নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
- রুম থেকে বের হতে দরজায় শব্দ বেশী হয়, এটা সাধারণ ভদ্রতা।
; তোমার কানে সমস্যা আছে!
- ওয়াস রুমে এত সময় কি করো।
; তোমার সব কিছুতেই সমস্যা!
- রুম থেকে বের হয়ে যেতে লাইট ফ্যান বন্ধ করেও একটু ব্যয় কমাতে পার।
; তুমি কথা বেশী বল!
- রান্নাঘরের লাইট বন্ধ করে বের হতে পার।
; খাবারে তেলেপোকা উঠে!
- রাত ১২টার মধ্যেই সব ঘুছিয়ে ঘুমাতে যেতে পার।
; আমাকে সোফায় বসে থাকতে দেখলেই তোমার সমস্যা হয়।
- ছেলেদের রাত এগারটার আগেই খাইয়ে নিতে পার।
; ছেলেদের পেট ভরা, খাবে না!
- গত কয়েক মাস বলা চলে জমানো টাকা ভেঙ্গে সংসার চালাচ্ছি, ইঙ্কাম নেই।
; বেশি চিন্তা করো না!
- করোনা ভাইরাসের কারনে ভিসা/ফ্লাইট গুলো ক্যান্সেল হলে প্রায় ইনভেষ্ট করা ৭ লক্ষ টাকা হারাবো।
; আরে দুর, কিছু হবে না!
- দেশে করোনা ভাইরাসের প্রভাব হলে কি হবে চিন্তায় মাথা ঘুরে।
; তোমার যত সব ফালতু চিন্তা!
- তোমার চাওয়ার আগেই তোমাকে অনেক টাকা দিয়েছি, সেখান থেকে খরচ করো।
; আমি টাকা চাইলেই তোমার নাই নাই!
- রাতে একটু সময় দিয়ো।
; সময়মত তো কখনোই আস না!
- টিভি খুললেই হিন্দি সিরিয়াল নিয়ে বসো, হিন্দি ভাষা কানে গরম তরল সীসার মত লাগে।
; তোমার সাথে কখনোই টিভি দেখা যায় না!
- সাউন্ড কমাও।
; তোমরা যখন আনবক্স থেরাপি আপডেট দেখো, আমি কিছু বলি না!
- বৃহস্প্রতিবার গ্রামের বাড়ী যাব।
; বাসায় বাজার নেই, বাজার করে ও হাত খরচ দিয়ে যেখানে খুশি যাও!
- সব সময় রেগে থাক এবং কটু কথা বল।
; আমি বলে তোমার সংসার করছি!
- রাত ১২টার পর একটু ব্লগ লিখবো, সব জলদি ঘুছিয়ে যেও।
; কি বালছাল লিখো!
- একদম দম বন্ধ অবস্থা, সংসার আর ভাল লাগে না।
; অন্তত ৫০ লক্ষ টাকা ক্যাশ, ঢাকায় নিশ্চিত থাকার জন্য একটা ফ্লাট দিয়ে তুমি যেখানে ইচ্ছা চলে যেতে পার!
- কথা গুলো আমি আমার কোন লেখায় তুলে দিব।
; মানুষের সামনে আমাকে হেয় করাতেই তোমার আনন্দ!
- আজ কি রান্না করছো।
; ছেলেদের জন্য ফার্মের মুরগী বিরিয়ানি। তোমার জন্য সাদা ভাত, রুইমাছ ভাঁজা, টমেটো চাটনী!
(গল্প সিরিজের সপ্তম প্রকাশনাঃ গল্প ও রান্না, ০৪/০৩/২০২০ইং)
০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:৫০
সাহাদাত উদরাজী বলেছেন: একদম! (শুভেচ্ছা নিন)
২| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষ লাইনটা পড়ে জিবে জল এসে গেল। দাওয়াত দেন রাজী ভাই !!!
০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৫
সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, এটাই হয়ত ভালবাসা!
৩| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:৪০
পদ্মপুকুর বলেছেন: প্রথম কথককে নারী ভেবে এগিয়ে ছেলেদের খাওয়ানোর লাইনে এসে দেখি পুরাই উল্টা। একদম সেকেন্ড লাস্ট প্যারার কথাটা আমাকেও শুনতে হয় মাঝেমধ্যেই...
০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৬
সাহাদাত উদরাজী বলেছেন: সবার আগে টাকা সত্য!
৪| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:০৩
কলাবাগান১ বলেছেন: আশা করছিলাম যে গল্পের টুইস্ট এর মত শেষে এসে অন্তত একটা কথোপোথন থাকবে যেখানে দেখা যাবে মিস্টি মধুর সম্পর্ক এর কথা যেখানে ভাবীর আপনার প্রতি ভালবাসা টা ফুটে উঠবে....
০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৭
সাহাদাত উদরাজী বলেছেন: ভালবাসা নেই বুঝলেন কি করে! ভালবাসা এখনো বেঁচে আছে!
৫| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
- রাতে একটু সময় দিয়ো।
; সময়মত তো কখনোই আস না!
- রাত ১২টার পর একটু ব্লগ লিখবো, সব জলদি ঘুছিয়ে যেও।
; কি বালছাল লিখো!
নষ্ট জীবন !! কুকুরের ছাল ওঠা শরীরের মতো ঘিন ঘিন করে !!
০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৮
সাহাদাত উদরাজী বলেছেন: মুল লেখকদের যেখানে ভাত নেই সেখানে ব্লগারেরা কি ছাড়!
এই তো আমাদের জীবন।
৬| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:৩৬
আখেনাটেন বলেছেন: যাপিত জীবন... ।
০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৮
সাহাদাত উদরাজী বলেছেন: পালাবার পথ নেই!
৭| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: সাহাদাত উদরাজী,
এরই নাম - সংসার.............................
০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৯
সাহাদাত উদরাজী বলেছেন: তাই তো!
৮| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৮
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ।
৯| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
অচেনা আগন্তুক বলেছেন: হায় হায় ...........
চলেন ভাই বনে যাই.
তায়তো আবার ফ্লাটের বায়না
বুঝি কোথাও যাওয়া হবে না
০৭ ই মার্চ, ২০২০ রাত ১:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: একদম, পালাবার পথ আর নেই!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।