নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় একজন বন্ধু হারিয়ে যাওয়াঃ এনামুল গনি শ্যামল

২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৭

(গতকাল সকাল ১০টার দিকে আমার প্রিয় বন্ধু এনামুল গনি শ্যামল এই দুনিয়া ছেড়ে চীর বিদায় নিয়ে নেয়। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিলাহে রায়েযুন। বয়স কত হবে এই তো ৫২/৫৩ হয়ত, মাত্র দুই দিন জ্বর অনুভবে এত জলদি আমাদের ছেড়ে চলে যাবে ভাবাই যাচ্ছে না, আজ দুই দিনে পড়ে গেল, লোকে বলে দুই দিনের দুনিয়া! আসলেই!)

বন্ধু, অনলাইনে বা ঘরে এদিক ওদিক ঘুরে ঘুরে হাঁটছি, জানালা দিয়ে দূর আকাশ দেখছি, কত চেষ্টা করছি, ভুলে থাকার কত কি প্রয়াস চালাচ্ছি, না বার বার সেই সব স্মৃতিই ভেসে উঠছে! কত কথা মনে পড়ছে, কত ছবি, একবার ভাবি লিখে ফেলি। হ্যাঁ, আবার চিন্তা করছি, আপনি তো আর পড়তে পারবেন না, লিখে কি হবে। আমার কোন লেখা পড়ে হেসে কে বলবে, সাবধানে থাকবেন, সরকার কিন্তু গুম করে ফেলতে পারে, বউ বিটিয়া আছে, তাদের কথা মাথায় রাখবেন! আমি হেসে বলতাম, আমার বিটিয়া নাই, চিন্তা কম আছে, আমি একজন ব্লগার, ধরে নিয়ে গেলে যাক, আমি যা সত্য তা লিখেই যাব! এর পর আপনি হেসে বলতেন, আপনার বুঝ, আপনার মুরগী আপনি যেভাবে ইচ্ছা জবাই করে রান্না করেন! সেই একই ডায়ালগ!

বন্ধুত্বের এত সময় কাটানোতে, এত বছরেও আমরা কেহ কাউতে তুই করে বলি নাই, ব্যাপারটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়, অথচ আপনার মাধ্যমে পরিচিত অনেক বন্ধুকে আমি নিজেও তুই করে বলি এখনো। আহ, কত কি স্মৃতি। চোখের জলে যে আমি আর কিছুই দেখতে পারছি না! জানেন তো, আমি আপনার কম ছবি তুলি নাই, আপনি যে কোন অবস্থায় থাকাতেও আমার ছবি তোলার অনুমতি ছিল, কারো ছবি তুলতে সাধারনত তাকে আমার জিজ্ঞেস করতে হয়, ছবি তুলবো কি না, আপনি ছিলেন ব্যতিক্রম, আমার জন্য কখনো না শব্দ ছিল না! ছিল না কোন আলস্য, আপনার সব ইলেকট্রনিক দ্রাবাদি ধরার পারমিশন আমাকে কখনোই নিতে হয় নাই, আপনার মোবাইলের অফশন গুলো বা মোবাইলের মেসেজের অনেক উত্তর আপনাকে না জানিয়েও আমি দিয়েছি সেই ফেবুর প্রথম দিন গুলোতে, আপনার না ছিলো না, অথচ বিশ্বাস করেন আমি কখনো আমার প্রিয়তমা স্ত্রীর মোবাইল ফোনো ধরে দেখি নাই, অন্যের তো দুরের কথা!

মনে পড়ে ফেবুতে আপনাকে একাউন্ট খুলে দিয়ে আমি যখন আপনাকে বুঝাচ্ছিলাম এবং বললাম, কাকে প্রথম ফেন্ড রিকো পাঠাবো, আপনি বললেন, আপনাকেই পাঠান এবং এখুনি এক্সেপ্ট করেন!

জানেন, গত কয়েক দিন ধরে ভাবছিলাম, আপনার ব্রেস্লেট পরা হাতে টাকা গোনার একটা দৃশ্য তুলবো, টাকা বিষয়ক একটা ব্লগে সেই ছবিটা যোগ করার ইচ্ছা ছিলো! অভিমানী বন্ধু আমার, এত জলদি চলে যাবার কি দরকার ছিলো? মেয়ের জামাই দেখে যাবার কি ইচ্ছা হল না!

জীবনের চাহিদায় বা পরিপূর্নতায় আপনি আমাদের সব বন্ধুদের চেয়ে এগিয়ে ছিলেন। আপনি জীবন উপভোগ করেছেন এবং জীবনের প্রায় সব রুপ দেখেছেন এবং আমাদেরও দেখতে সাহায্য করেছেন। এমন বন্ধু এই জন্মে আর আমরা পাব না! আমাদের দোয়া থাকবে সব সময়। আপনি জানবেন কি না জানি না, আপনার জানাজায় আপনার প্রায় সব বন্ধু এসেছিল, এমন আপনার অনেক বন্ধুকে আমি দেখি নাই, নাম শুনেছি আপনার কাছে, তাদের অনেকেই এসেছিল। এই করোনা দুঃসময়েও আপনাকে খুব যত্নের সাথে গোসল এবং জানাজা পড়ানো হয়েছে, পবিত্র এই রোজার দিনে আপনাকে আমাদের চিরবিদায় জানাতে হয়েছে।

আল্লাহ আপনাকে বেহেস্তের সব চেয়ে আনন্দময় স্থানে রাখুন।

(প্রথম ছবিটা মালিবাগ ২০০৯, ২য় ছবি ব্যাংকক থাইল্যান্ড ২০১৪, ৩য় ছবি ২০২০, কিছু দিন আগে)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১১

ভুয়া মফিজ বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাযেউন। আল্লাহ উনাকে ভালো রাখুন ওপারে এই দোয়ই করি।

২| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৬

পদ্মপুকুর বলেছেন: অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর-ওর অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গতকাল সন্ধ্যায় শুনলাম আমার এক কাছের বন্ধুর জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হঠাৎ করে আতংক এসে জমিয়ে দিয়ে গেলো। এভাবেই সবাই একসময় কাছের মানুষের আক্রান্ত হওয়ার বা মৃত্যুর খবর পেতে পেতে অসচেতনতার বালখিল্যতা থেকে বেরিয়ে আসবে, অথবা কে জানে, কর্তাব্যক্তিদের চর্চিত 'হার্ড ইমিউনিটি' আপ্ত করবে!

দোয়া করি, রাব্বুল আলামীন আপনার বন্ধুকে উত্তম প্রতিদান দিন।

৩| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


কঠিন সময়, শারীরিক কাজকর্ম থাকলে সেগুলো করুন; যেমন কিছু মেরামত করা, কাউকে কিছু করতে সাহায্য করা

৪| ২২ শে মে, ২০২০ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

৫| ২২ শে মে, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সহায় হবে

৬| ২২ শে মে, ২০২০ রাত ৯:৩৬

সাইন বোর্ড বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছি । সময়টা আসলে সবার জন্যেই আতংকের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.