নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

নেটে কি কি শব্দ খুঁজে আমার রেসিপি সাইটে এলেন জনাব! না হেসে পারা যায় না!

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

আপনারা যারা আমার পুরানো বন্ধু, আপনারা জানেন আমি ওয়ার্ডপ্রেস এ একটা রেসিপি সাইট চালাই। আমাদের সাধারন বাংলাদেশী মধ্যবিত্ত/ গরীব পরিবারে যে সকল রান্না হয়, তাই আমি আমাদের সাইটে তুলে দেই।



এবং এই রেসিপি ব্লগটাকে আমাদের বাংলাদেশী বাঙ্গালী রান্নার একটা সেরা সাইট করতে চাই, সব কিছু যেন একি জায়গাতেই সবাই পেয়ে যান। আমি চাই, দেশে বা বিদেশে যারা রান্না নিয়ে সমস্যায় আছেন, তারা যেন খুব সহজে এখানে এসে সেই সমস্যার সমাধান পেয়ে যান। সে যাই হোক, এই জন্য আমাকে সব সময়ই সারা দুনিয়া থেকে কে কি ভাবে কি লিখে রেসিপি খুঁজল তার দিকে নজর রাখতে হয় বা হচ্ছে (এ যাবত সব চেয়ে বেশী খোঁজা শব্দ হচ্ছে ‘রান্না’) এবং এটা আমিও জানি এত রেসিপি থেকে নিজের পছন্দের রেসিপি খুঁজে বের করা সহজ নয়। লিখতে একটু এদিক সেদিক হলে চাহিদা মত রেসিপি আর খুঁজে পাওয়া যায় না!



প্রতিদিন আমি অনেক অনেক ট্যাগ পরিবর্তন করে দেই, যাতে সহজে রেসিপি খুঁজে পাওয়া যায়। তারপরও এমন কিছু শব্দ বা খোঁজার শব্দ পাই যা দেখে না হেসে পারি না… প্রতিটা শব্দই হাসি এনে দেয়… আমি নিশ্চিত আপনিও হাসবেন!



খোঁজা শব্দ – আমার ভাবনা!

bear ঠান্ডা করলে জমে না কেন? – বিজ্ঞান ভাবনা!

best বিফ রেসিপি – আমাদের সব রেসিপি is the best!

english of খাদ্যরসিক – মিয়া ভাই, এটা ডিক্সনারি নয়। হা হা হা

fb/ মজা / conent – মজা এই দুনিয়ার সব কিছুতেই!

free রুটি ভাজি ছবি – হা হা হা…

image টমেটো পেঁয়াজু – টমেটো পেঁয়াজুর ছবি দেখতে চাইছিলেন?

jabenshathe – জীবন সাথী…

mojar mojar rannar fagebook page – ফেইসবুক চলেই আসে

top 10 রান্না – রান্না দিন দিন কি গান হয়ে উঠছে!

http://www.বাঙ্গালী রান্নাবান্না.com – খোঁজার অবস্থা দেখেন



আমার সোহাগ রাত – বলে ফেলেন, আমাদের শুনতে ভাল লাগবে!

ঈদের ভাই বোন চটি গল্প – নাউজুবিল্লাহ!

এই গরমে ঠাণ্ডা মজাদার একটি পছন্দের আইটেম …নাস্তার আইটেম – এত বড় খোঁজা!

এক নজরে ঢাকার হোটেল এবং রেস্টুরেন্ট – এই নিয়ে একটা পেইজ খুলতে হবে দেখছি

কলা – শুধু কলা লিখে তিনি কি খুঁজতে চেয়েছেন, কলা ভর্তা নাকি কলা রান্না!

কাকির ছবি – কাকি/চাচি!

কিনেছেন রান্না – রান্না কেনা কঠিন

কী ভুল করি – ভুল করাও কি শিখতে হবে

খাবার নিয়ে – খাবার নিয়ে কি?

গরু উদরাজী – আমাকে গরু বানালেন!



চা রেসিপি – আহ, নুতন বধূ মনে হচ্ছে

ছাগল – ছাগল খুঁজতে এখানে কেন!

জাপানিজ – এটা বাঙ্গলিজ!

জামাই – রেসিপিতে জামাই পাওয়া যায় না!

জামাই শরবত – হা হা হা…। আমিও শরবত খাব।

থাই স্যুপ রেসিপি – থাই স্যুপ লিখলেই হয়ে যেত

দুধ খাবার গল্প – ক্যামনে কি

দুধ বেদনা – কিছুই বুঝতে পারলাম না।

দুধ লাউ – লাউ দেখে কি মনে হয়।



দেশি মেয়েদের ছবি – পুরাই বেয়াদপি

নাস্তা হিসাবে – নাস্তা হিসাবে কত কি আছে! ক্যাটাগরী দেখুন।

নেশা – রান্না একটা নেশাই বটে!

পাতলা – পাতলা দিনে নিশ্চয় পাতলা ডাল বুঝাতে চেয়েছেন…

পেট ফেলা – এটা ডাক্তার খানা নয়

পেপের আঁচার – এমন আঁচারের কথা কখনো শুনি নাই

প্রেমিক প্রেমিকা ভালবাসার গল্প – রান্নাবান্নার গল্প করেই কুল পাচ্ছি না, আপনি আবার…

ফ্রি vegetables রেসিপি – নেটের সব রেসিপিই ফ্রি!

