![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুসিন আহমেদ । ভালবাসি বই পড়তে আর কম্পিউটার নিয়ে বসে থাকতে। একটা প্রশ্নের সমাধান পাচ্ছি না তা হল - আমি কে??? যদি আমাকে না পায় সকালের প্রথম আলোতে , খুজেঁ দেখ পাবে চাঁদের আলোতে।
মিরপুর রুপনগর আবাসিক এলাকার আরিফাবাদ হাউজিং সোসাইটিতে আগুন। আমার পাশের বাড়িতে।
বেলা ১১টা দিকে মিরপুর রুপনগর আবাসিক এলাকার আরিফাবাদ হাউজিং এর হাজী সেলিম ভিলায় আগুন লাগে।
এই সেই বাড়ি
আগুন নিভার পর আগুন লাগা ফ্ল্যাটে গিয়ে দেখতে পেলাম ভয়াবহ অবস্থা।যদি আগুন সঠিক সময়ে না নিভানো হত তাহলে আগুন কারেন্ট এর লাইনে লেগে যেত।আর সেই লাইন থেকে সারা এলাকায় ছড়িয়ে যেত।আমার ধারনা মতে আগুনের সূত্রপাত ফ্রীজের থেকে।ফ্রীজটি সম্পূন গেলে গিয়েছে।
এলাকাবাসী বিশেষ সহযোগীতায় এবং ফায়ার সাভিসের সহযোগীতায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয় ।
ফ্যানের অবস্থা সম্পূন গলে গিয়েছে
তবে এতে কোন মানুষে কোন ক্ষতি হয় নি।আল্লাহ রহমতে কাউও ক্ষতি হয় নি।ফায়ার সাভিস এর গাড়ি ফোন দেয়ার ১০ মিনিটের মধ্যে চলে আছে।এর জন্য ফায়ার সাভিসকে বিশেষ ধন্যবাদ।সঠিক সময় না আসলে আরও ক্ষয়ক্ষতি হত।
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
তুসিন আহমেদ বলেছেন: আমার পাশের বিল্ডিং এ
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: সময় মত আগুন নিয়ন্ত্রন
দূর হল বিপদ
সচেতন থাকা জীবনের মুক্তি
তরিয়ে যায় আপদ
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
তুসিন আহমেদ বলেছেন: হুম। যদি সঠিক সময়ে না নিয়ন্ত্রন না হলে বড় রকমের বিপর হত।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭
প্রথম সকাল বলেছেন: আমার পাশের বাসা। ভাই, আপনার ফ্লাট নাম্বার কত?