নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ২য় পর্ব )

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:১০

বই পড়তে পড়তে কয়েকটা কবিতা এবং কবিতার অংশ বিষেশ পেলাম । ইচ্ছে করছিলো পুরো কবিতা বা ঐসকল লেখকদের আরো কবিতা পড়তে । কিন্তু যে কবিতা গুলো খুজেছি তার অনেক গুলোই পাইনি ।

তাই আর শেয়ার করার লোভ সামলাতে পারলাম না ।

.

৯ ।

রাত্রি বেলায়

রাত্রি বেলায়

আমি নিজেকে যুক্ত করি রাত্রির সঙ্গে

সীমানাহীন রাত্রি

আমার , সুন্দর , আমার

রাত্রি, জন্মের রাত্রি

যা আমার কান্নায় আমাকে ভরে দেয় . .

________ আঁরি মিশো

.

১০।

নর্তকীরা নাচে । নাচ

নিজে কখনো নাচে না

নাচের ঠিক কেন্দ্রস্থলে গতিশুন্য হয়ে থাকে নাচ

রণক্ষেত্রের ঠিক মাঝখানে গতিশুন্য হয়ে থাকে যুদ্ধ. . . .

________ জাক্ ওদিব্যারতি

.

১১।

নাইটিঙ্গেল পাখিটি একটা উঁচু ডালে বসে

নীচের দিকে তাকিয়ে ভাবছে

সে যেন পড়ে গেছে নদীতে

সে বসে আছে একটা ওক গাছের শীর্ষে

তবু তার ভয় ডুবে যাবার

________ সিরানো দ্য বারজেরাক

.

১২।

যে শিশু মানচিত্র ও প্রতিলিপি ভালোবাসে

তার কাছে এই বিশ্ব তার ক্ষুধার মতনই প্রকান্ড

ওহ, প্রদীপের আলোয় কতই না বিশাল এই পৃথিবী

স্মৃতির চোখে এই পৃথিবী কতই না ছোট !

________ শার্ল বোদলেয়ার

.

.

১৩।

বেলা ভূমির ওপর দরজাগুলি খোলা, দরজাগুলি খোলা নির্বাসনে

চাবিগুলি রয়েছে লাইট হাউসের লোকদের কাছে

এবং প্রবেশদ্বার পাথরের চক্রের ওপর ভেঙে পড়েছে রোদ

হে বন্ধু, এই বালুকাবেলায় তোমার কাচের বাড়িটি আমাকে দিয়ে যাও . . .

________ সাঁ জন পার্স

.

১৪।

কবি যা আবিষ্কার করে, তা সে জমিয়ে রাখে না ;

লিখে ফেলার পর দ্রুত সেটা হারিয়ে ফেলে সেখানেই

তো তার অভিনবত্ব, তার অসীম এবং তার দুর্যোগ

________ রেনে শার

.

১৫।

ভুলবো না আমি ফ্রান্সের সেই প্রিয় উদ্যানগুলি

ওরা যেন বহু প্রাচীন কালের ভোরে প্রার্থনা গান

নৈঃশব্দ্যের ধাঁধা সন্ধ্যার যাতনা কেমনে ভুলি

ছিল আমাদের যাত্রার পথে গোলাপ যে অফুরান. . . .

________ লুই আরাগঁ

.

১৬।

তুমি ছেড়ে চলে গিয়ে ভালোই করেছো, আর্তুর র্যাঁবো !

বন্ধু ও শত্রুদের প্রতি সমানভাবে তোমার আঠারো বছরের অবহেলা,

প্যারিসের কবিদের ন্যাকামির প্রতি, আর সেই বন্ধ্যা ঝিঁঝির একঘেয়ে সুর -

তোমার গ্রাম্য ও পাগলাটে পরিবার . . .

তুমি বেশ করেছো, ছেড়ে চলে গেছ অলসদের রাস্তা,

লিরিক-প্রস্রাবকারীদের সরাইখানা. . .

________ রেনে শার

.

১৭।

.

রক্তের মধ্যে এক তোলা ভালোবাসা

আত্বার মধ্যে এক বিন্দু সত্য

মাত্র কয়েক দানা খুদ , খুব শীতের একটি দিনে

একটি চড়াই পাখির বাঁচার জন্য যে-টুকু দরকার

তোমরা কি ভাবো , পৃথিবীর মহত্তম সন্তদের ওজন

এর চেয়ে বেশি ?

________ পীয়ের এমানুয়েল

.

১৮।

হে বন্ধু, তোমাকে ফিরতে হবে

আমি তোমার প্রতীক্ষায় থাকবো - কেইসড্রাট গাছের নিচে

জলপোতের অধিপতির কাছে আমি এই গোপন খথা বলেছি

অনেক প্রতিশ্রুতি নিয়ে তুমি ফিরে আসবে -

সূর্য ডুবে গেলে ।

ম্লান রাত্রি যখন ভর করে বাড়ির ছাদে

. . . সেই কি তোমার ফিরে আসার চিহ্ন ?

______ লেওপোল্ড সেম্বার

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ১ম পর্ব ). .

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

চলবে . . . . . . . . . . . .

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৬

মামুন রশিদ বলেছেন: মাত্র কয়েকটা লাইনে ছোট করে লেখা কবিতা গুলোর আবেদন অনেকখানি । ভালো লেগেছে খুব ।

সুন্দর প্রচেষ্টা অব্যাহত থাকুক ।

শুভকামনা কিশোর ।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৯

উদাস কিশোর বলেছেন: আপনার প্রতিটি মন্তব্যে নতুন কিছু করবার উত্‍সাহ পাই ।
আমার কাছেও অনেক ভাল লেগেছে বলে সবার সাথে শেয়ার করছি ।
মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই ।
শুভকামনা নিরন্তন

২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর উদ্যোগ!