বংলাদেশি পর্ণ সাইট – কারবার দেখেন



বড়দের খারাপ গল্প – দুঃখজনক, বড়দা! রেসিপি ব্লগে এসে খারাপ কিছু খোঁজা খারাপ ব্যাপার!

বরিশালের রান্না – আমার কাছে সব জায়গার রান্নাই আছে, সারা বাংলাদেশ।

বাংগালী মেয়ের – বিবাহের পাত্রী খুঁজছেন?

বাংগালী মেয়ের ছবি – ভাইজানের কি মাথা খারাপ।

বাংগালী মেয়ের দুধ ছবি – নাউজুবিল্লাহ

বাংলা gril – গ্রিল না গার্ল!

বিবাহের গল্প – বিষাদের গল্প শুনতে – চান

বিবাহের সব ছবি – কার বিয়ে, কে বিয়ে করল!

বিরানী রান্না টিপস – বিরয়ানী রান্না হলেই ওকে, টিপস কি দরকার



বোনের চটপটি – বুঝতে পারছি, বোনের হাতের চটপটি খেতে মন চাইছে

বৌমা – ওমা!

ভাবিকে আনন্দ করা – নাউজুবিল্লাহ

ভাবী – আস্তাগফেরুল্লাহ

ভাবীর সাথে – কি যে বলেন মিয়া ভাই।

মাংস রান্না শিক্ষা – হা হা হা, রান্না নয় তো শিক্ষা!

মুগ ডাল দিয়ে করল্লার ঝোল – আহ, জিবে জল এনে দিলেন!

মুরগি নিয়ে গল্প – বলতে গেলে আমরা দুনিয়ার সবাই মুরগি!

রসুন ছাড়া তরকারী – এ কেমন খোঁজা?

রাইস রেসিপি – ভাত রান্নার রেসিপি দিতেই হবে।



রূপচাঁদা prai – রূপচাঁদা ফ্রাই খাবেন!

রেসিপি 2012 – ২০১২ দিয়ে কি বুঝানো হল!

শালী দুলাভাই – একি খুঁজছেন?

সাবধান – এটা কেন খুঁজলেন বুঝতে পারছি না

সাহাদাত উদরাজী eddress – বুঝতে পারছি, আমার বাসার ঠিকানা খুঁজছেন

সুস্বাদু খাওয়া – দুনিয়ার সব খাবারই সুস্বাদু!

হোটেলে নিয়ে – হোটেলে নিয়ে কি করবেন, জানতে ইচ্ছা হয়!

হোম ফুড – বাসায় তৈরি খাবার



দেখা যাক, সামনে আর কি কি শব্দ খুঁজে রেসিপিতে আসেন বা রেসিপিতে এসে কি কি শব্দ খুঁজেন! সবাইকে শুভেচ্ছা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১

ল্যাটিচুড বলেছেন: শাহাদত ভাই - এটা কি দেখাইলেন :P :P :P =p~ =p~

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার, এই সব শব্দ দেখে আমি নিজেও অবাক! নেটে বসে কি খুঁজি আমরা!

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২০

প্রিন্স হেক্টর বলেছেন: =p~ =p~ =p~ =p~ কেউ আমারে ধর :D :D :D

free রুটি ভাজি ছবি :D

জামাই শরবত :P

সাহাদাত উদরাজী eddress #:-S

গরু উদরাজী :D :D :D

মুরগি নিয়ে গল্প :||


হা হা হা, লুঙ্গি খুলে গেল সাহাদাত ভাই =p~ =p~ =p~

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা...। প্রিন্স ভাই, এগুলো দেখে আমারো লুঙ্গী খুলে যাবার দশা, তাইতো আপনাদেরও জানালাম।

যাই হোক, বাংলায় যে কোন খাবারের নাম লিখে গুগলে সার্চ করে দেখতে পারেন, আমাকে পেয়ে যাবেনই। হা হা হা... গরু, মুরগী, ছাগল কোন ব্যাপার না!

তবে দুঃখের ব্যাপার, চটি পড়তে ইচ্ছুক নেট ব্যবহারকারী দেশে/বিদেশে ভরা!

শুভেচ্ছা।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯

মেহেদী হাসান মানিক বলেছেন:


:#) :#) :#) :#) :#) :#) :#) :| :| :| :|



০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ মানিক ভাই,
এ যে দেখছি করলা ভাজির জুড়ি নেই!

সর্ষে বেগুন! বাহ।

শুভেচ্ছা। এটা কি দিয়ে বের করলেন?

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

অথৈ সাগর বলেছেন: =p~ =p~ =p~

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: কথা সত্য কিন্তু!

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

আমি ইহতিব বলেছেন: কি অবস্থা এগুলো :|


আপনার বর্ণনা ভালো ছিলো :)

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ বোন,
হ্যাঁ, এভাবেই অনেকে আমাকে খুঁজে বের করেন। আরো কিছু বাজে অবস্থা আছে, লিখতে পারি নাই, বাদ দিতে বাধ্য হয়েছি।

শুভেচ্ছা।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: হাস্যকর =p~ এবং দু:খজনক X(

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ হাসান ভাই,
নেটের নেশা কঠিন নেশা, তার পর যদি পর্নোর নেশা পেয়ে যায় তবে জীবনের ১২টা বেজে যায়! অনেকে এমন হয়ে পড়ছেন বলে দেখা যাচ্ছে। নেটে তাদের এই সব ছাড়া অন্য কিছু ভাল লাগে না।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.