নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সময়ের বিশ্বে আমার চোখে সেরা ৫ টেক বিশ্লেষক!

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

আপনারা নিশ্চয় জানেন যে, এখনকার বিশ্বে মোটামুটি টিভি চ্যানেল গুলো হারিয়ে যেতে বসেছে, আজকাল ইউটিউব চ্যানেল গুলো সব চাইতে জনপ্রিয়। ইউটিউবে সব চেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি আপনার ইচ্ছানুযায়ী অনুষ্ঠান দেখতে পারেন এবং পুরানো হারিয়ে যাওয়া বা যে কোন তথ্য ভিত্তিক অনুষ্ঠান আপনি দেখতে পারেন।  যারা সামান্য টেকনিক্যাল জ্ঞান রাখেন আপনারা নিশ্চয় এখন আর টিভিতে কিছু দেখতে হবে এই অপেক্ষায় থাকেন না, বরঞ্চ টিভি চ্যানেল গুলো নিজদের সারভাইব করার জন্য নিজেরাও ইউটিউবে চলে আসছে, কখনো লাইভে কিংবা কখনো তাদের পুরানো অনুষ্ঠান গুলো তুলে দিয়ে! ইউটিউবে আরো অনেক মজার দিক হচ্ছে একটি অনুষ্ঠান কত জন দেখছে বা সেই অনুষ্ঠান কেমন হচ্ছে তা নিয়ে আপনিও আপনার কমেন্ট বা মতামত দিতে পারেন, যা আপনার ইচ্ছার প্রতিফলন। এছাড়া আপনি কোন বিষয়ে সিধান্ত নিতে চাইলে বা কেনা কাটায় আপনি ইউটুব থেকে রিভিউ দেখে নিতে পারেন, আপনি সেই বিষয়ে টেকনিক্যাল জ্ঞান নিয়ে সেই জিনিষ কিনতে যেতে পারেন, এটা একজন সাধারণ ক্রেতার অধিকার বটেও!

ফলে বর্তমান বিশ্বে এমন শত শত ব্যক্তি ইউটিউবে এসে গেছেন যারা আপনার আমার জন্য সেই দ্রব্য বা বিষয়ে রিভিউ দেবেন এবং আমরা তা দেখে বুঝতে পারবো। আজকাল সুই থেকে রকেট যে কোন কিছুর রিভিউ মাষ্টার এই ইউটিউবে আছে, এদের চলতি ভাষায় বলা হয় 'ইউটিউভার' এবং এদের আয় কম নয়, আমি আপনি দেখছি তাতে এরাও বেনিফিসিয়ারী হচ্ছে মানে আমাদের প্রতি ভিউতে এরা সামান্য হলেও ইউটিউব থেকে আয় করছে! এই আয়ের ফলে এদের জীবন এখন বেশ আনন্দদায়ক এবং সাম্মানীয়ও, এরা যে কোন বড় বড় প্রোডাকশন হাউজ ত্থেকেও দাওয়াত পায় কারন এরা যদি সেই প্রোডাক্টের ভাল রিভিউ দেয় তবে তাদের বিক্রীও ভাল হয়! তবে এই সব টেক জায়েন্টদের বেশ সতর্ক থাকতে হয়, চাইলেই এরা মন্দকে ভাল বা ভালকে মন্দ বলতে পারেন না! তার পরে মামলা মকদ্দমাও এদের পিছনে থাকবে, অন্যায় কিছু বললে ক্যারিয়ার হারিয়েও যেতে পারে! এরা আমাদের দেশের বিরানীখোর রিভিউ নয় যে, খেয়ে টাকা নিয়ে বলে দিবে বেশ হয়েছে!

যাই হোক, আজ আমি আপনাদের বিশ্বে এমন সেরা ৫ জন টেক রিভিয়ারের সাথে পরিচয় করিয়ে দেব, যারা সত্যই হিরো এবং এদের কথা, কলা কৌশল আপনাকে সত্যই আনন্দিত করবে এবং আপনার জ্ঞান বাড়াবেই! চলুন এদের দেখে ফেলি এবং এদের ব্যাপারে সামান্য কিছু তথ্য জানি!


