নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মতো পরিচয় এখনো তৈরি হয়নি।

আবিদ হাসান তুষার

অন্ধকারের ডায়েরি

আবিদ হাসান তুষার › বিস্তারিত পোস্টঃ

ডায়েরি

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

চৈত্রের দাবদাহের একটি দিন ২০শে চৈত্র।
সারাদিন ক্লাসের মধ্যে অবরুদ্ধ থেকে শেষ বিকালে মুক্তি।
একটু আনন্দ।
সন্ধায় হালকা ঝড়ো বাতাস। চারিদিক ঠান্ডা শাঁ শাঁ শব্দ।
অনেকদিন তোমায় মনে পরে না। কেমন জানি পালটে গেছি। তোমাকে মনে করতে ভয় পাই। অতীতগুলো খাবলে ধরে। অতীত ভুলতে চাই কিন্তু পারি না। কারন তুমি আমার অতীত, ভবিষ্যৎ। তোমাকে যতই ভুলতে চাই ততই মিশে যাই। কী আছে তোমার মাঝে। তুমি বলেছিলে কী নেই। তোমার সাথে ছেলেখেলা, তোমার সাথে আবেগ, তোমার সাথে অভিমান, তোমার মাঝে সুখ, তোমার মাঝেই জেতার প্রবনতা, তোমার মাঝে ভয়। আমার সব দিয়েছি তোমায়। আর তুমি? তুমি আমারটাই ঘুরিয়ে নিচ্ছ। ফেরৎ দিচ্ছ আমাকেই। দুঃখ দিলাম ফিরিয়ে দিলে, সুখ দিলাম তাও ফেরালে। আমার তো নতুন কিছু চাই। তুমি দিলে শুধু হতাশা। তবে ভয় নেই। আমি কিন্তু তোমাকে ভালোবাসি। ভেবনা অল্প।
ভুল করবে।
কারন আমার বাকী জীবনে তোমার চেয়ে বেশী ভালোবাসা আর কারো কাছেই জমা থাকবে না। আমার সকল সুখ-দুঃখ আমি শুধু তোমার সাথে ভাগ করে নিয়েছি।
নেবই না বা কেন?
তুমি তো আমার পারসোনাল ডায়েরী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.