নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

এখনো \'মরন কামড়\' বাকী! :(

০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১১:১৩

ছাত্রছাত্রীদের সাহস দেখে সত্যই অবাক হতে হয়, গতকাল আমি হেঁটে মালিবাগ থেকে মধ্যবাড্ডা যেতে যেতে যা যা দেখলাম তাতে বুকে অনেক সাহস এল। এই প্রজন্মকে আমরা অনেকেই মনে করতাম ওরা শুধু মোবাইলে গেইম খেলে, সিনেমা দেখে ইত্যাদি ইত্যাদি। এরা প্রযুক্তির সুবাদে জানে না এমন কিছু নেই। তারা একটা সুশাসনের দেশ চায়, এটা আমার কাছে পরিস্কার হয়েছে।

শিক্ষকদের ভুমিকা অসাধারন ছিল। কয়েকজন শিক্ষিকা একদম বাজিমাত, আমরা যা ভেবে বসেছিলাম তা নয়, শিক্ষকেরা জাতির বিবেক, কথাটা আবার কাজে লাগলো। তবে ফাঁকে শিক্ষকেরা তাদের আন্দোলনের বিজয় পেয়েছেন, সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমই বাতিল করতে সরকার বাধ্য হল, এখানে সরকার বেশ বুদ্ধি খাটিয়েছে। হা হা হা...

আইনজীবীরাও বাজিমাত করেছেন, গেইম চেইঞ্জে বিশাল ভুমিকা রেখেছেন!

নারী অভিবাবকদের দেখেও আমি আশ্চর্য্য হয়েছি, উনারা বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ুয়া ছেলে মেয়েদের সাথে নিয়ে এসেছেন, তাদের স্লোগান দেয়া দূর থেকে দেখছেন, এটাও চমৎকার দিক!

আর বাকী থাকে প্রবাসী, প্রবাসীরাও একেকজন হিরো এই আন্দোলনে! আমাদের মত বুড়ো আমজনতা রিক্সাচালক ভাইদের কাছেও পরাজিত! রিক্সাচালক ভাইরাও অনেক জ্ঞান রাখেন বলে বুঝেছি। চলতি পথে আমি অনেক রিক্সাচালক ভাইদের সাথে কথা বাড়িয়ে দেখেছি, তারাও পরিবর্তন চায়।

অনলাইনে কিছু সেইঝাউরা লাল করলেও অন্তরে বেশ কষ্টে আছে বলে বুঝা যাচ্ছে। এদের মুল প্রশ্ন, এর পরে কে আসবে? বিকল্প কে? বিকল্প নিয়ে আগেও লিখেছি, দুনিয়ার কোন চেয়ারই খালি থাকে না, যার ভাগ্যে চেয়ার থাকে সেই এসে যাবে এবং চেয়ারে বসলে সেইই পারবে। কয়েকদিন পরে সেই অখ্যাতই বিখ্যাত হয়ে উঠবে, চেহারায় তেল আসবে!

আরেক কঠিঞ্ঝাউরা শ্রেনী আছে, যারা এখন বলে বেড়াচ্ছে বি/এন/পি আসবে, এই হারামীদের জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, এটা কি করে সম্ভব? নির্বাচনে জেতা ছাড়া এদের কি কেহ মেনে নিবে, এরা যদি আসে (যা অকল্পনীয়) তবে এমন আরো আন্দোলন হবেই এবং ক্ষমতা এরা কি করে ছিনিয়ে নিবে, দুনিয়া কি এত সহজ! নির্বাচন হলে, ভোটাধীকার নিশ্চিত হলে যদি বর্তমানে এরা (আ/লীগ) বা ওরা (বি/এন/পি) যেই আসুক মানতে অসুবিধা কি! তবে সুশাসন না দেখাতে পারলে আবারো খেলা হবে!

সর্বশেষ, একটা কথা মনে হচ্ছে, অনলাইনে অনেকেই দেখছি যারা মনে করছেন, হয়ে গেছে, আমার কাছে তা মনে হচ্ছে না, এখনো 'মরন কামড়' বাকী, আমি সেই কামড়ের ভয়ে আছি! এখনো পথ অনেক দূর, ফলে ছাত্রছাত্রীরা এখনো যেভাবে ভাবছে, আমাদেরও উচিত তাদের সায় দেয়া, নুতন বাংলাদেশ গড়াতে তারা যা চিন্তা করছে তাতেই আমাদের মত দেয়া!

নয়াপল্টন, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৭

এস.এম.সাগর বলেছেন: বাস্তব সম্মত কথা জনাব, সহমত।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৫

রানার ব্লগ বলেছেন: নতুন কিছু গড়তে গেলে কিছু ভাংতে হয়। কিন্তু দেখবেন ভাংতে গিয়ে নিজেদের পিলার গুলো না ভেংগে ফেলি।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনাকে আবার বিপদে ফেলতে পারে "সাধারণ ছাত্ররা"; লো-প্রোফাইলে থাকেন, না;হয় সরকার প্রধান করে দিতে পারে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৮

আমি সাজিদ বলেছেন: সোনাগাজী সিনিয়র মানুষ। পাগলা কিসিমের। স্ব ঘোষিত মুক্তিযোদ্ধা। শিপ পালিয়ে আমেরিকা যাওয়া মাল। তবুও সিনিয়র। একটু সাবধানে থাকেন, বাঙালি কমিউনিটিতে যদি গালগল্প করতে যান, এই বয়সে কিল টিল না খেয়ে বসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.