নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

কামলা দিতে কবে না আবার আমাদের ইথিওপিয়া যেতে হয়!

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ইথিওপিয়া নিয়ে আজকাল বেশ কিছু কথা দেখলাম অনলাইনে। যে ইথিওপিয়াকে আমরা ছোটবেলায় খুব দরিদ্র দেশ হিসাবে জানতাম আসলে এখন আর তা নেই! ইথিওপিয়া অনেক পথ পাড়ি দিয়ে এখন সুস্থ্য সবল দেশে পরিনত হচ্ছে! চায়না সহ নানান দেশের সহযোগীতায় বড় বড় রেলপথ সহ সড়ক যোগাযোগ, শিল্প কারখানা, শিক্ষায় বিরাট উন্নতি করে ফেলেছে ইত্যিমধ্যে। ২০১৩ সালে মি মালাটু তেসম (Mr. Mulatu Teshome) ক্ষমতা পেয়েই উন্নতির হাল ধরে ফেলেছেন শক্তভাবে, মাত্র ৫ বছরেই তিনি দেখিয়ে দিয়েছেন!

এভাবে নানান দেশের উন্নতির কথা শুনতে ভাল লাগে! তবে আফসোস এখানেই পলিটিক্যালি ইকোনমিতে চীনে মার্ষ্টারস করা বুদ্ধিমান এমন একজন ব্যক্তি যদি আমাদের থাকতো! আফসোস।

(তবে এই লেখা লিখতে গিয়ে ভাবছি, আমাদের লোকেরা আবার কবে নাগাদ বদলা দিতে ইথিওপিয়া যায়!)

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ওরা নেবে, সন্দেহ নেই

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

সাহাদাত উদরাজী বলেছেন: আমি প্রায় ১০ বছর দিয়ে এসেছি, এবার আপনার পালা!

২| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: এটা বেশ ভালো খবর। তবে আশেপাশের দেশগুলিতেও অভাব মানুষের নিত্যসঙ্গী।


শুভকামনা রইল।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২১

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল চিন্তার রাষ্ট্র পরিচালক তাদের নেই!

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

ঢাবিয়ান বলেছেন: শব্দটা হবে '' কামলা''।

হতদরিদ্র এই জাতির জন্য একটা সুখবরই বটে!! পরিবার পরিজনের মুখে খাদ্য তুলে দিতে নতুন একটা কর্মসংস্থানের ঠিকানা!!

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২২

সাহাদাত উদরাজী বলেছেন: আমাদের আর উপায় কি!

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২১

চাঙ্কু বলেছেন: চায়না ইথিওপিয়া এর ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ইনভেষ্ট করেছে আর তাদের সরকারও ইনফ্রাস্ট্রাকচার এর উপরে ফোকাস করছে। এই উন্নতি তারই ফল

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: আমাদেরও এখন উচিত এমন কোন দেশ বেছে নেয়া!

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

ঢাবিয়ান বলেছেন: আমাদের এসব '' চাওয়া'' নিশিদ্ধ । কিছু চাইতে গেলেই শিকার হতে হয় গুম, খুন, এবং রিমান্ডের।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



ইথিওপিয়ানরা ঐতিহাসিক লোকজন; ওদের গত ১০০ বছর মগজ হারায়ে ফেলেছিলো

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণতন্ত্রের পর ধীরে ধীরে নেপালও দাঁড়িয়ে যাচ্ছে। ভারতের সাথে তাদের আচরণ নিশ্চয়ই খেয়াল করেছিলেন কিছুদিন আগে...

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

একাল-সেকাল বলেছেন: লক্ষন ইজ going on !

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

স্রাঞ্জি সে বলেছেন:

যাইতে হইব।

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমাদের সমস্যা হল, আমরা বুদ্ধিমানদের কাজে লাগাই না...



আকামের নাই শ্যাষ
বেকুবরা চালায় দ্যাষ

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আমাদের সমস্যা হল, আমরা বুদ্ধিমানদের কাজে লাগাই না
পলিটিক্যালি ইকোনমিতে মার্ষ্টারস করা বুদ্ধিমান এমন একজন ব্যক্তি যদি আমাদের থাকতো?


আমাদের বর্তমান প্রাইমমিনিষ্টার কিন্তু এইট পাস নয়।
উনিও রাষ্ট্রবিজ্ঞানে মাষ্টার্স না হলেও রাষ্ট্রবিজ্ঞানে সেই আমলের গ্রাজুয়েট।
আর নিজ দেশকে বিদ্রুপ করার আগে নিজের দিকে একটু তাকান।

দেশের বেসককারি কর্পোরেট সেক্টরে (ম্যানেজমেন্ট, প্রডাক্সান ম্যানেজমেন্ট ইত্যাদি) উচ্চবেতনে প্রায় ৫ লাখ বিদেশী (বেশিরভাগ ভারতীয়) কাজ করছে। স্কোয়ার-ইউনাইটেড ইত্যাদি হাসপাতালেও দেখি বিদেশী (সম্ভবত থাই ও শৃলঙ্কান) নার্স!
বছরে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে নিয়ে যাচ্ছে এদেশ থেকে।

আপনারা নিজ দেশেই ওদের সাথে প্রতিযোগিতায় পারেন না। উল্টো বলেন দেশে কাজ নেই।
আর সরকারি অল্প দু-চারটা চাকরির জন্য কৌটা আন্দলন করেন।

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: কেউ কাউকে ক্ষতি করতে চাইলে সে নিজেই একদিন কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হবেই।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

এটম২০০০ বলেছেন: Awami League is a political party without any moral or principle. They declared and made the people to swallow the bitterest pill. It was declaring the first Rajakar of Bangladesh as father of the nation. Yes, the first Razakar surrendered to Pakistan army on condition of ensuring self and his family's safety. The man even agreed to Pakistan army's condition of 'not selecting any person as the head of revolution'. That turned the job of the liberation seekers most difficult, because no government could have confidence in them. In Bangladesh 3 million innocent people died and other havocs happened, and all these happened only due to the blunder of this man. Awami league made him the father of the nation, but the people of Bangladesh did not. To them he is the first Razakar who betrayed people. Now they cannot raise their voice because his descendants are in autocratic power.

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বিদেশে কামলা খাটি বলেছেন:
আমরা কবে হবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.