নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তারেক

উদ্বাস্তু মানুষ আমি

উদ্বাস্তু মানুষ আমি › বিস্তারিত পোস্টঃ

"রংধনুর ধূসর পাঠশালা"

১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৯

"রংধনুর ধূসর পাঠশালা"

সাত রঙা রংধনু বলল,
চলো স্কুলে যায়।
স্কুলে গিয়ে দেখি ধূসর আছে,
আর আছে পাথরের খাতা।

পাথরের খাতা ভরে আঁকতে হবে হাড় কাপানো শীত।
শীত এনে দিল হাফহাতা স্যান্ডগেঞ্জি।

স্যান্ডগেঞ্জি গায়ে দিয়ে গেলাম অফিসে।
অফিস বলল, সবুজের হবেনা এখানে চাষ।
ধূসর ইট, বালু দিয়ে গড়তে হবে কেবলি মুক্তা বারোমাস।

মুক্তার বুক ভরা দেখি কেবলি শুন্যতার আনন্দের মেলা।

মেলাতে গেল এ ধরা ভরে।
আমি অবাক হওয়ার আগে চমকে যাওয়ার আগে সময় পেলাম না।
দেখি সাত রঙা রংধনু ধুসর হয়ে
চোখবুজে হাঁসির বৃষ্টি ঝরাচ্ছে।



তবু তার কাছে গেলাম।
সে জিজ্ঞাসিল, কি চায় তোমার?
কেন এসেছ এখানে?
আমি বললাম, যা চায় আমার দিতে হবে এবার তোমায়।
যদি একথা দাও,
বলতে থাকবেনা বাধা আর।

ধূসর রংধনু আঝর ধারায় হেসে বলল,
কথা দিলাম নির্দ্বিধায় এবার যা বলার বল।

আমি বললাম, আমি মরে পড়ে আছি তোমার স্কুলের বারান্দায়।
আমার গলে পচে যাওয়া লাশের উপর এবার তোমার সবুজের পাঠটা দিও।

~~~তারেক।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২০ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১১ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৫

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:১৩

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব , ভাল লাগলো

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৯

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১২ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না।
চালিয়ে যান।
আপনাকে দিয়েই হবে।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১১

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: ঠিক আছে ভাইজান, আপনি যখন বলছেন, চালিয়ে যাবো।
আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.