নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মতো পরিচয় এখনো তৈরি হয়নি।

আবিদ হাসান তুষার

অন্ধকারের ডায়েরি

আবিদ হাসান তুষার › বিস্তারিত পোস্টঃ

একটি ঘটনা ও মানবতার মৃত্যু

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২


বাসের ভিতরে চেচামেচিতে বুঝতে পারলাম বৃদ্ধের পকেট কেউ একজন মেরে দিয়েছে।
পরে তার সঙ্গে কথে বলে জানতে পারলাম... ভদ্রলোকের বাড়ি বরিশাল। ঢাকায় এসেছেন ছেলের কাছে। অসুস্থতার জন্য ডাক্তার দেখাবেন বলে।

সময় বিকাল ৫টা প্রায়। বাংলা মোটর নিউ ইস্কাটন রোডের মাথায় দাড়িয়েছিলেন রাস্তা পার হওয়ার জন্য। শারীরিকভাবে দূর্বল থাকায় আর ঢাকায় চলার অভ্যাস নেই ভলে রাস্তা পার হতে পারছিলেন না। এমন সময় মধ্যবয়স্ক এক লোক এসে বললেন, “আঙ্কেল রাস্তা পার হতে পাচ্ছেন না, চলুন আমি সাহায্য করছি।“ এই বলে বয়স্ক ভদ্রলোকের হাত ধরে রাস্তা পার করছিলেন।

এতটুকুতে মনে হবে এখানে কিছু লোক’ই থাকে যারা সর্বদাই মানুষের কল্যাণে নিয়োজিত।

কিন্তু সেই বৃদ্ধের কোন কল্যাণ হয় নি। রাস্তা পার হবার আগেই মধ্যবয়স্ক সাহায্যকারী লোকটা হঠাৎ বৃদ্ধের পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে দিয়ে কিছু টাকা আর মোবাইল নিয়েই ভোঁ দৌর!
চারপাশে অনেক লোকজন ছিল। কারো খেয়াল করবার সময় নেই আর কেউ তাকিয়ে তামাশা দেখছে। বৃদ্ধ রাস্তার মাঝখানেই কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছিলেন। আর কেউ সাহায্য করতে আসে নি। তারপর উপায়হীন হয়ে ছেলের বাসা যাওয়ার জন্য শ্যামলীর উদ্দেশ্যে বাসে উঠেছে। আরো জানতে পারলাম সেখানে তিন হাজার টাকা ছিল। যদিও টাকার অংকটা এখানে তেমন গুরুত্বপূর্ণ নয়।

এই ঘটনার মন্তব্যে আমাদের কি বলার আছে?
মানবতার কি মৃত্যু হয়েছে?
বাবার বয়সী একটা অসুস্থ বৃদ্ধ লোককে এভাবে বিপদ্গ্রস্থ না করলেই কি তার চলতো না?
চারপাশের এত লোকের মধ্যে এগিয়ে আসার কি কেউই ছিল না?
স্বার্থের কাছে মানবতা যে আজ বড় অসহায়। এখন হয়তো এটাই মানুষ নামের প্রাণীটির সংজ্ঞা।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.