নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
[অনেক দিন ধরে ভাবছি, বিচিত্র পেশা নিয়ে একটা সিরিজ লিখবো। পথে ঘাটে হাঁটতে গেলে সাধারণত এই ধরনের পেশার মানুষের দেখা মিলে। এই বিচিত্র পেশার মানুষদের সাথে আমি কথা বলে আনন্দ পাই, তাদের ছবি তুলি মোবাইলে। ভাবছি এই মানুষ গুলোকে অনলাইনের পাতায় নিয়ে আসবো। তবে কিছু ভুল করছি, অনেকের নাম, মোবাইল বা ঠিকানা রাখা সম্ভব হলেও তা করতে পারি নাই।]
আজকের এমনি বিচিত্র পেশার মানুষ হচ্ছেন, জহির। তিনি রাস্তা, স্কুল ও মেলায় বা মানুষের ভীড় জমলে এক ধরনের বিশেষ ক্লীপ বিক্রয় করেন।
তিনি তার মডেল নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে মডেলের চুলে এক বিশেষ ক্লীপের বর্ননা দেন এবং হাতে নাতে দেখিয়ে দেন এই ক্লীপ কি করে ব্যবহার করতে হবে। মডেলের চুলে নানান ধরনের কাজ করে তিনি তার কাষ্টমারদের দেখিয়ে দেন কি করে কাজ গুলো করতে হবে। মুলত তার কাষ্টমার হচ্ছে আপামর প্রায় সব বয়সের নারীগন।
লম্বাটে এই ক্লীপের দামের ঠিক নেই, দেশে তৈরী এই ক্লীপ তিনি নানান দামে বিক্রি করেন, গড়ে সারা দিনে ৩০০/৪০০ টাকা লাভ হলেই তিনি খুশি থাকেন। বেশীর ভাগ সময়ে তিনি কাজ করেন নানান ছোটদের স্কুলের সামনে, যেখানে শিশুদের স্কুলে দিয়ে মায়েরা বাইরে অপেক্ষা করেন, শিশুদের মায়েরাই উনার ভাল কাষ্টমার। তবে এক এলাকায় তিনি বেশী দিন থাকেন না, তাতে কাষ্টমার পাওয়া যায় না। কারন এই ক্লীপ সাধারনত একবার কেহ কিনলে আর কিনতে চান না, টেকসই কম বলে, কাষ্টমার ২য় দফা পছন্দ করেন না।
মডেল হচ্ছে কাষ্টমারদের জন্য মুল আকর্ষন, মডেল দেখেই মানুষ দাঁড়ায় এবং কি বিক্রি হচ্ছে তা জানতে চায়। মডেলের জন্যই তিনি তার প্রোডাক্ট সহজে মানুষের সামনে নিয়ে আসতে পারেন। তবে সামনে আরো ভাল মডেল কিনবেন বলে জানালেন। মডেলের পার্টস খুলে ব্যাগের ভিতর রাখা যায় এবং সেই ব্যাগ নিয়েই তিনি শহরে ঘুরে বেড়ান।
বিচিত্র এই দেশ, বিচিত্র এই দেশের মানুষ, কত কি বিচিত্র পেশা! তবে সবই জীবিকার টানে!
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ পাগল ভাই,
প্রতি দুই/তিন দিন পর পর একটা লিখবো বলে ভাবছি।
২য় পর্ব প্রকাশ হল।
http://www.somewhereinblog.net/blog/udraji/29997911
আপনাকে শুভেচ্ছা।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
সুমন কর বলেছেন: চমৎকার আইডিয়া। সাথে আছি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সুমন ভায়া।
শুভেচ্ছা।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
আহমেদ জী এস বলেছেন: সাহাদাত ,
বিচিত্র এই দেশ, বিচিত্র এই দেশের মানুষ, কত কি বিচিত্র পেশা! তবে সবই জীবিকার টানে!
এই দেশের কোটি কোটি মানুষের জন্যে যেখানে কর্মসংস্থানের তেমন কোনও সুযোগ তৈরী করা যায়নি আজও , সেখানে জীবিকার টানে মানুষকে যে কতো কি-ই না করতে হয় !!!!!!!!!
সুন্দর সংযোজন ।
সাথে আছি ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪২
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই।
হ্যাঁ, বেঁচে থাকতে হলে কতই না কিছু করতে হচ্ছে।
শুভেচ্ছা।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭
নিলু বলেছেন: লিখে যান
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৩
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ নলু ভাই।
শুভেচ্ছা।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: বিচিত্র পেশা ২
http://www.somewhereinblog.net/blog/udraji/29997911
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২
আমি ইহতিব বলেছেন: ফুটপাথে চলার পথে এমন বিচিত্র পেশার মানুষজনদের দেখলে মজাই লাগে মাঝে মাঝে।
ক্লিপের একটা ছবি দিলে বুঝতে সুবিধা হত উনি কি ক্লিপ বিক্রি করে হাওয়া হয়ে যান ।
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর চিন্তা । চলুক ।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১০
পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ ।
সিরিজের পরবর্তী অনুচ্ছেদের অপেক্ষায় রইলাম ।