![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
গতকালের বাজার দর, অনেক জিনিষ কেনা হয় নাই ফলে দাম জিজ্ঞেস করি নাই, যা কিনেছি তার দাম জানাচ্ছি। আবার পরিমানের তুলনাও কম কিনেছি!
ময়দা - ৭০ টাকা কেজি
আটা - ৬০ টাকা কেজি
ডানো দুধ - ৭০০ টাকা কেজি
চা পাতা তাজা - ২০০ টাকা (৩৫০ গ্রাম, আগে প্যাকেটে ৪০০ গ্রাম ছিলো, কমিয়েছে মনে হয়), কেজি হিসাব বের করতে ক্যাল্কুলেটর লাগবে)
হলুদ গুড়া - ৫৫০ টাকা কেজি (২০০ গ্রামের প্যাকেট ১১০টাকা)
মরিচ গুড়া - ৮৫০ টাকা কেজি (২০০ গ্রামের প্যাকেট ১৭০টাকা)
ধনিয়া - ৫৫০ টাকা কেজি (২০০ গ্রামের প্যাকেট ১১০টাকা)
চিনি - ১৩৫ টাকা কেজি
লবন - ৪০ টাকা কেজি
লাক্স সাবান, মাঝারি - ৬০ টাকা পিস
ভিম্বার, ছোট - ১৫ টাকা পিস
হারপিক, বোতল - ১৬০ টাকা
হুইল পাউডার - ১৫০ টাকা কেজি
মুশরী ডাল - ১৪০ টাকা কেজি
ছোলা ডাল - ১০০ টাকা কেজি
পেয়াজ - ৮৫ টাকা কেজি
আদা - ২৬০ টাকা কেজি
রসুন - ২৪০ টাকা কেজি
পোলাউ চাল খোলা - ১৪০ টাকা (প্যাকেট ১৬৫ কেজির কম নাই)
মুগ ডাল - ১৪০ টাকা কেজি
(স্লিপের অনেক দাম কেজিতে নিয়ে আসছি)
০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, চোখের ভুল, ২ প্যাকেট মানে দুই কেজি ৮০ টাকা ছিল, কেজি ৪০টাকা। ঠিক করে দিলাম।
২| ০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৬
সোনাগাজী বলেছেন:
আপনার পরিবারের জন্য আপনি প্রতি সপ্তাহে কত টাকার বাজার করেন?
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০০
সাহাদাত উদরাজী বলেছেন: ভয়াবহ প্রশ্ন। আগে ১৫ হাজারে সারা মাস যেত, এখন ৩০ হাজারের বেশি।
৩| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: নিঃসন্দেহে অত্যধিক মূল্যবৃদ্ধ ি বলতেই হবে।
আমি আমার কলকাতার পার্শ্ববর্তী এলাকার বাজার দর কিছুটা তুলে ধরছি-
ময়দা চল্লিশ টাকা কেজি প্রতি
আটটা চল্লিশ টাকা
আমুলিয়া বা আমুল 500 গ্রাম 195 টাকা
লিকার চা পাতা 300 400 500 টাকা কেজি দরেও যেমন আছে আবার দার্জিলিং মকাইবাড়ি 3000 টাকা কেজি দরেও আছে।
দুধ চা পাতা আমি নিই 200গ্রাম 100টাকা
হলুদ গুঁড়ো আড়াইশো 70 টাকা
মরিচ লাস্ট কবে কিনেছি মনে করতে পারি না ছাদে হয়
চিনি এক কেজি 45 টাকা
টাটা লবণ এক কেজি কুড়ি টাকা
সাবানের দাম ঠিক আছে
ছোলার ডাল ঠিক আছে
মসুর ডাল 90 টাকা
সোনামুখ 180টাকা
পেঁয়াজ 40 টাকা কেজি
আদা আড়াইশো টাকা কেজি পুরানো
রসুন 200 টাকা কেজি
ইন্ডিয়া গেট বা বাসমতির দাম কোয়ালিটি অনুযায়ী 90 টাকা থেকে 160/70 টাকা পর্যন্ত আছে
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০২
সাহাদাত উদরাজী বলেছেন: চমৎকার ধারনা পেলাম।
৪| ১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: আগে পাঁচ হাজার টাকা দিয়ে যতটুকু বাজার করতাম। এখন ততটুকু বাজার করতে দশ হাজার টাকা লাগে।
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, এখন আগের তুলনায় দ্বিগুন। আমি সব সময়েই বাজার করি, আমি জানি।
৫| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উপরের মন্তব্যটি মুছে দিন।
আটার দাম কমেছে।
এখন যে কোন কোম্পানীর আটা ২ কেজির প্যাকেট ১০০ টাকা মাত্র।
আমি এদামেই কিনেছি।
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৭
সাহাদাত উদরাজী বলেছেন: আটা ময়দার দাম সারা দুনিয়াতে কমেছে, এর সাথে উতপন্ন প্রোডাক্ট রুটি ব্রেডসব কিছুর দাম কমেছে। আমাদের এখানে কমে নাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৪
বুড়া ভাম বলেছেন: লবণের দাম লিখতে ভুল হয়েছে । আর আটার দাম মনে হয় কিছুটা বেশি নিছে । আমি কাল ৫ কেজি আটা ২০০ টাকা দিয়া কিনেছি ।