নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু:খের মাঝে আমি সুখ খুঁজি !

মো: মনিরুজ্জামান টুটুল

মো: মনিরুজ্জামান টুটুল › বিস্তারিত পোস্টঃ

ইংরেজী গ্রামারে অবজেক্ট কাকে বলে? What is object in English Grammar?

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯

ইংরেজী গ্রামারে অবজেক্ট কাকে বলে? সহজ উত্তর : যাকে উদ্দেশ্য করে ক্রিয়া/কাজ সংঘটিত হয় তাকে অবজেক্ট বলে। উদাহরণ ১। আমি ভাত খাই। I eat rice. এখানে ক্রিয়াটি হল eat. ক্রিয়াকে প্রশ্ন করুন কী খাই? উত্তর হবে ভাত। ভাত না থাকলে কি খাওয়া কাজটি হতো? এখানে ভাত হলো বস্তুবাচক অবজেক্ট। উদাহরন ২। আমি ইব্রাহীমকে ভালোবাসি। I love Ibrahim. এখানে ক্রিয়াটি হল ভালোবাসা। প্রশ্ন করুন কাকে ভালোবাসি? উত্তরটি হবে ইব্রাহীমকে। ইব্রাহীম যদি না থাকত তবে কি ভালোবাসা কাজটি সম্পাদিত হতো এখানে ইব্রাহীম হলো প্রাণিবাচক অবজেক্ট। মনে রাখবেন যে একটি বাক্যে উক্ত দুটি অবজেক্টই
থাকলে প্রাণিবাচক অবজেক্টটি আগে বসবে আর বস্তুবাচক অবজেক্টটি পরে বসবে। যেমন: I give Ibrahim an apple everyday. I give অর্থ আমি দেই এখানে দেওয়া শব্দটি হল ক্রিয়া/কাজ। ক্রিয়াকে প্রশ্ন করুন কাকে দেই? উত্তরটি হবে ইব্রাহীমকে। আবার প্রশ্ন করুন কি দেই? উত্তরটি হবে একটি আপেল। দেখতে পেলাম যে একটি বাক্যে দুটি অবজেক্ট আছে। প্রথমটি প্রাণিবাচক (ইব্রাহীম) আর দ্বিতীয়টি হল বস্তুবাচক (আপেল)। যদি বস্তুবাচক অবজেক্টটি আগে বসে তাহলে প্রাণিবাচক অবজেক্ট এর আগে preposition বসবে। তখন বাক্যটি হবে I give an appleto Ibrahim everyday. দেখতে পেলাম ক্রিয়া/verb কে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরটি হয় প্রাণিবাচক আর কি দ্বারা প্রশ্ন করলে উত্তরটি হয় বস্তুবাচক। অবজেক্ট হল বাক্যের একটি উপাদান। বুঝতে সমস্যা হলে বা আরো জানতে পারেন- ০১৭১৬৬২১০২১, মো: মনিরুজ্জামান টুটুল, পরিচালক, রুট কোচিং সেন্টার, ঠাকুরগাঁও।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৬

শাহিন-৯৯ বলেছেন: বিজ্ঞাপন কি???

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৩

মো: মনিরুজ্জামান টুটুল বলেছেন: না!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী, কাকে, কোথায় প্রশ্ন করে সচরাচর অবজেক্ট পাওয়া যায়। যেমনঃ I eat rice. প্রশ্ন করতে হবে, আমি কী খাই (What do i eat?)। I like Sharmin. প্রশ্ন করতে হবে, আমি কাকে পছন্দ করি (Whom do i like?)? উপর্যুক্ত Sentence দুটোতে কী, কাকে প্রশ্ন করে যথাক্রমে পাওয়া গেল Rice, Sharmin- এগুলোই Object। উল্লেখ্য, বস্তুবাচক কিছুর ক্ষেত্রে কী, ব্যক্তিবাচক কিছুর ক্ষেত্রে কাকে প্রশ্ন করতে হয়।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: আপনি কি শিক্ষক?

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

মো: মনিরুজ্জামান টুটুল বলেছেন: Yes

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.