নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

টেলিভিশনঃ বিদেশী আরো পুরস্কার পাবে বলে মনে হচ্ছে!

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৮

আমি যাহা বলি সত্য বলি। এই জীবনে দেশ বিদেশের কম ছবি দেখি নাই! আজ সন্ধ্যায় আমি এবং আমার এক বন্ধু ছবিটা দেখলাম। টেলিভিশন'কে যদি ছবি বলা হয় তবে ছবিকে কি বলা হবে তা আমার জানা নেই!





এই ছবিকে যদি একটা পূর্নদৈর্ঘ্য ছবি বলা হয় তা হলে দুনিয়ার সব আগের ছবি গুলোকে অন্য কিছু বলতে হবে!





ছবির ঘটনা তেমন আহমরি নয়! হালকা পাতলা প্রেম পিরিতি দিয়ে শুরু!





দুই জনের একই ভালবাসা! একজন ধনী চেয়ারম্যানের পোলা, অন্যজন গরীব!





দুই তিন লাইনে কাহিনী বলে দিচ্ছি! গ্রামের এক চেয়ারম্যান মুসলমান, তিনি ধর্ম বেশী মানেন, তিনি টেলিভিশন সহ ছবি তোলা ইত্যাদি পছন্দ করেন না। এক সময় নানা ঘটনার মধ্যে দিয়ে তিনি ছবিও তোলেন এবং শেষ হজ্জে যাবার ইচ্ছা পোষন করেন। কিন্তু প্রতারক হজ্জ এজেন্সীর কারনে তিনি হজ্জে যেতে পারেন না! শেষে পুরান ঢাকার কোন এক টিভি, এক ছকির হোটেলে টেলিভিশন দেখে হজ্জ পালন করেন! ব্যস!





চেয়ারম্যান চাচার চোখের পানিতে ছবি শেষ! :((



অনলাইনের আঁতেলদের এই ছবি নিয়ে আমি কোন সমালোচনা এখনো পড়ি নাই, তবে ছবি দেখতে দেখতে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেখান থেকে জানতে পারলাম, অনেকে নাকি এই ছবিকে 'অখাদ্য' বলেছে! যারা বলছে এটা অখাদ্য আসলে তারা ভাল বুঝতে পারছে!



এখন যদি বলেন এই ছবি নানান দেশের নানান পুরস্কার পেয়েছে, আমি বলবো পুরুস্কার পেয়েছে এই কারনে, এই ছবিতে ইসলাম ধর্মকে সুকৌশলে ব্যবহার করা হয়েছে বলেই! এই ধর্মের ব্যবহার ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের লোকের কাছে ভাল মনে হবেই! এবং সেজন্য এই ছবি আরো পুরস্কার পেতে পারে! আমি আশাবাদী! :P

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১১

মুরাদ-ইচছামানুষ বলেছেন: দেখি নাই এখনো।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২২

সাহাদাত উদরাজী বলেছেন: ছবি দেখে ফেলুন। এখন সাধারন ডিভিডিতেও পাওয়া যাচ্ছে। ফাহিম মিউজিক থেকে প্রকাশিত!

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ছবি দেখেছিলাম

ভালো লেগেছে

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই। অনেক অনেক ভাল ছবি!

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৫

তন্ময় ফেরদৌস বলেছেন: আচ্ছা ভালো ছবি কোনটাকে বলে ?

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: টেলিভিশনকে আমি ছবি বলতে চাই না। এটা আমার কাছে টেলিফিল্ম (!) মনে হয়েছে। ভাল ছবির ব্যাখ্যা দেয়া কঠিন।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩২

অন্যসকাল বলেছেন: কথা পুরাই সত্য। গল্পকার কোন কাল্পনিক গ্রাম দেখিয়েছে, তা আমাদের জানা নাই। কিন্তু বিশ্ববাসী তো মনে করবে এইটা সত্য ঘটনা। এইভাবে বাইরের দেশকে বিভ্রান্ত করে যদি কতোগুলো পুরস্কার পাওয়া যায়, এই চেষ্টা আরো চলবে.... তাই আপনার মতো আমিও আশাবাদী.. চলুক! X( X(

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ বোন অন্য সকাল।
এমন গ্রামের চেয়ারম্যান আমাদের দেশে এখনো আছে বলে তিনি বুঝিয়েছেন!

চলুক!

