![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
গাব্রিয়েল চেনেল Gabrielle Chanel বললে আমরা অনেকেই কিছুখন ভাববো "এ আবার কে ? আর যদি বলি কোকো-চেনেল Coco Chanel তা"হলে মনে হয় আর কিছুই বলতে হবে-না কে সে এই কোকো-চেনেল ! অনেকে কোকো-মডমাজেল Coco Mademoiselle নামে-ও তাঁকে চিনেন ! বুর্জুয়া মডেল জগৎ এর এক অনন্য নাম "চেনেল" , তার মধ্যে উল্যেখ যোগ্য পারফিউম "চেনেল-ফাইভ" ( গাব্রিয়েল চেনেল যে শুধু পারফিউমের নাম তা"ই নয় চেনেল হলো তার ফ্যামিলী নেম , পূরো নাম - মেডাম গাব্রিয়েল বনউর চেসনেল Gabrielle Bonheur Chasnel ) , "কোকো-মডমাজেল" , পুরুষ দের জন্য "চেনেল-নাইন্টিন" এবং আরো আছে ! গাব্রিয়েল চেনেল বা কোকো-চেনেলের বাল্য জীবন তেমন সুখের ছিলো-না , মা বাবা কাজ করতেন হাটে-হাটে , শীতে কষ্টে মা Jeanne Devolle মারা যায় মাত্র ৩৩ বছর বয়সে , বাবা Albert Chanel সন্তানদের ত্যাগ করেন আমেরিকার সোনার হরিন ধরার জন্য , তখন গাব্রিয়েলের বয়স ছিলো মাত্র ১২ বছর তার দুই বোন জুলিয়া বার্থ Julia-Berthe এবং আনতোয়ানেত Antoinette ! তিন বোন বড় হতে থাকেন এক এতিম খানায় ফ্রাঁন্সের কোরেজ Corréze নামের এক শহড়ে , তখন থেকেই গাব্রিয়েল ষ্টাইলিষ্ট হওয়ার জন্য নিজেকে তৈরী করতে থাকেন এবং তিনি পৃথিবীর সর্ববৃহৎ ও স্ব-নাম ধন্য একজন বুর্জুয়া মডেলের "ওত-কুতুর" রিষ্টের পুরস্কার পেয়েছিলেন , যখন তিনি মহিলাদের হ্যাট এবং স্কাট কামিজ এর সুনাম সাড়া পৃথিবীতে ছড়িয়ে পড়ে CHANEL MODES নামে ,আর তখন তিনি তার ব্যাবসার প্রসার ঘটাতে থাকলেন , ইমিটেশনের অলংঙ্কার , মহিলাদের হাত ব্যাগ সাথে পারফিউমের উপড়-ও গভেষনা শুরু করেন এবং আবিস্কার-ও করলেন নাম দিলেন চেনেল-ফাইভ , এতিম খানায় বড় হওয়া এই মেয়ের প্রতিষ্ঠানে চার হাজার ( ৪০০০ ) শ্রমিক কাজ করার সুযোগ পান এবং বছরে প্রায় পচিশ হাজার মডেল ( মহিলা পোষাক ) প্রস্তুত হতো ! গাব্রিয়েল মূলত একজন মহিলাদের হ্যাট দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন , প্রথমে তিনি বাজার থেকে এক বা দুই গজ কাপড় কিনে এনে নিজ বাসায় নিজ হাতে তৈরী করতে থাকেন "মহিলাদের হ্যাট" , এই ভাবে শুরু করেন মহিলাদের জন্য "ঝুপ" ( স্কাট ) "রব" ( কামিজ ) ! তারপর আর তাকে কেউ আর থামিয়ে রাখতে পারেন-নাই ! তিনি মারা জান ১৯৭১ সনের ১০"ই জানুয়ারী , কিন্তু তাঁর নাম হয়তো থাকবে প্রতি-যুগে , যুগের সাথে তাল মিলিয়ে !
©somewhere in net ltd.