নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ কাল্পনিক কথোকপন

০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

- রুম থেকে বের হতে দরজায় শব্দ বেশী হয়, এটা সাধারণ ভদ্রতা।
; তোমার কানে সমস্যা আছে!

- ওয়াস রুমে এত সময় কি করো।
; তোমার সব কিছুতেই সমস্যা!

- রুম থেকে বের হয়ে যেতে লাইট ফ্যান বন্ধ করেও একটু ব্যয় কমাতে পার।
; তুমি কথা বেশী বল!

- রান্নাঘরের লাইট বন্ধ করে বের হতে পার।
; খাবারে তেলেপোকা উঠে!

- রাত ১২টার মধ্যেই সব ঘুছিয়ে ঘুমাতে যেতে পার।
; আমাকে সোফায় বসে থাকতে দেখলেই তোমার সমস্যা হয়।

- ছেলেদের রাত এগারটার আগেই খাইয়ে নিতে পার।
; ছেলেদের পেট ভরা, খাবে না!

- গত কয়েক মাস বলা চলে জমানো টাকা ভেঙ্গে সংসার চালাচ্ছি, ইঙ্কাম নেই।
; বেশি চিন্তা করো না!

- করোনা ভাইরাসের কারনে ভিসা/ফ্লাইট গুলো ক্যান্সেল হলে প্রায় ইনভেষ্ট করা ৭ লক্ষ টাকা হারাবো।
; আরে দুর, কিছু হবে না!

- দেশে করোনা ভাইরাসের প্রভাব হলে কি হবে চিন্তায় মাথা ঘুরে।
; তোমার যত সব ফালতু চিন্তা!

- তোমার চাওয়ার আগেই তোমাকে অনেক টাকা দিয়েছি, সেখান থেকে খরচ করো।
; আমি টাকা চাইলেই তোমার নাই নাই!

- রাতে একটু সময় দিয়ো।
; সময়মত তো কখনোই আস না!

- টিভি খুললেই হিন্দি সিরিয়াল নিয়ে বসো, হিন্দি ভাষা কানে গরম তরল সীসার মত লাগে।
; তোমার সাথে কখনোই টিভি দেখা যায় না!

- সাউন্ড কমাও।
; তোমরা যখন আনবক্স থেরাপি আপডেট দেখো, আমি কিছু বলি না!

- বৃহস্প্রতিবার গ্রামের বাড়ী যাব।
; বাসায় বাজার নেই, বাজার করে ও হাত খরচ দিয়ে যেখানে খুশি যাও!

- সব সময় রেগে থাক এবং কটু কথা বল।
; আমি বলে তোমার সংসার করছি!

- রাত ১২টার পর একটু ব্লগ লিখবো, সব জলদি ঘুছিয়ে যেও।
; কি বালছাল লিখো!

- একদম দম বন্ধ অবস্থা, সংসার আর ভাল লাগে না।
; অন্তত ৫০ লক্ষ টাকা ক্যাশ, ঢাকায় নিশ্চিত থাকার জন্য একটা ফ্লাট দিয়ে তুমি যেখানে ইচ্ছা চলে যেতে পার!

- কথা গুলো আমি আমার কোন লেখায় তুলে দিব।
; মানুষের সামনে আমাকে হেয় করাতেই তোমার আনন্দ!

- আজ কি রান্না করছো।
; ছেলেদের জন্য ফার্মের মুরগী বিরিয়ানি। তোমার জন্য সাদা ভাত, রুইমাছ ভাঁজা, টমেটো চাটনী!

(গল্প সিরিজের সপ্তম প্রকাশনাঃ গল্প ও রান্না, ০৪/০৩/২০২০ইং)

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:৩৬

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: একদম! (শুভেচ্ছা নিন)

২| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষ লাইনটা পড়ে জিবে জল এসে গেল। দাওয়াত দেন রাজী ভাই !!! :D

০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, এটাই হয়ত ভালবাসা!

৩| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:৪০

পদ্মপুকুর বলেছেন: প্রথম কথককে নারী ভেবে এগিয়ে ছেলেদের খাওয়ানোর লাইনে এসে দেখি পুরাই উল্টা। একদম সেকেন্ড লাস্ট প্যারার কথাটা আমাকেও শুনতে হয় মাঝেমধ্যেই... :-B

০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: সবার আগে টাকা সত্য!

৪| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:০৩

কলাবাগান১ বলেছেন: আশা করছিলাম যে গল্পের টুইস্ট এর মত শেষে এসে অন্তত একটা কথোপোথন থাকবে যেখানে দেখা যাবে মিস্টি মধুর সম্পর্ক এর কথা যেখানে ভাবীর আপনার প্রতি ভালবাসা টা ফুটে উঠবে....

০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: ভালবাসা নেই বুঝলেন কি করে! ভালবাসা এখনো বেঁচে আছে!

৫| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
- রাতে একটু সময় দিয়ো।
; সময়মত তো কখনোই আস না!
- রাত ১২টার পর একটু ব্লগ লিখবো, সব জলদি ঘুছিয়ে যেও।
; কি বালছাল লিখো!


নষ্ট জীবন !! কুকুরের ছাল ওঠা শরীরের মতো ঘিন ঘিন করে !!

০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৮

সাহাদাত উদরাজী বলেছেন: মুল লেখকদের যেখানে ভাত নেই সেখানে ব্লগারেরা কি ছাড়!
এই তো আমাদের জীবন।

৬| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:৩৬

আখেনাটেন বলেছেন: যাপিত জীবন... । :(

০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৮

সাহাদাত উদরাজী বলেছেন: পালাবার পথ নেই!

৭| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:৫৬

আহমেদ জী এস বলেছেন: সাহাদাত উদরাজী,




এরই নাম - সংসার.............................

০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৯

সাহাদাত উদরাজী বলেছেন: তাই তো!

৮| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ।

৯| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

অচেনা আগন্তুক বলেছেন: হায় হায় ...........

চলেন ভাই বনে যাই.
তায়তো আবার ফ্লাটের বায়না
বুঝি কোথাও যাওয়া হবে না :((

০৭ ই মার্চ, ২০২০ রাত ১:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: একদম, পালাবার পথ আর নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.