নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

জনাব আব্দুল গাফফার চৌধুরীকে খোলা চিঠি"র প্রসঙ্গে ঃ -

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩১



আমি সম্পাদক সাহেবকে বিশেষ অনুরোধ করবো আমার পোষ্ট-টি যেন মুছে ফেলে না-দেন , আমি যা লোখলাম তা আমার কাছে থেকে দেখা গাফফার চৌধুরীর আসল চরিত্রের কথা লেখলাম ।

জহিরুল ইসলাম অমি হাসান,

ব্লগার ও সংবাদ কর্মী ,

"বাঁধ ভাঙ্গার আওয়াজ" ,



রাতের শুভেচ্ছা , আপনার লেখা "জনাব আব্দুল গাফফার চৌধুরীকে খোলা চিঠি" কলাম-টি , প্রথমেই খমা চেয়ে নেই আমার ভুল-বানানের জন্য , সত্যি বলেছেন -চিঠি লেখার দিন চলে গেছে বেশ কয়েক বছর আগে , এখন আর চিঠি লেখতে হয়-না , চিঠির স্থান দখল করে নিয়েছে "স্মার্ট-টেকনোলজী" , এই টেকনোলজী আজ আমরা সবাই ব্যাবহার করছি , সব-চেয়ে বেশী করছে দল এবং তাদের বন্ধু-বান্ধব , আত্মীয়-স্বজন ব্যাবহার করছে আরো বেশী তাদের মধ্যে আব্দুল গাফফার খান না আব্দুল গাফফার চৌধুরী অন্যতম ঃ কিন্তু রাস্তায় চলতে পথে দেখা হলে যদি প্রশ্ন করি "শেখ হাছিনা এটা করছে ওটা করছে ডিজিটাল বাংলাদেশ করছে ( যদি-ও শেখ হাছিনা জানে-না "ডিজিটাল" শব্দের অর্থ-কি এবং শব্দটা কোন ভাষা থেকে এসেছে ) তো ডিজিটাল বাংলাদেশ হবে কি-করে , বাংলাদেশের ৭৫ শতাংশতে-তো বিদ্যুৎ"ই নাই ? দ্বীতীয়ত ঃ স্বাধীনতার ৪৪ বছরে-ও তো দেশ থেকে দূর্নীতি"ই উৎখাত হলোই-না বরং বছরের পর বছর আরো বাড়ছে , উত্তর গুলো সবসময় ওর পকেটে রেকর্ড করা"ই থাকে মনে হয় , কারন সব প্রশ্নের একই উত্তর "সময়-লাগবে" , তো দেশ থেকে যদি দূর্নীতি"ই উৎখাত করতে সময় লাগে , ভালো মানুষ হতে সময় লাগে তো ঐ-সব "স্মার্ট-টেকনোলজী" ব্যাবহার করতে দেশের মানুষের সময় লাগে-না কেন ? স্বাধীনতার ৪৪ বছরে-ও যদি মানুষ হওয়ার জন্য আমরা আরো সময় চাই ত"হলে গতকাল বের হওয়া স্মার্ট-ফোন ব্যাবহার করার জন্যতো আমাদের আরো ৪৪ + ৪৪ = ৮৮ বছরের প্রয়োজন ? কিন্তু তা-তো লাগছে-না ? এই প্রশ্ন করার সাথে-সাথেই আমরা স্বাধীনতা বিরোধী লোক হয়ে যাই , রাজাকার হয়ে যাই , সুতরাং যে লোকটার এই গ্যানটা নাই যে ৭১ এর পরে জন্ম-নেয়া একটা ছেলে কি করে রাজাকার হয় ? তো ঐ লোকটার মধ্যে মনুষ্যতা বোধ"ই নাই সুতরাং সে সত্য জানবে কি-করে ? গাফফার চৌধুরী নিজেকে একজন আওয়ামী লীগার ভাষা সৈনিক বলে দাবী করে তো মদের আসরে বসে উর্ধুতে কবিতা পাঠ করে কেন ? মদ খাইলে তার মুখ থেকে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যায় কেন ? আর সে যদি নিজেকে একজন আওয়ামী লীগার ও ভাষা সৈনিক"ই দাবী করে কেন বৃটিশদের দেশে "গোলাম" হয়ে পরে আছে ? গাফফার যদি আওয়ামী লীগার ও ভাষা সৈনিক"ই হবে তো ওর কথায় আর কাজ এবং চরিত্রে সাথে কোন মিল নাই কেন ? গাফফার যদি আওয়ামী লীগার ও ভাষা সৈনিক"ই যদি হবে তো ওর চরিত্র থেকে অসততা ও ওয়াদা বরখেলাপের স্বভাব দূর হয়না কেন ?গাফফার চৌধুরী কলামিষ্ট সাংবাদিক ভাষা সৈনিক আওয়ামী লীগার"ই হবে তো সে দেশে যায় না কেন ? -বেশ কয়েক বছর আগে আওয়ামী লীগ প্যারিস -ফ্রাঁন্স শাখা বিশাল আকারে প্রচার চালায় ভাষা সৈনিক কলামিষ্ট সাংবাদিক গাফফার চৌধুরী প্যারিস -ফ্রাঁন্স শাখা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হয়ে আসছে , সেখানে অনেকের সাথে আমি-ও উপস্থিত ছিলাম , বিকাল ৪ টা থেকে ৬ ৮ রাত ৯ টা হয়ে গেল গাফফার চৌধুরী বিকেল ৪ টা সে-দিন আর বাজে নাই ! ফ্রাঁন্সের ঐ অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত ছিলাম তাঁরা ওর মত গড়ুর-দালাল ছিলাম-না , পরে আমরা খোজ নিয়ে জানলাম যে সময়-টাতে ওর প্যারিস থাকার কথা ছিলো ঐ সময়টাতে ও সেদিন সে লন্ডনের এক বাসায় ওর মেয়ের বয়সের এক মেয়ের সাথে প্রেম করছিলো যা আওয়ামী নেটাদের চরিত্র এবং যেমন করেছে ৭১ মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীডাররা দিল্লীর হোটেল গুলোয় বাস-করে ! গাফফার চৌধুরীকে আমি খুব ভালো করেই চিনি এবং জানি , আমি লন্ডন বাস না করলে-ও ওর আশে-পাশেই আমার বাস , এই লোকটির বয়সে আমি অনেক ছোট "তবু-ও গাফফার চৌধুরী-কে আওয়ামী লীগের একজন গড়ুর দালাল ছাড়া আর কিছুই মনে হয়-না ! গাফফার খান না গাফফার চৌধুরী যা"ই বলেন-না কেন তাকে যদি আপনি বাস্তবে দেখেন আমার ধারনা আপনি-ও তাকে গড়ুর দালাল ছাড়া আর কিছুই বলবেন-না । আমি সম্পাদক সাহেবকে বিশেষ অনুরোধ করবো আমার পোষ্ট-টি যেন মুছে ফেলে না-দেন , আমি যা লোখলাম তা আমার কাছে থেকে দেখা গাফফার চৌধুরীর আসল চরিত্রের কথা লেখলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.