ছবি ১ঃ এই ওস্তাদের নাম ক্যাসি নায়েষ্ট্যাট, দুনিয়ার এমন কোন বিষয় নাই যে, তিনি সেই বিষয়ে জানেন না বা অনর্গল বলতে পারেন না! নিউইয়র্ক বেইড হলেও আজকাল ক্যালিফোর্নিয়া আসা যাওয়া করছেন, স্ত্রী ও সন্তানদের কাছে থাকার চেষ্টা করছেন কিন্তু তা পারেন না। কারন প্রতিদিন তিনি নুতন নুতন বিষয় নিয়ে কাজ করেন, ঘুরে বেড়ান দেশ বিদেশে বলা চলে পাখির মত! দেখতে আমেরিকান হোম্লেস মনে হলেও তা নয়, নিউইউওর্কে তার বিরাট বড় স্টুডিও আছে এবং ইনকাম মন্দ নয়! পুরাই রিয়েল লাইফ হিরো! তার পরনের এই চশমা সারা দুনিয়াতে ট্রেড মার্ক হয়ে আছে! আপনি তার কয়েকটা ভিডিও ব্লগ দেখলে তার ভক্ত না হয়ে পারবেন না! আমি তার বডি ফিটনেসের তারিফ করি! জ্ঞানের কোন অভাব নেই! তার ইউটিউব ব্লগ দেখতে লিঙ্কে ক্লিক করুন। caseyneistat
https://www.youtube.com/user/caseyneista


ছবি ২, এই ওস্তাদের নাম হচ্ছে মারকিউস ব্রাউনলী। এই ভদ্রলোকের কাজ দেখলে আমার নিজের মাথাই ঘুরে যায়! বিল গেইটস থেকে এলান মাস্ক, প্রায় সবার সাথেই এর যোগাযোগ, সাক্ষাৎকার। মোবাইল থেকে যে কোন টেক বিষয়ে কি সহজ বর্ননা দিয়ে ভিডিও বানিয়ে থাকেন! এই ওস্তাদের খুবসুন্দর স্টুডিও আছে এবং আমার কাছে মনে হয় তিনি সব চেয়ে ভাল ক্যামেরা দিয়ে তার ব্লগ গুলো বানিয়ে থাকেন, তার ভিডিও ব্লগ গুলো খুব ঝকঝকে এবং তার বর্ননা সত্যই চমৎকার! তার ইউটিউব ব্লগ দেখতে লিঙ্কে ক্লিক করুন। MKBHD  https://www.youtube.com/user/marquesbrownlee


ছবি ৩, এই ভদ্র লোকের নাম জ্যাক নেলসন! তিনি যা কিছু হাতের কাছে পান তা ভেঙ্গে বা খুলে খুলে দেখেন এবং সেই জিনিষের ভিতরে কি আছে তা আমাদের দেখিয়ে দেন! মোবাইলের মত যন্ত্র গুলো তিনি কি পরিমাণে খুলে আবার জোড়া দেন তা না দেখলে বিশ্বাস করতে চাইবেন না! সারা দুনিয়ার শত শত মানুষ তার ভিডিও ব্লগ দেখার আগ্রহ নিয়ে পড়ে থাকে! টেকো মাথার এই ভদ্রলোক, কিছু দিন আগে তার গার্ল্গেন্ডকে বিয়ে করেছেন মাত্র! আপনাদের দেখার জন্য তার স্ত্রীর একটা ছবিও দিলাম। তাদের অনেক ভালবাসা। কিন্তু একটা বিষয় না বললেই নয়, তার স্ত্রী দাঁড়াতে বা হেঁটে চলতে পারেন না। কিছু বছর আগে ঘোড়া থেকে পড়ে আঘাত পেয়ে চলার শক্তি হারিয়েছেন তিনি! তার সাইট দেখুন; JerryRigEverything
https://www.youtube.com/user/JerryRigEverything


ছবি ৪, তিনি লুইস জর্জ। আনবক্স থেরোপি নামে পরিচিত, তিনি যে কোন বিষয়ে টেকনিক্যাল ব্যক্তি, অনর্গল কথা বলাতে ওস্তাদ। আমি তার স্টুডিও দেখে অবাক হই, এত সুন্দর স্টুডিও সেট করা যা বর্ননাতীত। তার টীমে চারজন সদস্য, সবাই নিদিষ্ট দায়িত্ব নিয়ে কাজ করেন। দুনিয়াতে বের হওয়া যে কোন হাইটেক নিয়ে তিনি প্রথম ভিডিও ব্লগ পোষ্ট করে থাকেন। সারা দুনিয়ার নিত্য নুতন মোবাইল তিনি প্রায় খুলে সবাইকে দেখান, তার সাইট থেকেই অনবক্স কথাটা এত জনপ্রিয় বলেই মনে হয়! শত শত ভিডিও ব্লগ দেখে আপনি নিজের জ্ঞান বাড়াতে পারেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলাই তার সাহস! তার লিঙ্ক দেখুন। unboxtherapy https://www.youtube.com/user/unboxtherapy


