নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
- আমাদের শ্রমিকরা দুনিয়ার কত শহর গড়ে দিল, আমাদের ইঞ্জিনিয়াররা বিদেশে কত প্রকল্প সময়ের আগে তুলে দিল, আমাদের ডাক্তারগন দুনিয়ার কত হাসপাতাল বিশ্বমানের করে দিল, আমাদের শিক্ষকরা দুনিয়ার কত শিক্ষা প্রতিষ্ঠান আকাশের উচ্চতায় নিয়ে গেল! শুধু আমরা পারি না আমাদের দেশেই! বটেই! আসলে আমাদের এই না পারার পিছনে আমরা দায়ী নই, দায়ী হচ্ছে ক্ষমতাসীনরা, যারা সরকার পরিচালনা করে আসছে তারাই! পরিস্কার কথা হচ্ছে, তারা চায় না বলেই আমরা পারি না! (এই সব উদাহরণ আমাদের চোখের সামনেই, আমি নিজে দেখেছি অনেক।) ২০১৮ইং
- স্বামী মারা যাবার পর স্ত্রী কি খাবে, কোথায় থাকবে, সেটাও স্বামীধনকে চিন্তা করতে হয়! ফলত সেই চিন্তা থেকে স্ত্রীকে গাড়ি, বাড়ী, ফ্লাট ও সাথে কোটি কোটি টাকা দিয়ে দিতে হয়! আমাদের রাজনীতিকগন আর্দশ স্বামী! লাভিং ইট! ২০১৮ইং
- স্বামী স্ত্রী'র সম্পর্ক মধুর হতে কমের পক্ষে ২০ বছর লাগে বলে আমার ধারনা, তবে বিশতম বছরে স্বামী নামক প্রানীকে অন্তত বা নিদেন পক্ষে অর্থিকভাবে স্বছল হতেই হবে! ২০১৬ইং
- আমার মনে হয়, বিধাতা স্বামী স্ত্রী জুড়ি মিলাতে কখনো চিন্তা করেন না, কম্পিউটার সার্ভারে আটো সিষ্টেমে এই জুটি ফিট হয়ে যায়! যখন স্বামীর গরম লাগে, স্ত্রীর তখন ঠান্ডা! একজন ফ্যান/এসি চালালে অন্যজন তা বন্ধ করে দেন! একজন রাতের আকাশের চাঁদ দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লে, অন্যজন টিপ্পানী কাটেন! একজন একটা কথা বললে অন্যজনের বিপরীতের ব্যাখ্যা দেয়াই লাগে! একজন দুধ চা পছন্দ করলে অন্যজন রং চা! একজন ঝর্নায় গোসল পছন্দ করলে অন্যজন মগ কেটে মাথায় পানি ঢালেন! একজন শুটকী পছন্দ করলে অন্যজন নাকের কাছেও ভাবতে পারেন না! মোটাকথা, পুরা বিপরীত না হলে কিসের স্বামী স্ত্রী! ২০১৫ইং
- টাকা হলে এই দেশে মোটামুটি সকল পরিস্থিতিতে টিকে থাকা যায়, তবে বেশী টাকা হলে ধরা পড়লে লজ্জা কাটিয়ে উঠতে হয়! ২০১৪ইং
- অর্থ সহায় সম্পদ ভাগ্য! ভাগ্যে না থাকলে শত চেষ্টা করেও অর্জন করা যায় না, অর্জন করলেও হারিয়ে যায়! বিবাহ করে শ্বশুরবাড়ী থেকে প্রচুর অর্থ, গাড়ি বাড়ী পেয়ে যাওয়াটা তেমনি উদাহরণ! ২০১৩ইং
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। আমাদের দেশে বহু যোগ্য লোক আছে। কিন্তু যোগ্য লোকদের স্বাধীনতা হরন করেছে কিছু অযোগ্য লোক।সমাজে যারা আরামে আছে তারা চুপ চাপ উপভোগ করছে।
২। টাকা পয়সা হোল চরম বাস্তবতা। দাম্পত্য জীবনেও এটা প্রযোজ্য। স্বামীর মৃত্যুর পর স্ত্রী, সন্তান যেন বিপদে না পরে তার জন্য আগাম ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা উচিত। স্ত্রী যদি উপার্জনক্ষম না হন তার জন্য স্বামীর মৃত্যু একটা বড় আর্থিক বিপদ।
৩। বিয়ের করার অন্যতম যোগ্যতা হোলও আর্থিক সামর্থ্য। সংসার চালাতে টাকা লাগবে এটা চরম বাস্তবতা। স্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই কারণ এই দায়িত্ব আমাদের সমাজে পুরুষদের দেয়া আছে (স্ত্রী আয় করলে ভিন্ন কথা। সেক্ষেত্রে আর্থিক কষ্ট থেকে বাচা সহজ হয়।) তবে ত্যাগী স্ত্রীও অনেক আছেন। অভাবে স্বভাব নষ্ট- কথাটা সত্যি। আমার মনে হয় সুখের জন্য টাকাটা খুব জরুরী- আমরা মানি আর না মানি। যারা এর উরধে উঠতে পাড়া তারা অসাধারণ।
৪। আমাদের রসূল (সাঃ) স্ত্রীদের উপর রাগ করে ২৯ দিন তাদের থেকে আলাদা ছিলেন। দাম্পত্য সম্পর্কটা এমনই জটিল বিষয়।
৫। টাকা দিয়ে জীবনের ৮০% সমস্যার সমাধান করা যায়(এটা আমার ধারনা)। তবে অতিরিক্ত কোনও কিছুই ভালো না।
৬। মানুষ শুধু চেষ্টার মালিক। আমরা অনেকেই তা মানতে চাই না।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: যার টাকা নাই তার শান্তি আছে। আনন্দময় ঘুম আছে।
যার টাকা আছে তার শান্তি নাই। ঘুম নাই। এমন কি খাবারেরস্বাদ পর্যন্ত নাই। টাকা নিয়ে তো কবরে যেতে পারবে না।