নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তারেক

উদ্বাস্তু মানুষ আমি

উদ্বাস্তু মানুষ আমি › বিস্তারিত পোস্টঃ

"তুমি আর তোমার ব্যাকরণ"

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:১৪

"তুমি আর তোমার ব্যাকরণ"

তোমাকে পাব এই আশায়,
রাত্রি, ভোর, দিনে প্রতিক্ষণে,
ভাঙছি আমাকে আমি নিয়মে অনিয়মে।
আমার মাঝে তুমি যে নও কোন ব্যাকরণ।।

তবু, তোমার ব্যাকরণে আমার একটা ভুলে তারা দেয় নানান সাজা।
তাদের দেওয়া সাজা দিয়ে সাজাই হাজার ফুলের মালা।
সে মালা আমার জন্য অমূল্য উপহার।

বাকিরখাতায় শূন্যতায় পূর্ণ,
নগদের পাতা ছেড়া।
বসে বসে ভাবি,
কলম আছে, কালি আছে,
লিখব কোথায় কি!



কালের হিসাব দিতে গিয়ে কালি মাখলাম গায়ে।
ভুলে ভুলে, ভুলে গেছি কি ভুল ছিল।
নিষ্পাপ হয়ে জন্মালে
কেউ কেন বলে কালো, কেউ বলে বেটে,
তুমি দেখতে নয় মোটেও ভালো।
তোমার জাত, ধর্ম আমাদের নয় অন্য কারো।
তোমার ব্যাকরণে কোন সন্ধি বিচ্ছেদে,
সমাজে আমি বিচ্যুত।

রাত্রি দিনে অথবা গ্রীষ্ম, বর্ষা, শীতে
আমার গা গতরে রক্ত ঝড়ে অঝড়ে।
পেটের ছালা পিঠে বয়ে মনের খিদেরা করে আনন্দের আর্তচিৎকার।
বকশিশ হিসাবে পেয়ে যায়,
তুই শালা চোর কোথাকার।
তোমার ব্যাকরণে হিসাবের বেলায় নগদে ওরা পাকা,
আমার বেলায় শরীর জুড়ে অবহেলার রং আঁকা।

তোমার ব্যাকরণ মেনে,
তোমার সন্তুষ্টির জন্য,
তোমার বসবাসের জন্য,
ওরা রাস্তার মোড়ে মোড়ে চাকচিক্য আর আভিজাত্যে ভরা গড়ছে হাজার অট্টালিকা।
একি তোমার জন্য উপহার নাকি উপহাস।
তুমি গড় যাদের তারায় গড়ে তোমার ঘর।

তোমার আমার একান্ত সম্পর্কের মাঝে ব্যাকরণটাই একমাত্র অকারণ।
তাই কোন ব্যাকরণ মেনে
তোমার সন্তুষ্টি চাই না আমি।
চাই শুধু তোমাকে।
আমার মাটির ঘরে তাই একমাত্র তুমিই নিয়েছ ঠাঁই


~~~~~~~ তারেক

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


'তুমি'তা কি একটা চাকুরী যে, ইহাকে পেতেই হবে? আর 'তুমি' কি আপনাকে পেতে চাওয়ার জন্য বসেছিল?

১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৩১

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: আপনি অনেক জ্ঞানী ব্যক্তি। জীবিকা নির্বাহের জন্য একটা কাজ তো সবারই দরকার।
ধন্যবাদ আমার এই লেখা পড়ার জন্য।

২| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৬

আজাদ প্রোডাক্টস বলেছেন: ছবিটা শুরুতে থাকলে বেশি ভালো হতো। ভালো লেগেছে

১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৩

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি অনুপ্রাণিত হচ্ছি।
ধন্যবাদ আমার এই লেখা পড়ার জন্য।

৩| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:১৩

নেওয়াজ আলি বলেছেন: যা মন চায় লিখেন । তবে করোনা কালে কাছে যাওয়ার দরকার নেই।

১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৫

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: মন যা বলে তাই লিখি। করোনা কালে কোথাও যাচ্ছি না।
ধন্যবাদ আমার এই লেখা পড়ার জন্য।

৪| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৮

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: ধন্যবাদ ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.