নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

ক্রেডিট কার্ডঃ সাহাদাত উদরাজী

২৬ শে জুন, ২০২১ রাত ১০:৩৬

ক্রেডিট কার্ডঃ সাহাদাত উদরাজী

সামান্য বড় কিছু কেনা কাটায় তুমি আমাকে সাথে নিয়ে যাও,
আমিও হুড় হুড় করে তোমার আগে পিছে চলি!
চমৎকার দ্রোনে তোলা দৃশ্য, যেন কি এক আদর্শ স্বামী, বাহ! অথচ, আমি জানি,
এর কারন একটাই, আমার ক্রেডিট কার্ডের পিন তোমাকে বলতে চাই না!

এই তো গত সন্ধ্যায় তুমি আমাকে নিয়ে বের হলে,
তোমার পছন্দের গ্রাইন্ডার কিনতে গোটা ছয় দোকানে প্রবেশ করে,
একটা পছন্দ হয়ে গেলে আমার মতামত জানতে চাইলে,
আমি ক্ষীনস্বরে বললাম, আমার পছন্দে কি কিনবে?
তুমি জবাব দিলে, তা হলে কি জন্য এসেছো?
আমি আরো ক্ষীনস্বরে বললাম,
আমি তো এসেছি, তোমার কেনা দ্রব্যের বিল দিতে, ক্রেডিট কার্ডে!
সত্যই তোমার রাগ দেখার মত ছিলো, অথচ এতো সত্য যে,
তুমি কি আমার পছন্দে কিছু কিনে তা ব্যবহার করবে?
এত দিনে তোমার সাথে থাকার আমার অভিজ্ঞতা কি ভুল হবে!

দোকানীদের দুই জন সেলসম্যান আমাদের দুইজনকে দেখছিলো,
তারা খুব চেষ্টা করছিলো, যত জলদি দ্রব্যটা বিক্রি শেষ করা যায়,
আজকাল মনে হয় তাদের বিক্রি বাট্টা নেই, হাতে অনেক অবসর,
দোকানের হেড কেরানী আমাকে বললেন, আপনি পছন্দ করলেই হয়ে যাবে,
আমি মনে মনে বলি ওরে গাধা, তুই কি পেছিস আমায় এত সোজা!
আমার পছন্দে কিছু কিনে পরে কিছু হলে, সারা জীবন দিবে আমায় খোঁচা!

আমার খুব ইচ্ছা ছিলো, তোমার সাথে টং দোকানে চা পান করি,
যেমনটা বিবাহের পরে অনেক বছর চলছিলো,
সীমিত চাহিদা, ছিলো প্রান খুলে কথা বলা!
আজকাল আর তেমন করে অনেক কথা বলতে পারি না!
সব কিছুতেই টাকা এসে যায়, ক্রেডিট কার্ড লাগে!

গ্রাইন্ডার ও রাইস কুকার কিনে আমরা ফিরছিলাম রিক্সায়,
তুমি জানতে চাইলে, তুমি আমায় আজকাল তেমন ভালবাস না!
আমি আবারো উত্তর দিলাম ক্ষীন স্বরে,
ভাল না বাসলে কি আমি তোমার পিছে পিছে চলি,
হাতে ক্রেডিট কার্ড নিয়ে!

(আমবাগান, মালিবাগ – ২৬শে জুন ২০২১ইং)

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৩১

ঈশান মাহমুদ বলেছেন: এই জন্যই আমি কুনু ক্রেডিট কার্ড ব্যবহার করি না। আমার মার্কেটেও যেতে হয় না।
তাই বলে বউকে কিন্তু কম ভালোবাসি না। ;)

০২ রা জুলাই, ২০২১ রাত ৮:৫১

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা...

২| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:০২

হাবিব বলেছেন: অমায়িক লেখা.... অমায়িক সত্য। ভালো থাকবেন সবসময়। ভালো থাকতেও আজকাল ক্রেডিট কার্ড লাগে।

০২ রা জুলাই, ২০২১ রাত ৮:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, টাকা ছাড়া সব অচল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.