|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী
	[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে আগামীকাল রোববার সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। (এই মাত্র দৈনিক মানব জমিনের লিড নিউজ)
  
 
খবরের লিঙ্কঃ এখানে। view this link
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৬:৫৭
০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৬:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: এর জবাব দেয়া কঠিন আবার সহজ! এখনো বিশ্বাস করি, হতেও পারে।
২|  ০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৬:২৬
০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৬:২৬
সোনাগাজী বলেছেন: 
আপনি ছাত্দের দাবীর সাথে আর ১টা দাবী যোগ করে দিতে পারবেন? পারলে যোগ করে দেন," ট্রাম্প যেন ভোটে দাঁড়াতে না পারে"!
  ০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৬:৫৮
০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৬:৫৮
সাহাদাত উদরাজী বলেছেন: আপনার মাথায় আর মাল নাই, গু হয়ে গেছে। এবার অফ যান, বিদেশ থাকেন, ভাল থাকেন, অহেতুক নানান চিন্তা করবেন না।
৩|  ০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৭:০১
০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৭:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সরকারও ছাত্রদের আন্দোলনকে প্রথম দিকে অগ্রাহ্য করেছে, কোনো গুরুত্ব দেয় নি। তার ফল আজকের এই রক্তগঙ্গা। আমাদের কিছু ব্লগারও এখনো ব্যাপারটা সেরকমই ভাবছেন। সরেজমিনে দেখা সম্ভব না হলে তাদের উচিত মিডিয়ায় চোখ রাখা। সারাদেশ টগবগ করে ফুটছে। প্রতিটা কনফারেন্সে শেখ হাসিনা এখন ছাত্রদের আলোচনার জন্য ডাকছেন, আর ছাত্রদের সাথে এখন যোগ হয়েছে সিংহভাগ জনগণ। দেশের প্রতিটা সেক্টর এখন এই আন্দোলনে একাত্ম হচ্ছে। 
অতি শীঘ্রই সমঝোতা না হলে দেশের অবস্থা খুবই ভয়াবহ হতে যাচ্ছে।
৪|  ০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৭:১৭
০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৭:১৭
ডার্ক  ম্যান বলেছেন: পতন হলে কে আসবে? নিশ্চয়ই ভালো কিছু হবে না। তখন হয়তো বলবে, শেখ হাসিনাই ভালো ছিলো। 
আন্দোলনে মানুষের অংশগ্রহণ বাড়ছে। তবে সরকারের পতন হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ।  
এক দফা ঘোষণা করে এরা বিষয়টা পুরোপুরি জটিল করে তুলেছে।  সরকার সমর্থকরা মাঠে নামলে সংঘর্ষ অনিবার্য। 
এই সুযোগে জরুরি অবস্থা জারি হতে পারে। ভারত তার সর্বশক্তি নিয়োগ করবে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। 
আর শেখ হাসিনাকে যদি সরেও যেতে হয় তবে আমার হয় তা হবে সাময়িক সময়ের জন্য।  আর সেটা হবে ভারতের সম্মতিতে। 
নতুন নির্বাচন হলে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।
৫|  ০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৭:৪৬
০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৭:৪৬
সোনাগাজী বলেছেন: 
আমার মাথার এই অবস্হা? নুর বয়াতীর খিঁচুড়ী খেলে যা হয় আর কি!
আমাদের মাথা খাটাতে হবে, আমরা আজীবন ভারতে সামনে থাকার পর, এই বছর কি করে ভারত আমাদের সামনে চলে গেলো!
unction at() {
    [native code]
}
unction at() {
    [native code]
}
৬|  ০৩ রা আগস্ট, ২০২৪  রাত ৮:২৫
০৩ রা আগস্ট, ২০২৪  রাত ৮:২৫
কামাল১৮ বলেছেন: প্রধানমন্ত্রী কে হবে ঠিক করেছে?
  ০৩ রা আগস্ট, ২০২৪  রাত ১১:৩৪
০৩ রা আগস্ট, ২০২৪  রাত ১১:৩৪
সাহাদাত উদরাজী বলেছেন: এইসব চেয়ার এমন যে, আপনাকে বসিয়ে দিলে আপনিও পারবেন, দুই দিন পরে আপনার চেহারাতেও সেই ভাব এসে যাবে। হয়ত এখনো তার নাম কেহ জানে না, এসে পড়বেই। দুনিয়াতে কোন চেয়ার কারো জন্য খালি থাকে না!
৭|  ০৪ ঠা আগস্ট, ২০২৪  রাত ১২:৩৩
০৪ ঠা আগস্ট, ২০২৪  রাত ১২:৩৩
আদিত্য ০১ বলেছেন: কাল আওয়ামীলীগ মাঠে নামবে, ইন্টারনেট সচল, কারফিউ শিথিল এক কথায়, কাল ভইয়ানক পরস্থিতি হবে, আন্দোলনকারীদের উচিত ছিলো আলোচনায় বসার, যেহেতু তারা ৯ দফা দিয়েছে, আলোচনায় বসে ৯দফার জোর দিয়ে সরকারকে সময় দিতে পারতো, যাইহোক এই আন্দোলনের চালিকা শক্তি যে কোথা থেকে আসছে, সেটা বুঝাই যাচ্ছে আর আন্দোলন সমন্বয়কারীরা মন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর
মাঝখান থেকে সাধারন মানুসে জানমালের ক্ষতি হবে খুব।
অনেকগুলো প্রাণ গেছে, তাই বলে বিএনপির মত ১ দফা দিয়েছে, আরও রক্তক্ষয়ি সংঘাত হোক, তাইতো, তার মানে কি শান্তি কেউ চায় না
এই যুগে এইসব অসহযোগ দেওয়ার মানে নাই, ভাই আমার কাধে আমার পরিবারের দায়ীত্ব আছে, অসহযোগ দিয়ে কি এমন হবে, যারা অসহযোগ ডাকছে, তারা ছাত্র, তাদের উপর এখনও পরিবারে দায়ীত্ব আসে নাই, বুঝবেনা, আবেগ আর হুজুগে জিবন চলে না
যাইহোক আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৬:২৩
০৩ রা আগস্ট, ২০২৪  সন্ধ্যা  ৬:২৩
ডার্ক ম্যান বলেছেন: আপনি কি মনে করেন এরা সরকারের পতন ঘটিয়ে দিবে?