নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

আমার বৃটিশ পখ্যালম্বী বন্ধু

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

রাশিয়া পতনের পর পরাশক্তির দিক থেকে ফ্রাঁন্স আজ দ্বীতীয় স্থান দখল করেছে বলে আমার নিজশ্ব মতবাদ , কিন্তু আমার বৃটিশ পখ্যালম্বী বন্ধু-গন মানতে নারাজ ! একদিক থেকে ওরা আমার থেকে এক পয়েন্ট উপরে ! বিশ্বে পন্য বাজারের দিক দিয়ে ফ্রাঁন্স "বৃটিশ এবং "জার্মান থেকে অনেক পিছিয়ে আছে , প্রায় সব দেশেই , উল্যেখ-যোগ্য "চীন এবং « ভারত" !বৃটিশ এবং "জার্মান এতো আগে এসে তাঁরা তাদের পন্য বাজার দখল করে রেখেছে যে সে তুলনায় ফ্রাঁন্স ৫০ থেকে ৭০ পর্যন্ত পিছিয়ে আছে ! ফ্রাঁন্স কোন ভাবেই লেজ পর্যন্ত ছুতে পারছে-না "বৃটিশ এবং "জার্মানের । এ-সবের অনেক কারন রয়েছে ,কোন-কোন শিল্প-কারখানা এবং প্রতিষ্ঠানে জার্মানে এমন আইন-ও রয়েছে যে কোন কারনেই শ্রমিকরা ধর্মঘট করতে পারবে-না ; -যেমন রেলওয়ে প্রতিষ্ঠান , জার্মানের রেলওয়েতে কোন শ্রমিকরা ধর্মঘট করতে পারবে-না ! তবে তার অর্থ এই নয় তারা কোন দাবী ডিমান্ড করতে পারবে-না ? অবশ্ব্যই পারবে -তবে তা কাগজে-কলমে ডিমান্ড করতে হবে তা এ্যাডমিনিষ্ট্রেশন বিবেচনা করবে । আমি মনে করি শ্রমিকদের দাবী ডিমান্ডের এটাই উত্তম ব্যাবস্থা ! কম্পানী গোনছে-না খতি বা লোকশান , ধর্মঘটের কারনে শ্রমিক হারাচ্ছে-না মাস শেষে তার বেতন , অপর দিকে এক-সময় তার দাবী ঠিকই আদায় হয়ে আসছে ! "লেবার এসোসিয়েশন বা সিন্ডিক ব্যাবস্থা" ফ্রাঁন্সের আভ্যন্তরিন এক বড় রকমের নতজানু ভূমিকা ! শ্রমিক অধিকারের নামে "সিন্ডিক ব্যাবস্থা" ব্যাবস্থা অনেকটা বাংলাদেশের রবিন্দ্র-সঙ্গীতের মতই শ্রমিকদের ঘুম পাড়ানোর ব্যাবস্থা যা শরীরে চেতনা জাগানোর পরিবর্তে দূর্বল এবং ঘুমের নেশা ধরিয়ে দেয় ! ন্যায্য বেতনের নামে সিন্ডিক নেতারা আন্ডার-গ্রাউন্ড সিষ্টেমের মাধ্যমে বড় অংঙ্কের টাকা লুটে নিচ্ছে মালিকদের কাছ থেক আর শ্রমিকদের দিচ্ছে অনেকটা কমিউনিষ্ট ব্যাবস্থায় রেশন তুলে বেচে থাকার মত খেয়ে জীবন বাচানোর নিশ্চয়তা ! ফ্রাঁন্সে একজন স্কুল শিখ্যক মাস শেষে মাসিক বেতন তুলে ১৮ শত "অরো" একই সময়ে জার্মানের একজন স্কুল শিখ্যক মাস শেষে মাসিক বেতন তুলে ৫২ শত "অরো" প্রায় তিন গুন ! তবু-ও ফ্রাঁন্সের শ্রমিকরা খুশী , খুশী কারন ফ্রাঁন্সে শ্রমিক অধিকারের নামে যে "সিন্ডিক ব্যাবস্থা" আছে জার্মানে শ্রমিকদের অধিকার আদায়ের তেমন শক্তীশালী ব্যাবস্থা নাই , তা-সত্য ! জার্মানী-গন ড্রগ-এ্যাডিক্টেট নয় ! এশিয়ার ভারতীয়দের মত , জার্মানীদের জাতীয়তা-বোধের পাশাপাশী আছে মনবল , সিন্ডাকালিজম ব্যাবস্থার দার-ধারে-না , শ্রম"ই তাঁদের "সিন্ডিক ব্যাবস্থা" ! কোন জার্মানী বেকার হয়ে পড়লে তখন তাকে-যদি "রাস্তা" পরিস্কারের কাজ অফার করা হয় তখন তারা ঐ "রাস্তা" পরিস্কারের কাজ-টা"ই করতে থাকবে যতখন পর্যন্ত তার যোগ্যতা অনুযায়ী কাজটি পাবে ! ফরাসী-গন ঠিক তার উল্টো , -কি -ই "রাস্তা" পরিস্কারের কাজ ? দরকার নাই ! যোগ্যতা অনুযায়ী কাজটি খুজে পাওয়া পর্যন্ত তারা বেকার ভাতা খাবে -যা খুব"ই সামান্য পরিমান টাকা ! বাংলাদেশে যেমন "ধর্ম" ! "ধর্ম" যা বলছে তার বাইরে এক পা-ও এদিক সেদিক নয় ! নিজ চরিত্রে "ধর্মের" কোন চিহ্ন-নাই কিন্তু মুখে মাশাল্লাহ "মহা-নবী" ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.