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫

আশমএরশাদ বলেছেন: ১২০০ টাকা খরচ করে এটা দেখেছি সিনেপ্লেক্স এ।
তবে ছবির পুরস্কার পেতে হলে ছবি বানিয়ে বসে থাকলে হবে না। ব্রেন্ডিং করা লাগে লবিং লাগে। সেটা যারা করেন তারা পুরস্কার পায়।
ফারুকী এখন সেই ধান্ধা করেই যান নিয়মিত।

আমি এ যাবৎ পুরস্কার প্রাপ্ত কোন ছবির মধ্যেই মজা পাই নাই। সেটা বিলিয়নার(ইন্ডিয়ান -নামটা ভালো মনে পড়ছে না -কোন বনেগা ক্রোড় পতির আলোকে) থেকে এবাটার কোনটাই না।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: কি বলেন এরশাদ ভাই!
আপনি তো দেখছি ছবির পোকা! ১২০০ টাকা দিয়ে এই ছবি দেখেছেন!

হ্যাঁ, চালাক না হলে এখন এই দেশে নাম কামানো যায় না! হিডেন বুদ্ধি লাগে! হা হা হা.।

ধন্যবাদ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪২

আশমএরশাদ বলেছেন: পুরস্কার পেতে হলে হয় দারিদ্রকে পুঁজি করতে হবে না হয় ধর্মকে-- ইউজ করতে জানলে দারিদ্রতাও এক লাভজনক পন্য এবং সেটা যারা ধনতন্ত্রের সাথে সমান্তরাল করতে পেরেছেন তাদের মধ্যে খুব কাছের কেউ ও বড় পুরস্কার জিতেছেন।

আপনাকে দরিদ্র নারীদের মুখের কষ্ট মাখা ছবি নিতে হবে- গোবর শুকানোর ছবি নিতে হবে-তাদের নিস্তরঙ্গ জীবনের ভিড়িও করতে হবে- ভিডিও করার সময় সাবধান থাকতে হবে তারা যেন ভুলেও হেসে না ফেলে। সে গুলা বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনারে দেখাতে হবে। সুফিয়ারা পরে এক সময় ফতুর হলেও সমস্যা নেই।

হিলারী ক্লিন্টনকে ফুল দেয়া দুই কিশোরীর পরে বাল্য বিবাহ হলেও সমস্যা নেই।
দুনিয়াটা পুরাই ফেরেকবাজি।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ এরশাদ ভাই।
আপনি সত্য বলেছেন। দারিদ্রতা এবং ধর্ম এই দুইটা পিউর জিনিষ! এই দুটারে নিয়ে ভাল ব্যবসা করা যায়, মাথায় বুদ্ধি থাকলেই হল!

তবে কৌশলী ব্যবহারকারী হতে হবে!

শুভেচ্ছা।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২১

হাবিবউল্যাহ বলেছেন: েলিভিশন আরো পুরস্কার পাইব।
সত্যি ই পাইব।কারন জগতে ধর্ম আর দেশপ্রেম বিক্রীর ধান্দা বহুত আগে থেকেই চলতেছে।এই ধান্ধায় যে যত যোগ্য সে তত বেশী পুরস্কার প্রাপ্ত!


লিখছিলাম রিলিজের পরের দিন ই এই মুভি সম্পর্কে!
Click This Link

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
আপনার রিভিউটা পড়ে এলাম। ভাল লিখেছেন এবং সত্য বলেছেন। মোটামুটি আমার আপনার অভিমত মিলে গেছে।

আমি মনে করি এই ছবি দেশের সুনাম নষ্ট করেছে।

শুভেচ্ছা।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

মশিকুর বলেছেন:
টেলিভিশন আরো পুরস্কার পাইব। সহমত।।

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: এমন ছবি তো পুরুস্কারের জন্যি বানানো হয়! সুকৌশলে!

শুভেচ্ছা।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

প‌্যাপিলন বলেছেন: ছবি রিলিজ হওয়ার আগেই পুরস্কার পাওয়া শুরু করে সেই ছবি দেখার আগ্রহ হারিয়ে ফেলি। (দেখি তবে পয়সা খরচ করে না)।

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: ছবিটা না দেখলে যে লস হবে তা নয়!

