নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

রেসিপিঃ চিকেন ফ্রাই (স্বামী বাড়িতে হয়ে যাক স্ত্রীর প্রথম রান্না)

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

(রেসিপিতে যাদের আগ্রহ নেই, তাদের এই পোষ্ট না খোলার জন্য আবেদন জানিয়ে গেলাম!)
গল্প খুব সাধারন! আমাদের ঘরোয়া গল্প! আমাদের গ্রাম বাংলার আনন্দের গল্প! বাসা/বাড়িতে বিয়ে হয়ে কোন নুতন বউ এলে পরদিন বা কয়েক দিনের মধ্যে টুকটাক রান্না করতে বলা হয়ে থাকে! এটাও বিবাহ পরবর্তি এক ধরনের আনন্দ! নুতন বউ রান্নাঘরে প্রবেশ করেন বটে তবে আসে পাশে তাকে সাহায্য করার লোকের অভাব হয় না, অনেক ননদ ভাবী তাকে রান্নায় এবং কাজে হেল্প করে থাকে তবে পুরো রান্নার কৃতিত্ব নুতন বউকেই দেয়া হয়ে থাকে! আর রান্না ভাল হলে তো কথাই নেই, চারিদিকে প্রশংসা! রান্না জানা আসলে বিরাট মজার ব্যাপার! রান্না জানা নুতন বউ এই রান্নায় বাজিমাত করে সবার মন জয় করে নেয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র!

যাই হোক, আমি মনে করি, নুতন বউকে সাধারন যে কোন একটা রান্না মনে মনে স্থির করে নিয়ে কাজে নেমে পড়লেই হল! চিকেন ফ্রাই রেসিপিটা তেমনি একটা আইটেম হতে পারে বলে আমার মনে হয়! খুব সাধারন রান্না, সবাই পছন্দ করবেই। হাতের কাছে সব থাকবে বা মধ্যবিত্ত পরিবারেও এমনি আইটেম থাকার কথা! চলুন, আজ আবার তেমনি চিকেন ফ্রাই রেসিপি দেখে ফেলি!

তবে আগেই বলে ফেলি, চিকেন ফ্রাই রেসিপি নেটে আমার দেখা সব চেয়ে বেশি খুঁজে দেখা রেসিপি! হা হা হা... আর আমার একটা পুরানো চিকেন ফ্রাই রেসিপি (লিঙ্কটা এই রেসিপির শেষে দেয়া হল) সারা দুনিয়া থেকে এত বেশি দেখা হয়েছে যে বলে শেষ করা যাবে না, এখনো প্রতিদিন বেশ কয়েকবার হিট হয়েই থাকে! এই রেসিপিটা নিয়ে আমি আনন্দিত। যাই হোক, চলুন দেখে ফেলি, আরো এক দফা!

উপকরন ও পরিমানঃ
- দেশি মুরগীঃ এক কেজি
- আদা বাটাঃ এক চা চামচ
- রসুন বাটাঃ দেড় চা চামচ
- গোল মরিচ গুড়াঃ হাফ চা চামচ
- লাল মরিচ গুড়াঃ হাফ চা চামচ (ঝাল বেশী হলে কম দিতে হবে)
- সয়াসসঃ দুই টেবিল চামচ
- লবনঃ দুই চিমটি বা ক্বম/বেশি
- ডিমঃ একটা
ভাজার জন্য-
- তেল যা লাগে (ডুবো তেলে ভাজলে বেশী তেল লাগবে)
- ময়দার মিশ্রনঃ এক চিমটি লবন দিয়ে হাফ কাপ ময়দা মিশিয়ে নিতে হবে

(প্রনালী দেখাতে গিয়ে কিছুতেই ছবি গুলো আপ্লোড করতে পারলাম না! আপ্লোড হচ্ছে কিন্তু আপ্লোড কৃত ফাইলে ছবি গুলো দেখছি না। যাই হোক, মনে কিছু না করলে ছবি গুলো দেখতে এই লিঙ্কে ক্লিক করতে পারেন। https://goo.gl/uc87Uo )


একবার করেই দেখুন, আপনার রান্নার তারিফ না পেলে আমাকে জানান, আপনার পুরো দেশি চিকেনের দাম আমি নিজেই দিয়ে দিবো! হা হা হা…।

সবাইকে শুভেচ্ছা।

রেসিপিঃ চিকেন ফ্রাই (নেটে সব চেয়ে বেশী খুঁজে দেখা রেসিপি!)

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: উদরাজি ভাই অনেক দইন পরে আপনার পোষ্ট দেখলাম। আছেন কেমন? এবারের বই মেলায় কি বই বের করতেছেন নাকি?

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উদরাজি ভাই অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম। খুব ভালো লাগল। নিয়মিত আরো পোস্ট চাই।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দেশী পরিবারে এই বাইরের আমদানী চলবে বলে মনে হয় না। আমাদের দেশে রান্না মানেই ঝাল আর ঝোল।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: আমি এই চেকেন ফ্রাইটা করি কিন্তু ডিম ইউজ করিনা।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: কেমন আছেন? অনেকদিন পর পোস্ট দিলেন !!

৬| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমার প্রবাস জীবনে আপনার এমন কয়েকটি রেসিপি বেশ কাজে দিয়েছে।

৭| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

বিবি বিবিয়ানা বলেছেন: আমার পছন্দের খাবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.