নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
মাইকোফিন (মার্চ ১৬, ২০১৯ইং, নয়া পল্টন)
জানেন, একদিন এই সারা পৃথিবী শহর হয়ে উঠবে,
উচু উচু দালানে ভরে উঠবে প্রতি ইঞ্চি মাটি
তবে কেন যেন মনে হয়, একেক বড় বড় দালানে
বাস করবে হয়ত ছোট এক পরিবার, গোটা চার!
জানেন, একদিন এই সারা পৃথিবী প্রযুক্তিময় হয়ে উঠবে,
পৃথিবীর কেন এক ইঞ্চি মাটিও ক্যামেরার বাইরে যাবে না
মানুষের প্রতিক্ষনের হিসাব সন্ধ্যায় সার্ভারে যাবে,
রিপোর্ট দেখে সিদ্ধান্ত, ভাল হলে বাসায় নতুবা রাতেই কারাগার!
জানেন, বিচার ব্যবস্থা হয়ত আর মানুষের কাছে থাকবে না
নানাবিধ যন্ত্রপাতি, রোবট আর কম্পিউটার, এরাই সমাজ দেখবাহাল করবে
আপনি হয় ভাববেন, আনন্দের জন্যই এই পৃথিবী,
আনন্দ করেই যেতে হবে!
জানেন, সলিম রাস্তায় দাঁড়িয়ে হিসু করায় জরিমানা গুনলো পাঁচশত ডলার
মারিযুয়ানার ধোঁয়া বাইরে দেখা দেয়ায় আমানের জরিমানা একহাজার
মহল্লায় নুতন আসা সুফিয়ার দিকে নজর দেয়াতে, দুই হাজার দিলো কালাম
শাসকের নাম উচ্চারণেই, খোকাকে গুনতে হল, আড়াই হাজার!
জানেন, এই পৃথিবীর নারী পুরুষেরা এখন আর জানে না অনেক কিছুই
'প্রেম' 'ভালবাসা' শব্দ গুলোর অস্থিত্ব আর নেই অনলাইন ডিকশনারিতেও
'কাগজ' বলে কিছু ছিল, এই পৃথিবীর মানুষ তা জানে না বহুদিন
জানবে না কখনোই, চর্মরোগের ঔষধের নাম ছিল 'মাইকোফিন'!
(এই কবির চুলকানি ছিল বলে, যারা ভেবে নিচ্ছেন,
তারাই আর্দশ বুঝদার পাঠক, জানিয়া নিবেন!)
+++++++++++++++++++++++++++++
খুনি! (০৮/০৩/২০১৯ইং, নয়াপল্টন)
একটু সময় হবে, খানিক এদিকে আসবেন,
আমার অনেক কথা জমে আছে, শুনবেন!
আপনাকে দেখার পর, আমি যে আর পারছি না,
আপনাকে নিয়ে কত কি ভাবছি, জানবেন!
সেদিন লিফটে আপনি আড় চোখে চাইছিলেন
আপনার ভঙ্গিতে ছিল জঙ্গী দৃষ্টি!
আর আমি ভাবছিলাম,
বিধাতার কি অপূর্ব সৃষ্টি!
জানেন, আমার স্ত্রী গত হয়েছেন ক্যান্সারে,
সেই প্রায় দশ বছর গেল!
সন্তানেরা রাশিয়ায় বসবাস গড়েছে,
এদেশে আর ফিরবে না এই তো বলে দিল!
কি নির্মম সময় কাটাচ্ছি, জানেন!
সব থেকেও মনে হয় কি নেই, জানেন!
একটু সময় হবে, খানিক এদিকে আসবেন,
আমার অনেক কথা জমে আছে, শুনবেন!
আচ্ছা, আপনিও কি আমার মত একা
স্বামী হারা, সন্তান হারা!
এই নির্জন ফ্লাটে, কি করে সময় কাটে
আপনিও কি আমার মত বাঁধন হারা!
আসুন না, একদিন, গল্প করি
চা পান করি, চানাচুর খাবেন!
জানেন, আমি খুব ভাল চা বানাতে পারি
নিশ্চিত চা পান শেষে প্রসংশা করবেন!
আরো জানেন, আমি খুব ভাল রান্না করি,
আমার স্ত্রী আমার রান্না খুব পছন্দ করতেন,
অথচ জানেন, জীবনের বাঁকে বাঁকে
তিনিই আমাকে রান্না শিখিয়েছিলেন!
আমি তার বয়সে অনেক বড় ছিলাম,
আমার যাবার কথা ছিল তার অনেক আগে
বিধাতার ভাগ্য লেখা,
কখন কে কি জানে?
আচ্ছা, আপনারও কি এমন গল্প আছে!
শুনাবেন?
ষোল তলার এইচ ফ্লাটে কি কখনো
আসবেন?
যদি ইচ্ছা হয় আসবেন,
আমার অনেক কথা জমে আছে, শুনবেন!
লিফটে আমি আর কত উঠানামা করবো,
আমাকে নিয়ে একটু কি ভাববেন!