সাধারন একটা সিডি কনে দেখে ফেলুন।

শুভেচ্ছা।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

কায়সার খসরু বলেছেন: তেলাপোকাও একটা পাখি
টেলিভিশন ও একটি চলচ্চিত্র।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: এটাকে ছবি বললে অন্য ছবির নাম পাল্টে দিতে হবে! সত্য।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

পদ্মা_েমঘনা বলেছেন: আমিও দেখেছি। পুরাই ফালতু! কাহিনী বিণ্যাস থেকে শুরু করে শেষটাও হয়েছে একেবারে অগোছালো! এখানেই সত্যজিতের সাথে এদের পার্থক্য! সত্যজিত যখন চরনামৃত নিয়ে ধর্মের অপব্যবহারকে কেন্দ্র করে ছবি বানায়, তখন এদের কাছে যেনতেন ভাবে ইসলামকে ছোট করে ছবি বানালেই তা মার্কেট পায়! কিন্তু প্রশ্ন হল মোশারফ করিমের মত শক্তিমান একজন অভিনেতা কি করে এরকম একটি ফালতু ছবিতে অভিনয় করল!!!!

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১

সাহাদাত উদরাজী বলেছেন: মোশারফ করিম এবং চঞ্চলকে ছবিতে তেমন কাজে লাগানো হয় নাই! এরা দুইজন জাত অভিনেতা।

ধন্যবাদ পদ্মা মেঘনা ভাই।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

বেকার সব ০০৭ বলেছেন: আমার কাছে টেলিভিশন টেলিফিল্ম এর মোসারফ করিম এবং চন্চল চৌধুরীর অভিনয় খুব ভালো লেগেছে কিন্তু, গল্পটা ভালো লাগেনায়। গল্পে র্ধম্ এবং দেশ কে অমর্যাদা করা হয়েছে

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: রম সত্য কথা। এই ছবি দেখলে বিদেশীরা আমাদের দেশকে ছোট ভাববেই! মনে করবে আমরা এখনো অনেক পিছে পড়ে আছি! আসলে, আমরা এখন অনেক এগিয়েছি! হা হা হা।।

ধন্যবাদ বেকার ভাই। কোন একটা কাজ দেখে লেগে পড়ুন!

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

বেকার সব ০০৭ বলেছেন: ভাই আগে লেখা পড়া শেষ করি, তার পরে ব্যবসা করার চিন্তা ভাবনা

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: শুনে ভাল লাগল। চাকুরীতে মজা নাই, ব্যবসাই করুন। তবে কোন ভেজাল ব্যবসা করবেন না!

শুভেচ্ছা।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২

কেএসরথি বলেছেন: কিন্তু এই ছবিটা কি মিডল-ইস্টের কোন একটা দেশের ছবি থেকে কপি করা হয়নি?

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ রথি ভাই।
না আমার জানা নেই, কপি করা ছবি কিনা বলতে পারছি না।

শুভেচ্ছা।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২৬

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: নতুন কোন প্রযুক্তি আবিষ্কার না করতে পারলেও বিধর্মীদের উদ্ভাবিত প্রযুক্তিকে ভালভাবে গ্রহণ না করায় আমরা পারদর্শী। পরে অবশ্য ঠিকই গ্রহণ করি।
ঘটনা একেবারে মিথ্যা না।

আমার কাছে মুভিটার কনসেপ্ট এমনই মনে হয়েছে। ভাল লাগছে আমার কাছে।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আব্দুল্লাহ ভাই।
হ্যাঁ, এই ছবিটা কৌশলেই বানানো হয়েছে। আপনি এটা বুঝলে আমি ওটা বুঝবো। এই তো!

শুভেচ্ছা।

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

নীলিমা অাখতার বলেছেন: ছবিটা অখাদ্যও নয় আবার হাউকউ করার মতও নয় । রিলিজের আগে আগে পুরস্কার পাবার মত তো নয়ই। কষ্ট লাগে যে যার ক্ষমতা আছে কিন্তু কাজে লাগাননা। ফারুকি সেটা পারতো হয়তো। ছবি কি মোটিভে বানানো হলো , তার আগে বলি যে একেবারেই যত্ন নেয়া হয়নাই। খুব তাড়াহুড়া করা হয়েছে । চেয়ারম্যানের কনফিউশন টা কিন্তু দুর করা হয়নাই। হজ্বের বিক্লপ নিশ্চয় টেলিভিশনে দেখা হতে পারেনা । এজায়গাটায় কাজ করার ছিল। ধর্মাচরণ প্রযুক্তি র বিরোধ টা যে আসলে নিতান্তই মানসিক অবস্থার ব্যাপার সেটা দেকানো যেতো।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ বোন।
আপনার মন্তব্যটা বেশ সুন্দর হয়েছে। তবে ছবিটা বিদেশে কেন পুরস্কার পাচ্ছে তার কারনটাই আমি বলে দিলাম মাত্র। কৌশলী ছবি বটে।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.