নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

কেন ব্লগ লিখি? (৩০০তম ব্লগ)

২৬ শে মে, ২০২০ দুপুর ১:৩৮

৩০০তম ব্লগের এসে অনেক কথাই মনে পড়ছে! বাংলা টাইপ না জানায় সামুতে শুরু থেকে লিখতে পারি নাই এবং টাইপ শিখে আবার এক সময়ে নানান বাংলা ব্লগে লেখার কারনে সামুতে অপেক্ষাকৃত কম লিখেছি, পরে নিজেও ওয়ার্ডপ্রেসে একটা ফ্রি সাইট খুলেছি, 'গল্প ও রান্না'! তবে কি কারনে জানি না সামুর প্রতি ভালবাসা সেই আগের মতই কাজ করে! বাংলা ভাষার ব্লগ জগতে সামুকে আমি মনে করি এখনো সেরা এবং সামুর প্রতি ভালবাসা অবিরাম এখনো, না লিখলেও মনে পড়লেই ভিজিট করেছি ঘন্টার পর ঘন্টা, প্রায় প্রতিদিন! যাই হোক, অনেক গুলো বাংলা ব্লগ হারিয়ে গেছে কালের আবর্তে, কত লেখা, কত চিন্তাও হারিয়ে গেছে! ৩০০তম এই পোষ্টে এসে গত কয়েকদিন ধরে ভাবছি, কেন অনলাইনে লিখি (যা ছালবাকলা), টাকা নাই, নাই কোন স্বার্থ, তবুও কেন বার বার বাংলা ব্লগে ফিরে আসি!

আমার উত্তর খুব সহজ, একজন পিতা হিসাবে কোন একদিন আমার ছেলেরা খুঁজে নিবে আমি কেমন চিন্তা ভাবনার ছিলাম, কেমন মানুষ ছিলাম! আমার জন্য সেদিন যদি ওদের নুতন করে ভালবাসা জন্মে! :D

(আগের ছবি)


(ঠিক এই সময়ে ছেলেদের অবস্থান)

আপনি কেন লিখেন?

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:০৪

ডার্ক ম্যান বলেছেন: কেন সামুতে লিখি ??? এর প্রধান কারণ হল হৃদয়ের টান । আমি যদিও পাঠক ।
আমি যা লিখতে চাই, তার একভাগও লিখতে পারি না।

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ। তবুও লিখুন। মনে ভাব প্রকাশ একদিন অনেক বড় হয়ে যাবে।

২| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:০৫

মীর আবুল আল হাসিব বলেছেন: এখন রিকশাওয়ালারাও ফেসবুক, ইউটিউবি ব্যাবহার করে। কোন পোস্টে কেমন মন্তব্য করতে হয়, কেমন পোস্ট দিতে হয় তা বোঝার মত মগজ তাদের নেই। ব্লগে সবাই ঘিলুওয়ালা মানুষ (ঘিলু না থাকলে মডারেটররা ব্যান করবে) ।

এজন্যই আমার ব্লগে আসা!!!

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অভিনন্দন।
ঈদ মোবারক।

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনাকে ঈদ মোবারক জানাই।

৪| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি তো এমনি এমনি লিখি!

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।
তবুও একটা কারন চিন্তা করে নিতে পারেন, টার্গেট নিশ্চত হবে!

৫| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:২৭

পদ্মপুকুর বলেছেন: একযুগের বেশি সময় পার করে দিলেও আমি জানিনা কেনো ব্লগে লিখি, তবে কেনো যেনো ব্লগকে নিজের আপন মনে হয়।

আপনি অবশ্য ব্লগে লেখার কারণ হিসেবে নতুন একটা ডাইমেনশন বলেছেন। ভালো লেগেছে। অভিনন্দন আপনাকে ত্রিপল সেঞ্চুরির জন্য। দেখেন কত দ্রুত ব্রায়ান লারাকে ওভারটেক করতে পারেন...

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ,
লেখালেখির জগতে ব্লগার উপাধি একটা বিরাট বিষয় বলেই আমিও মনে করি!
লেখার ডাইমেনশন থাকে।

৬| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:৫৫

ওমেরা বলেছেন: অভিনন্দন তিন———শত———- তম পোষ্টের জন্য।
ব্লগ লিখি বাংলাভাষা চর্চা করার জন্য । ব্লগটাই আমার কাছে বাংলাদেশ । দেশকে যতটুকু ভালোবাসি ব্লগটাকেও ভালোবাসি । ব্লগে এলেই দেশ সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে অনেক কিছু জানতে পারি ।
অনেক ভালোলাগা থেকেই ভালো লিখতে পারি না তবু লিখি ।
ধন্যবাদ ।

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।
সামুতে অপেক্ষাকৃত কম লিখেছি, আরো লেখা দরকার ছিলো। অনেক লেখা হারিয়ে গেছে।
শুভেচ্ছা।

৭| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:২৭

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন and ♥️♥️

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই। ভালবাসা তো আছেই!