১৪ আর ১৭তে যেন মনের গভীরের কথার প্রতিধ্বনি পেলাম:)

+++++

১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৮

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী ।
আসলে কবিতা কিন্তু মানব মনের চিন্তা ভাবনার প্রতিবিম্ব ! :)
ভাল থাকা হোক সবসময় ।
শুভকামনা :)

৩| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৩

মো: জাবের গাজী বলেছেন: সুন্দর.......

১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময়

৪| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫১

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: প্রিয়তে রাখলাম। মাঝেমাঝেই পড়ব। শুভেচ্ছা রইলো।

১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোশাররফ ভাই ।
ভাল থাকুন ।
অনেক শুভকামনা

৫| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:০০

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার সব কবিতা। অনুবাদ করতে গেলে অনেক সময় মুল কবিতার আবেদনটা পাওয়া যায় না। মুল কবিতা না পড়লে বুঝতে পারছি আপনি বেশ ভালো অনুবাদ করেছে। কবিতায় বেশ আবেদন রয়েছে।

১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮

উদাস কিশোর বলেছেন: আমিনুর ভাই অনেক ধন্যবাদ ।
সব গুলো কবিতা আমি অনুবাদ করিনি ভাই । খুব সামান্যই আমার কৃতিত্ব :P
ভাল থাকুন ।
শুভকামনা

৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩১

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩১

উদাস কিশোর বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ে দেখার জন্য ।
ভাল থাকুন ।

৭| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: অনুবাদ খুব ভাল

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ পরিবেশ বন্ধু ।
ভাল থাকুন

৮| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:১১

তৌফিক মাসুদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭

উদাস কিশোর বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ে দেখার জন্য ।
শুভকামনা

৯| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নাচের ঠিক কেন্দ্রস্থলে গতিশুন্য হয়ে থাকে নাচ
রণক্ষেত্রের ঠিক মাঝখানে গতিশুন্য হয়ে থাকে যুদ্ধ. . . .


দারুন সবগুলো কবিতা !

ভালো লাগলো ।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

উদাস কিশোর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ গ্রানমা
ভাল থাকুন

১০| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:০২

এহসান সাবির বলেছেন: চলুক।

দারুন লেগেছে।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

উদাস কিশোর বলেছেন: আর দুটো পর্ব - করলে শেষ হয়ে যাবে ।
মন্তব্যে ধন্যবাদ ।
অনেক ভাল থাকুন ।

১১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার পড়তে বেশ ভালো লেগেছে। মুল কবিতা হয়ত কিছুই বুঝতাম না!!! :P

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ কাভা ভাই ।
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন

১২| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ। সুন্দর।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৯

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ কবি
ভাল থাকুন ।
শুভকামনা

১৩| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

বেলা শেষে বলেছেন: Humanbing can not live without Poem!

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬

উদাস কিশোর বলেছেন: ঠিক বলেছেন ।
মন্তব্যে ধন্যবাদ
ভাল থাকুন

১৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

অনুবাদ চলুক

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮

উদাস কিশোর বলেছেন: অনুরেণীত হলাম :)
ধন্যবাদ ভাই ।
ভাল থাকুন :)

১৫| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৯

নিশাত তাসনিম বলেছেন: কবি যা আবিষ্কার করে, তা সে জমিয়ে রাখে না ;
লিখে ফেলার পর দ্রুত সেটা হারিয়ে ফেলে সেখানেই
তো তার অভিনবত্ব, তার অসীম এবং তার দুর্য

রেনে শা এর টা বেশ লাগলো ।


১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

উদাস কিশোর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
রেনে শা এর কবিতা গুলো আসলেই দূর্দান্ত ।
ভাল থাকুন ।
শুভকামনা নিরন্তন

১৬| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: +++

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মাহবুব ভাই ।
ভাল থাকুন সব সময়

১৭| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: গতপর্বে অনেক বেশী মৌলিক মনে হয়েছিল লিখাগুলো !
এবার একটু কেমন জানি লাগলো !
প্রচেষ্টা দুর্দান্ত , চলতে থাকুক !
সবচেয়ে ভালো হয় আমার মতে ভাবটা ঠিক রেখে আপনার মত করে লিখতে পারলে । কাজটা অনেক কঠিন কিন্তু !

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৭

উদাস কিশোর বলেছেন: ক্ষ্যাতির বিড়ম্বনায় পরতে চাই না ।
সব গুলো আমি অনুবাদ করিনি ।
তবে হ্যা , দু একটা করতে গিয়েই বুঝেছি কাজটা কতটা কঠিন ।
পরামর্শের জন্য ধন্যবাদ
ভাল থাকুন :)

১৮| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৬

রাসেলহাসান বলেছেন: চমৎকার পোষ্ট!

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৪

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ :)
অনেক ভাল থাকুন ।
শুভকামনা নিরন্তন

১৯| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সাজিদ উল হক আবির বলেছেন: বদলেয়রের উড়ে যাওয়া মেঘদলের তরফ থেকে শুভেচ্ছা আপনাকে, ব্লগার বন্ধু। :)

১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

উদাস কিশোর বলেছেন: ৩য় পর্বে আরো একটা আছে দেখতে পারেন ।
ভাল থাকুন সবসময় ।
শুভকামনা নিরন্তন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.