নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমাকে না পায় সকালের প্রথম আলোতে, খুজেঁ দেখ পাবে চাঁদের আলোতে

আমি বাংলার গান গাই , আমি বাংলার গান গাই , আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজেঁ পাই।

তুসিন আহমেদ

আমি তুসিন আহমেদ । ভালবাসি বই পড়তে আর কম্পিউটার নিয়ে বসে থাকতে। একটা প‌্রশ্নের সমাধান পাচ্ছি না তা হল - আমি কে??? যদি আমাকে না পায় সকালের প্রথম আলোতে , খুজেঁ দেখ পাবে চাঁদের আলোতে।

তুসিন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ইউটিউব থেকে সরাসরি অডিও নামানোর ৫ সাইট

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬

ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান, দেখা বা ডাউনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। অনেক সময় এ সাইট থেকে ভিডিও ছাড়া শুধু অডিও ফরম্যাট ডাউনলোডের প্রয়োজন হয়। তখন কি করতে হবে তা অনেকে বুঝতে পারেন না। এ জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। সেটি জানাতেই টিউটোরিয়ালভিত্তিক এ প্রতিবেদন।



ইউটিউব থেকে অডিও নামাতে অনেকে প্রথমে পুরো ভিডিওটি ডাউনলোড করেন। এরপর বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অডিও ফলম্যাটে রুপান্তর করে থাকেন। তবে এত ঝামেলা না করে অনলাইনেই করে ফেলা যায়।

তবে এ জন্য অনলাইনে কিছু ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এসব ওয়েবসাইটে গিযে কাঙ্ক্ষিত ভিডিওটির লিংক দিলে তা অডিও ফরম্যটে ডাউনলোড হয়ে যায়।



এ রকম পাঁচটি সাইটের ঠিকানা নিচে দেওয়া হলো :



১. ইউটিউবএমপ্রিথ্রি ডটটিভি



২. ভিডিওটুএমপ্রিথ্রি ডটকম



৩. ভিডটুএমপ্রিথ্রি



৪. এফএলভিটু ডটকম



৫. সেইভফর ডটকম



এছাড়া অনেক সময় কোনো চ্যানেল থেকে সবগুলো ভিডিও ডাউনলোডের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে একটি একটি করে ডাউনলোড করা সময় সাপেক্ষ ও বিরক্তিকর কাজ বটে। তবে এক সঙ্গে সব ভিডিও নামানোর উপায় রয়েছে।



কিছু কৌশল জানা থাকলে খুব সহজে সবগুলো ভিডিও ডাউনলোড করা যায়। ইউটিউব চ্যানেল থেকে একত্রে সব ভিডিও ডাউনলোডের উপায় সম্পর্কে জনাতে এটি সহায়ক হতে পারে।



লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে টেক শহর ডটকমে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: +++++

২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮

রাজিব বলেছেন: আমি ব্যবহার করি http://keepvid.com/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.