নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

ভালো স্বপ্ন দেখুন

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৭

একটা মিথ্যা বললে "তা ডাকার জন্য আরো ১০ টা মিথ্যা বলতে হয় , এ-ভাবে মিথ্যা বলতে-বলতে আমাদের জীবন-টা মিথ্যার ওজনে ক্লান্ত হয়ে পড়ে , আমরা ভয় আর দুংশ্চিন্তায় ভুগতে থাকি এবং অসুস্থ হয়ে পরি , আস্তে-আস্তে অনেক বড়-বড় রোগে আক্রান্ত হই "একদিন ভয় আর দুংশ্চিন্তা থেকে মুক্তি পাই ঠিক কিন্তু এমন একটা ঘড়ে বন্ধী হয়ে-যাই যে ঘড়ের তালা আর কোনদিন খোলা হবে-না ! এই সমস্ত কথা হঠাৎ করেই একদিন আমার মাথায় আসে এবং তার পর থেকেই মিথ্যা বলা ছেড়ে দেই , ছেড়ে দেই ছোট ভাইয়ের মাথায় মারার অব্যাসটা-ও ! তবে মিথ্যা যে বলি-না তা বলবো-না , কারন আমি না একটা শয়তান , না একজন ফেরেস্তা , আমার জানা মতে ভালো মন্ধ এই দুই মহা শক্তি"ই ভুল-ও করে-না এবং মিথ্যা-ও বলে-না , কারন ওঁরা অনেক স্বচেতন থাকে সর্বদা ! কিন্তু মিথ্যা বলা ছেড়ে দেয়ার পর এমন মিথ্যা কখন-ও বলি-না "যে মিথ্যায় কারোর এতোটুকো খতি হবে , আবার এমন মিথ্যা কখন-ও বলি-না "যে মিথ্যায় কাউকে ঠকাবো বা ধোকা দিবো নিজের বাহাদূরী প্রকাশের জন্য "যদি-ও আমার মিথ্যার তদন্ত কেউ করলে-ও ধরতে পারবে-না , কিন্তু আমি-তো জানলাম -যে আমি মিথ্যা বললাম ? আজ আপনার সাথে মিথ্যা বললে আমি আমাকেই খমা করতে পারবো-না "যদি-ও আপনি জানতে হয়তো পারতেন-না মিথ্যা না সত্য বললাম , তাই অন্তত আমার কাছে আমি নিরপরাধ থাকার জন্য নিজের বাহাদূরী প্রকাশের ইচ্ছা থেকে দূরে থাকলাম এবং সত্য বললাম "ছবিটি আমার তোলা-নয় , নেট থেকে নিয়েছি ! আমার একটা "মূখ্য উদ্দেশ্য" আছে তা আপনি ঠিক ধরেছেন এবং কি সে "মূখ্য উদ্দেশ্য" তা আপনাকে সত্যি"ই জানাবো , কিন্ত তার আগে আমি আপনার কাছে জানতে চাইবো "কেন এবং কোন লজিকে আপনার মনে হলে আমার একটা "মূখ্য উদ্দেশ্য" আছে ? ভালো থাকবেন অবশ্যই , , আপনাকে লেখা শেষ করে আমি-ও ঘুমাতে যাবো , আমার এখানে সময় এখন রাত ২৩ টা ৩০ মিনিট !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৩

(উৎপল) বলেছেন: কারেকশন প্লিজঃ তারাতারি লিখতে গিয়ে আপনি হয়ত বানানের দিকে মনযোগী হতে পারেন নি...

তবে লেখাটা চমৎকার হইছে... শুভকামনা রইল।

:)

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

উদদিন বলেছেন: সন্মানীত বন্ধু- এবং ব্লগার , তোমাকে ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য এবং আরো ধন্যবাদ আমার বানানের ভুল বিষয় টিকে মনে করিয়ে দেয়ার জন্য , আমি নিজে-ও বুজতে পারি আমার লেখায় বানানের ভুল যথেষ্ট থাকে , চেষ্টা-ও করি নির্ভুল বাংলা লেখতে কিন্তু পারি-না , দীর্ঘ ২৫ বছর দেশের বাইরে থেকে অব্যাশ-টা হারিয়ে ফেলছি , কেন হারিয়ে ফেলছি মাতৃভাষার সঠিক বানান তার অনেক বড় এবং করুন ইতিহাস , -তবে অহংকার করে যে কথা-গুলো বলছি-না তা সত্য , পরে হয়তো এক সময় তোমাদের জানাবো আমার সে করুন ইতিহাস । সে-দিন এক তরুন আমাকে "সৃষ্টি-কর্তা" বানানের ভুলটি সংশোধ করে দিয়েছে , আমি লেখেছিলাম "শ" দিয়ে "শৃষ্টি-কর্তা" , আমি আশা করি তোমরা-ও যদি আমাকে একটু সহযোগিতা কর ঐ তরুনের মতই আমার ভুল বানান-গুলোর ভুল ধরিয়ে দিতে তা"হলে হয়তো আমি আমার হারিয়ে যাওয়া ২৫-টি বছর আবার ফিরে পেতে পারি এবং পারবো হয়তো তোমাদের মত নির্ভুল বাংলা লেখতে , এটা আমার অনুরোধ এবং আমার ধারনা আমাকে তোমরা তোমাদের পাশে আসার , তোমাদের কাছে আসার সুযোগ দিয়ে বন্ধু করে নিবে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

উদদিন বলেছেন: http://www.somewhereinblog.net

এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার !

"পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।"
লেখক কাল্পনিক ভালোবাসার লেখা এই নিবন্ধে যা উল্যেখ করা হয়েছে তা আগে থেকেই সবার জানা, কিন্তু যা কেউ জানে-না তা জানার জন্য পড়ুন, জানুন লেখকের আসল চরিত্র আর রূপ এবং সত্য-কথা বললে তারা কি-ভাবে ১৯৭১ তথা তৎ-কালিন একজন বালক-কে "জামাতী" বানিয়ে তাঁর "মা"-কে কি-ভাবে পাকিস্তানী সৈন্যদের বিছনায় শোয়া ? কি ভাবে তাঁ "মা"-কে অপমান করে ? কি-ভাবে "জামাতী" বানিয়ে পিটিয়ে মারে, করে হত্যা, কি-ভাবে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে খুন করে, কি-ভাবে একটি শিশু-কে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে মারে, কি-ভাবে রাজাকার বানিয়ে ভারত থেকে হিন্দু ভাড়া করে এনে যুদ্ধাপরাধে অপরাধী বলে দোষী স্বাব্যস্ত করে জেলে ভরে, ফাসিতে ঝুলায় ? তার"ই এক চুল পরিমান প্রমান বুঝে-নিন এই নিবন্ধে "উদদিন" এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ে, পড়ুন প্লিজ, আর যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখোস উন্মোচন করে প্রমান করে দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, ওরাই বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকো ।


এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার ! পড়ুন লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।" নিবন্ধ-টি এবং পড়ুন মন্তব্য নং এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ুন প্লিজ ! পড়ে যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখ উন্মোচন করে বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লেখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকোতে উল্যেখ করা আছে । দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, এই আওয়ামী ইসলামী ট্রেরিষ্টদের লীডার-গুলো অত্যান্ত দ্রুত, ওদের দ্বারা সব"ই সম্ভব, এমন-কি দিন-কে রাত আবার রাত-কে দিন-ও "ওরা বানাতে সখ্যম, এমন-ও সম্ভব এবং করেছে-ও "নিবন্ধ মুছে-ফেলা", তেমনি ভাবে এই "নিবন্ধটি-ও মুছে-ফেলতে পারে বা করতে পারে, -তাই আমি লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা। "নিবন্ধ-টি মন্তব্য সহ কপি করেছি এবং তা পোষ্ট করলাম ;-....আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৭

লেখক বলেছেন:
বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৮ নং জবাবটি এই ঃ -"আবে হাউয়ার পুত, আমার এই ব্লগ এমনিতেই ঽজামাতিঽ ছাগলদের জন্য সম্পূর্ন রূপে নিষিদ্ধ তার উপর তুমি হইলা গোয়াজমের পটু দিয়া জন্ম নেয়া একটা থার্ড ক্লাস ছাগল। গোয়াজমের বীর্যে এত নেশা? খাইতে খাইতে পুরাই দেখি টাল হইয়া গেছস!

আফসোস! তোমার বোকচোদ জারজ বাপেরা তোমারে এখনও ঠিকমত তালিম দেয় নাই। কোন প্রকার তথ্য প্রমান ছাড়া এই জাতীয় কথা বললে পাবলিক যে তোমারে পোদে বাঁশ দিয়া বলৎকার করবে এডি কেউ কয় নাই? অবশ্য কইয়াও লাভ কি? গোয়াজমের মাল খাইয়া টাল হইলে কি আর সেন্স মাথায় থাকে?

আবার এইখানে ল্যাদাইতে আসলে তোমার জন্য সেটা ভালো হবে না।"

৭৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫




উদদিন বলেছেন:
আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৯ নং জবাবটি এই ঃ - "আফসোস, তোর জন্ম তো কোন মহিলা দিয়া হয় নাই। হইলে তোর মারে তুইলা গালি দিতে পারতাম। শুধু তাই না যে রাস্তা দিয়া তুই বাইর হইস, সেই রাস্তা দিয়া তোরে কয়েকবার ঢুকাইয়া বাইর করতে পারতাম। সে আবার পাকিস্থানী সৈনিকদের স্বাধ পাইত।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.