![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
বাক ( H.S.C. ) পাশ করার পর হটিকার্লচারের উপড় দুই বছর পড়া লেখা করেছে এরিক , "মা মারা যাওয়ার পর বাবা গমের চাষ কমিয়ে সেই-সব জমিতে আঙ্গুরের চাষ করেছে , এরিকের বাবা জন-লুক ভালো "হোয়াইট-ওয়াইন" তৈরী করে , হোয়াইট-ওয়াইন তৈরী করা এরিকদের বংশগত প্রফেশন , ভালো ওয়াইন তৈরীর ফর্মূলা কি তা পৈত্রিক-সূত্রে পেয়েছে জন-লুক , জন-লুকে পর জানবে এরিক , এরিকের পর এরিকের ছেলে বা মেয়ে , এ-ভাবেই হয়তো চলতে থাকবে আরো কয়েক যুগ বা শতাব্দী ! ভালো ওয়াইন তৈরী করার একটা ফর্মূলা খুব ভালোভাবেই জানে এরিক , যে কথাটা পিতা প্রায়"ই বলে থাকে "তা হলো নিজের কাজ-কে "সন্মান দেয়া , কাজের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে না পারলে কোন কাজেই উন্নতি আসে-না , কাজ কাজ"ই সুতরাং এই কাজে কখন-ও অবহেলা বা ছোট করে দেখা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মাড়া , আমরা হলাম কৃষক , আমরা আমাদের ছোট করে দেখার কোন কারন নাই , আমরা"ই দেশ , আমরা"ই সরকার , আমরা"ই এ-দেশের জাতীয় সম্পদ ! জন-লুক এ-সব কথা যখন বলতো তখন "মা ফ্রাঁন্সোয়াজ পিতা-কে বলতো "কৃষি কাজ রেখে তুমি রাজনীতিতে যোগ দে-ও খুব ভালো করতে পারবে , আর তখন"ই পিতা মা"র সাথে রাগ হয়ে যেত , কারন বাবা কখন-ও রাজনীতি বিদদের পছন্দ করে-না , বিশ্বাশ করে-না "হোক ডান-পন্থী "হোক বাম-পন্থী , ওরা সবাই"ই এক ময়লার দুই-পিঠ ! খমতায় যাওয়ার পর সব"ই এক চরিত্রের রূপ ধারন করে , ভুলে যায় আমাদের কথা , পাশ করার পর ওদের কাছে আমরা হয়ে যাই গেয়ো-ভূত , আমরা হয়ে যাই "পেয়েজান" ( গেয়ো-গ্রামের মানুষ ) , রাজনীতি বিদদের উপড় বাবা রাগ হয়ে গেলে বেশ লাল হয়ে যেত তা দেখে মা আরো মজা পেত , বাবা তাতে আরো বেশী খেপে যেত , তখন মা-কে বলতো "তুমি জান আমরা কৃষকদের কারনেই আমরা সব দেশের কৃষকরা অবহেলিত হয়ে আছি" , "ওরা ( রাজনীতি বিদরা ) রাজ আসনে বসে যখন আমাদের গেয়ো-ভূত , আর "পেয়েজান" বলে তখন যদি আমরা পৃথিবীর সমস্ত কৃষক মিলে শষ্য ফলানো বন্ধ করে দিতে পারতাম তখন ওরা বুঝতো কারা আসলে গেয়ো-ভূত , আর "পেয়েজান" ( গেয়ো-গ্রামের মানুষ ) , আমরা না ওরা ? বাবা জন-লুকের মুখে যখন এই সব "মন্ডিয়ালিজম" ( পৃথিবী জুড়ে ) এর কথা শুনতো তখন মা আরো বেশী মজা পেত , খুব জোরে হাসতে থাকতো , জন-লুক তখন বলতো "ঠিক"ই বলছি" খাইতে বসলে মাছ , মাংশ , ফমাস ( পনির ) ,রুটি , সাদা-লাল মদ , পার্টিতে স্যাম্পানের বোতল খোলার যখন কোন বোতল আর থাকতো-না তখন বুঝতো আমরা কে , কি অবদান রাখছি আমরা আমাদের দেশের জন্য ! ছোট বয়সে যখন এ-সব কথা শুনতো এরিক তখন নিজে-নিজে বলতে থাকতো "কৃষি" কাজে আবার সন্মান-কি ? গম বুনবো গমগাছ বড় হবে গম ধরবে পাকবে কেচে ঘড়ে আনবো , আঙ্গুর গাছতো লাগানোই থাকে তাতে সমস্যা কোথায় ? আঙ্গু ধরবে বড় হবে তুলে এনে ওয়াইন বানাবো সমস্যা শেষ তাতে আবার সন্মানের কি আছে ? সে-সব ছোট বেলার কথা , "মা ফ্রাঁন্সোয়াজ-ও অনেক কথা বলতো এরিক-কে , -মা আজ নাই তবু-ও যেন এ-সব কথা মনে হলে বুকে অনেক শান্তি আসে ।
©somewhere in net ltd.