বলেছেন: লাবনী আক্তার বলেছেন: মেয়েগুলো খুব সুন্দর!
এইজন্যই তো ভাইয়ার ঘুম নষ্ট হয়ে গেছে আহারে ভাইয়ার জন্য দুঃখ হচ্ছে
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৪২
তুষার মানব বলেছেন: আপনিই বুঝলেন আর তো কেও বুঝে না
৮| ১১ ই জুন, ২০১৪ রাত ১:০৮
আছিফুর রহমান বলেছেন: এই ফটো আপলোড দিয়া সাধারন ব্যাচেলরকুলের ঘুম হারাম করার গভির ষড়যন্ত্রের তেব্র নিন্দা ও ফ্রতিবাদ যানাই
১১ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩
তুষার মানব বলেছেন: একটা ইভেন্ট দিয়া কালকেই মানব বন্ধনে খাড়ায়া যান, আমিও আমু । সারা জীবন দেইখাই গেলাম একটারেও পাইলাম না
৯| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮
আরজু মুন জারিন বলেছেন: যাদের দেখলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায়
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৭
তুষার মানব বলেছেন: আপনি রাগেন ক্যান ? আপনারও কি রাতের ঘুম হারাম হয়ে যায় ?
১০| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯
আরজু মুন জারিন বলেছেন: আসলে ঘুম হারাম হওয়ার মত ই। অসাধারণ কিছু সুন্দরী রমনী র ছবি পোস্ট করলেন। অনেক মুগ্ধতা আপনার পোস্ট এ। শুভেচ্ছা রইল।
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৮
তুষার মানব বলেছেন: থ্যাংকু থ্যাংকু
১১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪০
আরজু মুন জারিন বলেছেন: উনার হাতে গুলি খায়া মরতেও রাজি আছি ..।
কি কান্ড। ভাই এর কথা শোন।
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২১
তুষার মানব বলেছেন: এক্সট্রা পিরিতের কারণে এই লেখা লিখেছিলাম
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪
সুমন কর বলেছেন:
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
তুষার মানব বলেছেন:
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: এদের সৌন্দর্য্য বেশিদিন থাকবেনা। রোদে পুড়ে জলে ভিজে নষ্ট হয়ে যাবে। যাক যা হয়েছে ভালোই হয়েছে আপনার।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
তুষার মানব বলেছেন: আপনার কথা আমার নেটওয়ার্কের উপ্রে দিয়ে গেল :-<
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭
আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই এইডি কি দেখাইলি.................
আমারে মাইরালা...