৮| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৪০

ভ্রমরের ডানা বলেছেন: অভিনন্দন! আপনি সফল একজন ব্লগার!

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: তা বুঝতে পারছি না, তবে কিছু মানুষের ভালবাসা পেয়েছি। বিশেষ করে গল্প ও রান্না সাইটের কারনে অনেক মানুষের ভালবাসা পেয়েছি।
নিজকে ব্লগার ভাবতেই ভাল্লাগে।

৯| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: প্রথমেই আপনাকেই অভিনন্দন।

কেন লিখি? আসলেই তো কেন লিখি??
একদিন তো মরেই যাবো!!!

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, এই চিন্তায় আরো আরো লিখে যেতে মন চায়, যদিও পারি না!
ধন্যবাদ ও শুভেচ্ছা।

১০| ২৬ শে মে, ২০২০ রাত ১১:১১

শের শায়রী বলেছেন: অভিনন্দন ভাই ৩০০ পোষ্টের। আর কেন লিখি? লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

ঈদ মোবারক।।

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, সুন্দর করে বুঝিয়ে দিলেন।
শুভেচ্ছা নিন।

১১| ২৭ শে মে, ২০২০ রাত ১:০১

শায়মা বলেছেন: আমি কেনো লিখেছিলাম সেটার তেমন কারণ ছিলো না- বাংলায় লেখা যাচ্ছে, মনের কথা লেখা যায় এইভাবে.....

তারপর ব্লগে এসে আমার অনেক অর্জন। আমি শিখলাম কিভাবে একটা টপিকে অরগাইজড লেখা যায়। এই ব্লগের কারণে আমি আমাসর স্কুলের নানা রকম লেখার সাহস পেলাম।

একটা রান্নার রেসিপি থেকে আমি আর্টিকেল লেখা শিখে গেলাম।

চর্চায় সকল কিছুই উন্নত হয় আমারও হয়েছে।

আমি কেনো লিখি কারণ এই লেখালিখি আমার সবচেয়ে ভালো লাগে। ব্লগে লেখাটাই আমার কাছে সবচেয়ে মজার .....

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।

১২| ২৭ শে মে, ২০২০ রাত ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: এখানে ব্লগ লিখে লিখে আমি বাংলায় টাইপ করাতে অভ্যস্ত হয়েছি। লেখার মান যেমনই হোক, অনেক পাঠকের প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হয়েছি। অনেক ভাল লেখকের সাথে পরিচিত হয়েছি। এ জন্যই এখনো লিখে চলেছি।
আপনার কথাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। সেই সুবাদে মন্তব্যে আমার কথাগুলোও বলার সুযোগ পেলাম।

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অভ্র না থাকলে হয়ত এখনো বাংলা লিখতে পারতাম না এবং হয়ত এমন ব্লগ লেখাই হয়ে উঠত না!
আপনার লেখা ভাল লাগে, আরো আরো লিখুন।
শুভেচ্ছা।

১৩| ২৮ শে মে, ২০২০ সকাল ১১:২৫

করুণাধারা বলেছেন: ৩০০তম পোস্টে লাইক।

আপনার ব্লগ পড়ার আগে আপনার রেসিপি পড়েছি। পড়ে দেখেছি আপনি এই ব্লগে আছেন।

ভালো থাকুন সবসময়।

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ।
রেসিপি মুলত পরেই শুরু করি ২০০৭ বা ২০০৮ এর দিকে হবে, আগে ব্লগ লিখেই দিন কাটাচ্ছিলাম। পরে ভাব্লাম একটা বিষয় নিদিষ্ট করি, এদিকে তখন বাংলা ভাষায় অনলাইনে রেসিপি পোষ্ট ছিল না, সবই ইংরেজী। আবার কিছু আতেল ছিল, ঘরের খাবারের দিলে রি রি করে উঠত! এইসব রীতি ভেঙ্গে সামনে এগুতে চেষ্টা করলাম, ফলে একটা নুতন ধারার গেলাম!
শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.