![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
14 JUiLLET 2014
ফরাসী রেভুলেশন এবং কিছু কথা
১৪ ই জুলাই , ফ্রান্সের "স্বাধীনতনা দিবস" , আমরা সবাই জানি ১৭৪৯ সনের এই দিনে ফ্রান্স মুক্তি পায় রাজার শ্বাষণ থেকে ! সত্যিকার অর্থে রাজার শ্বাষণ থেকে ফ্রান্স মুক্তি পায় আরো বেশ কয়েক বছর পর , কিন্তু এই দিন থেকেই শুত্র হয় ফ্রাঁন্স স্বাধীনতার জোয়ার "বাষ্টিল" এর দূর্গ ধংশ করার মধ্য দিয়ে ! সাধারন মানুষের সরলতার সুযোগনিয়ে , সাধারন মানুষের সরলতারকে কাজে লাগিয়ে "বাষ্টিল" এর দূর্গ তথা রাজ-বন্দীদের জেলখানা নির্মূল করে এক শ্রেনীর বূর্জোয়া খমতা দখল করার প্রয়াসের মাধ্যমে ! যে দূর্গতে রাজ-বন্দীদের বন্দী করে রেখেছিলো সেই দূর্গটার নাম"ই হলো "বাষ্টিল এর দূর্গ , ফ্রাঁন্স ভাষায় এর নাম Château fort, arsenal et prison , দূর্ঘ টির স্থাপনা কাজ শুরু হয়ে ছিলো ১৩৭১ সনে এবং এর স্থাপনা কাজ শেষ হয় ১৩৮৩ তে , এটা-যে খুব একটা বড় দূর্ঘ ছিলো তা-নয় , উচ্চতা ছিলো ২৪ মিটার , পাশে ছিলো ৩৪ মিটার আর লম্বায় ছিলো ৬৬ মিটার ! "বাষ্টিল এর দূর্গ"-টা ছিলো "প্যারিস"এ , "প্যারিস" তখন ফ্রাঁন্সে রাজধানী ছিলো-না , সেই সময় ফ্রাঁন্সে রাজধানী ছিলো "ভার্সাই-নগরী" "ভার্সাই এর রাজ-বাড়ী , আর তখন "প্যারিস" ছিলো প্রায় গ্রাম , ফ্রাঁন্স রেভুলেশনের পরে আস্তে-আস্তে প্যারিসে লোক বসবাস করতে শুরু করে এবং রাজধানীর রূপ-পায় ! যে সময়ের কথা বলছি তখন "ভার্সাই-নগরী"র পর যে স্থানটির নাম উল্যেখ-যোগ্য ছিলো সে স্থানটির নাম ছিলো « সা-দ্য-নী" ( Saint-Denis ) , « সা-দ্য-নী"( Saint-Denis ) মূলত একটা গীজর্া , সে গীর্যার যে পাদ্রী ছিলো সে পাদ্রীর নাম ছিলো Saint-Denis এবং তার নামানুসারে গীর্যার নাম হয়েছে « সা-দ্য-নী-বাজিলীক"( Saint-Denis Bassilique ) , ফ্রাঁন্স রেভুলেশনের পূর্বে এই গীজর্ার পাদ্রীগন »ই এবং ফ্রাঁন্সের অন্নান্য গীর্যার সব-পাদ্রীরা মিলে ফ্রাঁন্স শ্বাষন করতো এবং তারা ছিলো "ভার্সাই এর রাজার অধীনে , অনেকটা জমীজাদারী ব্যাবস্থা ! তখন গীজর্ার পাদ্রীদের হাতে শুধু খমতা"ই ছিলো-না , তাদের হাতে অনেক ব্যাবসা-ও থাকতো যে ব্যাবসা অন্যেরা করতে পারতো-না , তার মধ্যে উল্যেখযোগ্য ছিলো "লবন-ব্যাবসা" , জনগনের কাছ থেকে বিভিন্ন ট্যাক্স আদায় করার পর-ও পাদ্রীরা জনগনকে বাধ্য করতো পাদ্রীদের ইচ্ছামত লবন কিনতে , যেমন ঃ ছোট একটা পরিবারে সাপ্তাহে লবনের প্রয়োজন আধা-কেজী সে-খানে ঐ পরিবারকে বাধ্য করতো এক-কেজী লবন কিনতে এবং তা কিনতে হতো , আর না কিনলে আইন অমান্য করার অপরাধে সাজা ভোগ করতে হতো , "সা-দ্য-নী" এলাকা হলো "প্যারিস" থেকে ৫ কিলো মিটার দূরত্ব অবস্থিত , বর্তমানে যে এলাকাটাতে « ফ্রাঁন্স-ষ্টেডিয়াম" ( Stade de France ) স্থাপিত হয়েছে !
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩
উদদিন বলেছেন: তথ্য-মূলক যা লেখেছি তার প্রমান আমার কাছে আছে এবং কেউ আরো নতুন কোন তথ্য চাইলে "স্বাগতম" !