| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা ঠিক বর্তমানে দ্রব্য মূল্য অনেক বেশি। আগেও বেশীই ছিলো। সংসার চালাতে হিমসিম আগেও খেয়েছি, এখনো খেতে হচ্ছে। তবে আগে যারা হিমসিম খাননি, খেলেও পছন্দের সরকার ক্ষমতায় ছিল বলে প্রকাশ করেননি, তাদের এখন হিমসিম খেতে দেখে, অনলাইনে এসে হঠাৎ প্রতিবাদী হয়ে চিৎকার-চেঁচামেচি করছে দেখে ভালো লাগছে। ওদের অবস্থা দেখে মনে হচ্ছে, দুই মাস আগেও আমরা শায়েস্তা খা'র আমলে ছিলাম, বেহেশতের বাগানে ছিলাম, হঠাৎ হাবিয়া দোজখে এসে পড়েছি।
এই দেশে দ্রব্যমূল্য কোন কালেই সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল না, তবে কিছুটা হলেও সহনশীল ছিল। কিন্ত গত দুতিন বছর ধরে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষ দিশেহারা। এখন অবশ্য পরিস্থিতি অনেকটাই ভিন্ন। সরকারি কোষাগার খালি। বিগত সরকারের ব্যাপক লুটপাট এবং টাকা পাচারের কারণে ডলারের উচ্চ মূল্য, মূল্যস্ফিতি, উপর্যুপরি বন্যায় সব ধরণের ফসল বিনাশ। বিভিন্ন কারণে নিত্য পণ্যের বাজারে আগুন। তবে বাস্তবতা যাই হোক, মাথা পেতে নিবো। জীবনে অনেক 'সুশাসন' দেখেছি। সুশাসনের ঠেলায় দুর্ভিক্ষে এক কোটি মানুষের মৃত্যুও দেখেছি। গত পনের বছর ধরে দেশ প্রেমিকদের দেশ লুটের মচ্ছব দেখেছি।
তাই ভবিষ্যতে ভালো থাকার আশায় আরো কিছুদিন খারাপ থাকাকেই মেনে নিবো। তবু চোরের রাজত্বে আর ফিরে যেতে চাই না। যেখানে আমার ভোটাধিকার থাকবে না, বাক স্বাধীনতা থাকবে না।
©somewhere in net ltd.