নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আজকের বাজার দর (০৩/০৪/২০১৫ইং)

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

বাজার সদাই আমি একটু বেশী করি, রেসিপি লিখি বলে হয়ত! রাতে অফিস ফিরতি পথে বাজার না হয়ে এলে আমার পেটের ভাত হজম হয় না। আমি রাতে বাজার করি তবে শুক্রবার সকালে মাসের বাজার করে ফেলি। মধ্যবিত্ত পরিবারে মাসে বাজার করা ছাড়া উপায় নেই, মাসের শেষের দিকে টাকা থাকে না, ফলে নানা অসুবিধায় পড়তে হয়। ঘরে অন্তত মাল মশলা থাকলে চিন্তা কিছুটা কমে যায়! যাই হোক, যারা প্রবাসে আছেন, তাদের জন্য বর্তমানের আমাদের দেশের নানান জিনিষের বাজার দর জানিয়ে দিচ্ছি। যারা অনেক আগে প্রবাসী হয়ে গেছেন তারা বর্তমানের দ্রব্যাদি্র মুল্য জেনে নিশ্চয় আনন্দিত হবেন। আর যারা দেশে আছেন তারা দাম গুলো মিলিয়ে নিতে পারেন। চলুন দেখে ফেলি!



চিনি - ৪৯ টাকা কেজি

লবন - ২৫ টাকা কেজি

চা পাতা - ১৩৯ টাকা, ৪০০ গ্রাম

হারপিক টোটাল - ৫৫ টাকা, ৪০০ গ্রাম

গুড়া দুধ - ৩১৪ টাকা, ৪০০ গ্রাম

গুড়া মরিচ - ৪০ টাকা, ১০০ গ্রাম

গুড়া মরিচ - ৩৪ টাকা, ১০০ গ্রাম

সয়াবিন তেল - ৫২০ টাকা, ৫ লিটার

আটা - ৩৬ টাকা কেজি

ময়দা - ৪৫ টাকা কেজি

সুজি - ৩০ টাকা, ৫০০ গ্রাম

ভিম ডিস ওয়াস বার - ৩০ টাকা

লন্ডী সোপ - ১৫ টাকা, ১৩০ গ্রাম

গুড়া সাবান - ৩২ টাকা, ২০০ গ্রাম

পেঁয়াজ, ইন্ডিয়ান - ৩০ টাকা, কেজি

পেঁয়াজ, বাংলাদেশী - ৩৫ টাকা, কেজি

রসুন, বাংলাদেশী - ৮০ টাকা, কেজি

চাল - ৪৪ থেকে ৫২ টাকা, কেজি, নানান প্রকারের

পোলাউ চাল - ৯০ টাকা থেকে ১১০ টাকা, কেজি

মাছ, তেলাপিয়া মাঝারি - ১৪০ টাকা কেজি

মাছ, তেলাপিয়া, ছোট - ১১০ টাকা কেজি

মাছ, তেলাপিয়াম বড় - ১৮০ টাকা কেজি

মাছ, পাঙ্গাস - ১৩০ টাকা কেজি

মাছ, রুই - ২২০ টাকা কেজি

মাছ, মৃগেল - ৩০০ টাকা কেজি

মাছ, বাইম বড় - ৪৫০ টাকা, কেজি

মাছ, চিংড়ি, মাঝারি সাইজ - ৪৫০ টাকা

মাছ, চিংড়ি, বড় - ৬০০ টাকা, কেজি

মাছ, শিং, মাঝারি - ৬০০ টাকা, কেজি

মাছ, শিং, বড় - ৭৫০ টাকা, কেজি

ডিম, ফার্ম - ৯০ টাকা, ডজন

ডিম, দেশী - ১১০ টাকা, ডজন

ডিম, হাঁস - ১২০ টাকা, ডজন









(আরো আছে, বাকী গুলো একটু পরেই তুলে দিচ্ছি! কাজের চাপে একটু বাইরে বের হতে হচ্ছে। সরি।)







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৮

আমি ব্লগার হইছি! বলেছেন: আমি মিনিকেট চাল কিনলাম ৪৫ টাকা। চিংড়ি মাছ মাঝারিটা ৪৫০ টাকা ।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্লগার ভাই।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৪৭

পরশ পাথর বলেছেন: খুলনাতে ২ জন লোকের মাসিক খাওয়া খরচ কত হতে পারে আর ঢাকাতে কত একটু জানাতে পারবেন?

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ পরশ পাথর ভাই।
খাবার দাবার আসলে নির্ভর করে আপনি কি খাবেন, তার উপর মানে প্রতিদিন কি খাচ্ছেন। আর ঘরের খাবার হোটেলের খাবারের চেয়ে সস্তা বটেই। তবে অনেকজন লোকের জন্য রান্না করলে খরচ কমে যায়। একা খেলে খরচ বেশি পড়ে।

খুলনায় এই তো মধ্যবিত্ত টাইপের খাবার নিজেরা রান্না করে খেলেও কমের পক্ষে দুই জনের ৪০০০ টাকা লাগবে বলে মনে হয়, ঢাকাতে ৫০০০ টাকার মত হতে পারে।

তবে প্রতিদিন শুধু আলু ভর্তা আর পাতলা ডাল ও শাঁক সবজি খেলে ২০০০ টাকার নিচেও সারিয়ে ফেলা যেতে পারে। হা হা হা.।

যাই হোক, শরীর ভাল রাখতে খাবারের বিকল্প নেই। এদিকে আবার একই হাড়ির খাবার খেয়ে কেহ জোয়ান হয়, আর কেহ বুড়া! সবই দুনিয়ার লিলাখেলা!

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.