+++++++++++++++++++++++++++++
প্রেম (১৪/০২/২০১৯ইং, খিলগাঁও)
প্রেম,
খুব দৃষ্টিকটু ঠেকছে আজকাল।
কেমন বেমানান ছোট শব্দ,
সমাজে আর সঠিক খাবি খাচ্ছে না!
প্রেম,
আর নিতে পারছি না,
আমার সময় ফুরালো বলেই নয়
অপাত্রে সুধা যেন!
প্রেম,
দূর্বিসহ, অসহ্য স্মৃতি,
দেখিনি কোন মতিগতি
তবে অসময়ে ছিল বাড়াবাড়ি!
প্রেম,
কোন বড় সুফল বয়ে আনে,
তা তো নয়
আবার সুখের মূলে তা নিশ্চয়!
তবুও প্রেম!
যদি আর একবার জেগে উঠত!
আমি দেখে নিতাম,
হে আদি অন্ত!
+++++++++++++++++++++++++++++
কাপুরুষ (আগস্ট ১১, ২০১৭ইং, নয়াপল্টন)
দেখো, একদিন আমি লিখে ফেলবোই সেই অমর কবিতা!
কি করে তোমার বেড়াজ্বালে বন্ধি হয়ে আমি আমার জীবনের সব উচ্ছ্বাস হারিয়েছি!
কি করে আমি লেখক কিংবা সাধারন জীবনের ইতি টেনেছি!
কি করে আমি জীবনের সরল পথ হারিয়ে অন্ধকারে প্রবেশ করেছি!
দেখো, একদিন আমি বলেই ফেলবো!
তোমাকে ভাল রাখতে গিয়ে, কি করে আমি আমাকে গুটিয়ে নিয়েছি!
কি করে আমি নিজকে আমার সমাজের বাইরে টেনে ফেলেছি!
কি করে আমি ভুলে গিয়েছি আমার অতীত কিংবা শিশুকাল!
দেখো, আমি একদিন চিৎকার করে বলবোই!
কেন আমি আর মধ্য রাতের চাঁদের আলোয় আলোকিত হতে পারি না!
কেন শেষ রাতের শিয়াল গুলো জ্বলজ্বল চোখে আমাকে অবজ্ঞা করে যায়!
কেন আমার প্রিয় নীল আকাশ দূরে আরো!
দেখো, আমি একদিন জেগে উঠবোই!
বলবো কেন অর্থের প্রয়োজনে আমি এতটা বিভোর হয়েছি!
যদিও তোমাকে দেখলে আত্মহত্যার স্বাদ জেগে উঠে!
কিংবা কি করে আমি আমার যৌবন হারিয়েছি!
দেখো, একদিন আমি প্রকাশ করেই দেবো!
ক্যাল্কুলেটরে 'কমা' খোঁজার কাহিনী!
বাস্তব জ্ঞানহীন ব্যক্তির সর্বোচ সার্টিফিকেট অর্জন!
কিংবা গৃহপালিত মুরগী ব্যবস্থাপনা!
একদিন আমি লিখে ফেলবোই আমার সেই অমর কবিতা!
তুমি বেঁচে থাকতেই হয়ত!
জানি, কেহ হয়ত পড়বে না, সেই কবিতা! তাতে কি!
ইতিহাস সাক্ষ্য দেবে, কে সত্য ছিলাম, কেন ভাল বেসেছিলাম!
+++++++++++++++++++++++++++++
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা নিন।
২| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৬
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকেও। শুভেচ্ছা নিন।
৩| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: চারটা কবিতাই খুব সুন্দর হয়েছে।
তবে কাপুরুষ টা বেশি ভালো হয়েছে।
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা নিন।
৪| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩
করুণাধারা বলেছেন: ভালো হয়েছে সবগুলো কবিতাই।
আপনার কবিতা পড়তে এলাম, কারণ কদিন আগে আমি ইন্টারনেটে কচুশাকের রেসিপি খুঁজতে গিয়ে একটা রেসিপি পেলাম। দিয়েছেন সাহাদাত উদরাজী; আপনিই কি? ভালই লেগেছিল! আপনি তো দেখি ভালই রান্না জানেন!
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২১
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, হ্যাঁ, আমিই সেই। মুলত প্রবাসী ছিলাম, রান্না না জানার কারনে কত কি খেয়েছি। দেশে ফিরে মুলত সেই চেষ্টাই করেছি। প্রবাসী, ব্যচেলর্স্রা যেন রান্না শিখতে পারে। এদিকে নেটে আমাদের রান্না গুলোর তেমন রেসিপি ছিল না এবং বাংলায়। সেই তো, প্রায় ১১ বছর পার হয়ে যাচ্ছে। আমার নিজস্ব সাইট এখনো আপডেট দিচ্ছি। আশা করি, গল্প ও রান্না'য় আসবেন। লেখালেখি ভাল লাগে, ফলে কিছু লিখি এই আর কি!
তেমন আর কি। ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫২
হাবিব বলেছেন: দারুণ