ছবি ৫, ছবিত ব্যক্তির না, লিনুস। তিনি দুটো ভিডিও সাইট চালিয়ে থাকেন, তবে জনপ্রিয় সাইট হচ্ছে লিনুস টেক টিপস। কম্পিউটারে ওস্তাদের ওস্তাদ তিনি। তার বর্ননা যে কোন লোককে জ্ঞানী করে তুলবেই! কম্পিউটারে তিনি যে সব রিভিউ দেন তা দেখতে থাকলে এই বিষয়ে আর অন্য কাউকে দেখার দরকার হয় না! তার মুল স্লোগান হচ্ছে, টেকনিক্যাল বিষয় গুলো জটিল, কিন্তু আমাদের কাজ সহজ করে আপনাদের জানিয়ে দেয়া! ২০০৮ সালের নম্ভেবর থেকে তিনি রিভিউ দিচ্ছেন, এযাবৎ তার ব্লগ গুলো ভিউ হয়েছে প্রায় তিন শত নয় কোটি বার, কল্পনা করা যায়! সপ্তাহে শনি ও বুধবার তিনি নুতন ভিডিও পোষ্ট দিয়ে থাকেন। কম্পিউটার কেনার আগে আপনি নিশ্চিত মনে তার ব্লগ দেখে দুনিয়াতে যে কোন কম্পিউটার কিনতে পারেন! ক্লিক করুন। LinusTechTips 
https://www.youtube.com/user/LinusTechTips

আশা করি আপনাদের আমার পদত্ত তথ্য ভাল লেগেছে, যে কোন বিষয়ে কাউকে জিজ্ঞেস না করে আপনি নিজেই হয়ে উঠতে পারেন জ্ঞানী! কেনাকাটায় হতে পারেন সতর্ক!

সবাইকে শুভেচ্ছা।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

সুনীল সমুদ্র বলেছেন: তথ্যসমৃদ্ধ সুন্দর একটি পোস্ট। ভালো লাগলো লেখাটা।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে। সামান্য চেষ্টা। শুভেচ্ছা নিন।

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ পোস্ট। ব্লগে এরকম পোস্টই আমরা আশা করি। টেক এনালিস্টদের বিষয়ে আগে বিশেষ কিছুই জানতাম না। আপনার এই পোস্ট পড়ে অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে। মুলত এখঙ্কার বিশ্ব পুরাই পালটে যাচ্ছে, মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি উদার এবং জ্ঞানী হয়ে উঠছে এদের কল্যানে। শুভেচ্ছা নিন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩০

জুল ভার্ন বলেছেন: অনেক অজানাকে জানলাম।
ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনাকে নিয়মিত ব্লগে দেখে ভাল লাগে। লিখুন।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: ভালো একটা পোষ্ট দিয়েছেন।
তবে লিংক গুলো আবার নতুন করে দেন। এভাবে লিংক কাজ করে না।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। সামুতে লিঙ্ক দিতে ভয় লাগে! নিজের সামান্য প্রচার করতেও ভয় পাই! হা হা হা। তবে সামুতে ছবি লিঙ্কটা আরো সহজ করা দরকার। সময় নিচ্ছে আপ্লোডেও। তবে জাস্ট এই শব্দ গুলো লিখে সার্চ করে দেখতে পারেন। শুভেচ্ছা নিন।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশ্বে এমন সেরা ৫ জন টেক রিভিয়ারের সাথে পরিচয় করিয়ে দেব, যারা সত্যই হিরো
এবং এদের কথা, কলা কৌশল আপনাকে সত্যই আনন্দিত করবে এবং আপনার জ্ঞান বাড়াবেই!

................................................................................................................................
আপনার লেখায় ৫ টেক রিভিউ পড়ে ভালো লাগল,
তবে আরও কিছু তথ্য যোগ করতে পারলে পূর্নাঙ্গ হতো ।
শুভ ব্লগিং,

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এদের নিয়ে আরো লেখা যায়। বড় লেখা তো আবার অনেকেই পড়ে না! শুভেচ্ছা নিন।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৫৫

সোহানী বলেছেন: জানলাম এবং ভবিষ্যতের জন্য মাথায় রাখলাম....।

পোস্টে +++++

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: সবাইকে চিনি।

আমারও এমন পোস্ট দেওয়ার ইচ্ছে আছে :)


যারা জানেন না তাদের জন্য অনেক কাজে দিবে। পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই :)

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.