নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুষার মানব

আমি সাধারন,অতি সাধারন এক স্বপ্ন বিলাসি ছেলে

তুষার মানব › বিস্তারিত পোস্টঃ

যাদের দেখলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায়

০৭ ই জুন, ২০১৪ রাত ১০:১৬

মিলিটারি ভেহিকেল,ওয়েপন আমার খুব পছন্দের বিষয় । মাঝে মাঝে এগুলো নিয়ে পড়াশোনা করতে ভালোই লাগে । তবে সুন্দরী রমণী কার না ভালো লাগে আর মিলিটারি ডিপার্টমেন্টেও যে অনেক রূপবতী আছে তা আগে আমার চোখে পরেনি । কয়েক দিন তুমুল খোঁজাখুজির পর তেমন কয়েকজনকে পেয়ে গেলাম যাদেরকে একবার দেখলে মন ভরে না । কিন্তু আমি একলাই দেখমু আর আপনারা না দেইখা থাকবেন এইটা কোন কথা হইল ? তাই দিয়া দিলাম আমার পছন্দের সব রমণীদের ফটু B-)



উনারে দেখলেই আমার ক্যান জানি “মাসুদ রানা”র “সোহানা”র কথা মনে পরে 8-|









কিচ্ছু কমুনা, খালি চায়া চায়া দেইখা যান ;)









চেহারা খান দেখছেন, পুরাই নেশা নেশা লাগে ;)









উনার হাতে গুলি খায়া মরতেও রাজি আছি :D









চোখ দেইখাই পাগলা হইয়া গেছিরে =p~









নিশ্চয়ই কোন এলিট ফোর্সের। মাইয়ার ভাবখানা দেখছেন :-0









উনারে খুইজ্জা পাইতে বহুত কষ্ট হইছে :-B









ইসারায়েলের মাইয়ারা এত কিউট ক্যান :(











মাইয়ার ভাব দেখছেন? নগদে প্রেমে পইরা গেছি :P









ইশ, ক্যান যে রাশিয়ায় জন্মাইলাম না :((









রাশিয়ায় এত সুন্দরী ক্যান ? :(









এগেইন রাশিয়া :(









খুব পছন্দের ছবি । জানি না কেন তারপরেও ভালো লাগে ।









এইটা আমার সবচেয়ে পছন্দের রমণী । চেহারায় কি যেন একটা আছে দেখলেই জানি কেমন লাগে ।









এই বার আসেন আমাদের দেশের আপুদের দেখি । উনারাও কিন্তু কোন অংশে কম না ।



উনারা কিন্তু এসএসএফ এর মেম্বার । সো সাবধান । উলটা পাল্টা কিছু করতে যায়েন না আবার ।







আর নিচের শক্তিমান রমণীকে পছন্দ করছি আমার এক বন্ধুর লাইজ্ঞা । B-) হালা ঘাড় ত্যাড়ামিতে এক নাম্বার । ঘাড় ত্যাড়ারে সিধা করতে এমন জিনিসই দরকার =p~

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই এইডি কি দেখাইলি.................
আমারে মাইরালা...

০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৫৫

তুষার মানব বলেছেন: =p~ =p~ =p~

২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:১৪

সুমাইয়া আলো বলেছেন: হি হি ৫/০ ;)

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩

তুষার মানব বলেছেন: কনফিউজড হইয়া গেলাম :|

৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

সুমাইয়া আলো বলেছেন: কেন ভাইজান :)

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৫

তুষার মানব বলেছেন: আপনার মার্কিং দেইখা 8-|

৪| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৫

অর্থনীতিবিদ বলেছেন: এত সুন্দর সুন্দর মেয়েরা গেছে বাহিনীতে? হায়! সুন্দরের কী নিদারুন অপচয়। এর চেয়ে মেয়েগুলা যদি আপনার আমার সাথে বিয়া বইতো তাহলে তাদের সৌন্দর্যের একটা সার্থক ব্যবহার হতো।

০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৩৯

তুষার মানব বলেছেন: এক্কেবারে মনের মত একটা কথা কইছেন ;) ;) ;)

৫| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৯

লাবনী আক্তার বলেছেন: মেয়েগুলো খুব সুন্দর! :) :)


০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৩৪

তুষার মানব বলেছেন: থ্যাংকু থ্যাংকু :D :D

৬| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: শেষেরটা বাদে বাকীগুলা ভাল লাগলো। তবে কারো কাছে গুলি খেয়ে মরতে রাজি নই আমি । :P

শেষেরটা মনে হয় ব্যাডা। :-*

০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১১

তুষার মানব বলেছেন: ব্যাডা না ভাই শেষের টা বেডি তবে সইল্লে শক্তি আমাগোর চেয়ে বেশি ;) ;)

৭| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:০৮

বোকামানুষ বলেছেন: লাবনী আক্তার বলেছেন: মেয়েগুলো খুব সুন্দর! :) :)

এইজন্যই তো ভাইয়ার ঘুম নষ্ট হয়ে গেছে আহারে ভাইয়ার জন্য দুঃখ হচ্ছে :( :P

০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৪২

তুষার মানব বলেছেন: আপনিই বুঝলেন আর তো কেও বুঝে না ;) ;)

৮| ১১ ই জুন, ২০১৪ রাত ১:০৮

আছিফুর রহমান বলেছেন: এই ফটো আপলোড দিয়া সাধারন ব্যাচেলরকুলের ঘুম হারাম করার গভির ষড়যন্ত্রের তেব্র নিন্দা ও ফ্রতিবাদ যানাই

১১ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩

তুষার মানব বলেছেন: একটা ইভেন্ট দিয়া কালকেই মানব বন্ধনে খাড়ায়া যান, আমিও আমু । সারা জীবন দেইখাই গেলাম একটারেও পাইলাম না :( :(

৯| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮

আরজু মুন জারিন বলেছেন: যাদের দেখলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায় X( X(( :((

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

তুষার মানব বলেছেন: আপনি রাগেন ক্যান ? আপনারও কি রাতের ঘুম হারাম হয়ে যায় ? ;) ;)

১০| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯

আরজু মুন জারিন বলেছেন: আসলে ঘুম হারাম হওয়ার মত ই। অসাধারণ কিছু সুন্দরী রমনী র ছবি পোস্ট করলেন। অনেক মুগ্ধতা আপনার পোস্ট এ। শুভেচ্ছা রইল।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

তুষার মানব বলেছেন: থ্যাংকু থ্যাংকু :) :)

১১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪০

আরজু মুন জারিন বলেছেন: উনার হাতে গুলি খায়া মরতেও রাজি আছি ..।

:( :( :( :( কি কান্ড। ভাই এর কথা শোন।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২১

তুষার মানব বলেছেন: এক্সট্রা পিরিতের কারণে এই লেখা লিখেছিলাম ;) B-)

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

সুমন কর বলেছেন: =p~ B-)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

তুষার মানব বলেছেন: :P :P

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: এদের সৌন্দর্য্য বেশিদিন থাকবেনা। রোদে পুড়ে জলে ভিজে নষ্ট হয়ে যাবে। যাক যা হয়েছে ভালোই হয়েছে আপনার।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

তুষার মানব বলেছেন: আপনার কথা আমার নেটওয়ার্কের উপ্রে দিয়ে গেল :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.