নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

সকালের চিন্তা, নয়াপল্টন, ১১ ডিসেম্বর ২০২৪ইং

১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৭

কোথায় থামতে হবে এবং কোথায় আবার দৌড়াতে হবে, এটা জানা সকলের জীবনের জন্য জরুরী। আমি এবং আমরা অনেকে অনেক পড়াশুনা করেও তা বুঝি না বা বুঝতে চাই না! সব কিছুর শেষ আছে, সেই পরিণতিতে আমাদের যেতেই হবে, তবে কোথায় থামলে বা দৌড়ালে শেষ গন্তব্যে একটু পরে যাওয়া হবে সেটা জরুরী!

এই ধরেন শেখ হাসিনার শাসন দেখে আমি আমরা হুজুর কবিরাজ সহ অনেকেই বার বার বলেছি, আপনার অবস্থা কিন্তু ভাল না, আপনি থামেন নাইলে পালাতে হবে, ভাল সুশাসনের দিকে যান, তিনি কোন কথাই শুনেন নাই, জনগণ এটা বললে তিনি সেটা বলে দিয়েছেন মুখের উপর, জনগণ বলছে বেগুণের দাম কমান তিনি বলেছেন কুমড়ার বেগুনী বানান। তার কথায় আচরণে এটা পরিস্কার সবাই বুঝে গেলেও তিনি নিজে বুঝেন নাই, থেমে পিছে ফিরে দেখেন না! ফলাফল তো হাতে নাতে সবাই দেখেছি! তার বিদেশে বসে এখনকার আচরণও ভয়াবহ, এবং তার এই আচরণের জন্য হয়ত আরো বড় পরিনতি অপেক্ষা করছে!

এবার আসি বিএনপির আচরণে, ৫ আগষ্টের আগের দিনেও যদি নিরপেক্ষ ভোট হত তবে বিএনপি সারা দেশে ২৫০ আসন পেয়েই যেত, ল্যাংড়া লুলা দাঁড়া করালেও! আর এখন, আওয়ামী লীগ মাঠে না থাকলেও ১০০ আসন পাবে কিনা আমি নিশ্চিত নই, ভোট সুষ্টু হলে এলাকা ভিত্তিক স্বতন্ত্র প্রার্থীরাই বিজয়ী হবে যাবে। বিএনপির যেখানে থেমে নিজের নেতা কর্মীদের অবিচারের প্রতি দৃঢ় থাকতে পারত, সেখান থেকে বের হয়ে তারা এখনই আওয়ামী লীগের লেজুড় ধরে ক্ষমতায় যেতে চাইছে, এরা এখনো বুঝতে চাইছে না, লীগ প্রাণ ফিরে পেলে এদেরই বুকে উঠে বসবে আবার!

জামাত একটা মুনাফেক দল, এদের নিয়ে কথা না বলাই ভাল, অহেতুক এবং সময় নষ্ট! না ঘরকা না ঘটকা! এদের কোন অনুশোচনাই নেই, নিজ দলের নেতা ব্যাক্তিদের ফাঁসি হয়ে গেল, অথচ এদের শরীরে জোস, নানান প্রতিষ্ঠানের ইনভেষ্ট আবার তাদের ঘরে যাবে, আলীশান কারবার হবে! আমীরের চেহারায় কি তেল জমেছে!

হা হা হা! বাদ বাকী থাকে আমাদের মি পিনাকী দাদা ও মি ইলিয়াস ভাই বা এমন ভিডিও ব্লগার, এক্টিভিষ্ট বা সাংবাদিক! এদের আন্দোলনে বিজয়ী হবার পরেই থেমে যাওয়া উচিত ছিল, এরা সেই পর্যন্তই জাতীয় বীর! এর পরে সরকার গঠন হবার পরে জাতির জন্য নুতন রাস্তায় এদের নুতন আগমন দরকার ছিলো, অথচ কে কাকে খুঁচিয়ে রক্তাক্ত করবে, সেটা নিয়ে ব্যস্ত। স্বৈরাচার হাটানোয় ইতিহাস লিখলে এদের অবদান অনেক, কিন্তু এর পরে থামতে না জানার কারনে এরা এখন আবর্জনায় চলে যাচ্ছে!

এমনি আরো অনেক উদাহরণ দেয়া যায়, বর্তমান সরকার নিয়ে অনেক বলা যায়, যদিও এদের নিয়ে এখনো বলা উচিত নয়, তবে মনে হচ্ছে সেই মরন দিকের যাত্রায় তারাও যাচ্ছে! এক সময়ে লিখবো, তবে একটা কথা বার বার মনে হয়, এরা কাজের প্রায়রিটি লিষ্ট বুঝতে পারছে না, জনগণ/জনতা এখনো সাথে আছে, তবে মুখ ফেরাতেও কিন্তু সময় নিবে না!

শেষ, এতদুর পড়ার জন্য ধন্যবাদ, যারা অনলাইনের ওয়ালে লালের ভিতরে 'জয়বাংলা' লিখে আনন্দ অনুভব করছেন, আমার ধারনা, আপনারাও থামার বিষয়টা বুঝতে পারছেন না, সামান্য লজ্জা বা বিবেক কাজ করলে এখন অন্তত চুপ থাকা উচিত! জাতিকে এগিয়ে যেতে দিন, সুশাসনের চেষ্টা অন্তত যেন ভাঁটা না পড়ে, সেই কপালে ফিরে যেতে চাইছেন কেন? আপনাদের দেখেও মনে হয় চেষ্টায় আছে্ন কখন চুরি করবেন, কখন ধর্ষনে নামবেন।

(মাইন্ড না করে আবার ভেবে দেখুন, আপনার ভুমিকা কি!) :(

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

বাকপ্রবাস বলেছেন: সুন্দর উপলব্ধি। কোথাও দ্বিমত করার জায়গা পাইনি। হয়তো আপনি আমি আমরা একটা শ্রেণী কোথাও বিবেক বন্ধক দেইনি বলে এমন নিরপেক্ষ চিন্তা করতে পারি, বিবেকটা বন্ধক হলেই কিন্তু টিন্তু বলে অন্যদিকে নিয়ে যায়।

বর্তমান সমস্যাগুলোর একটা কারণ হচ্ছে, এতোবড় একটা বিপ্লব হয়ে যাবে কেউ ভাবেনি, তায় বিপ্লব পরবর্তী পরিস্থিতির জন্য কারো কোন হোমওয়ার্ক ছিলনা, এই না থাকার ফলে প্রতিটা জায়গায় সবাই সবাইকে সন্দেহ করছে, এমনও হচ্ছে একই ব্যাক্তিকে দুইপক্ষই অযোগ্য এবং সড়যন্ত্রকারী হিসেব চিহ্নিত করছে।

২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির লংমার্চ আসলে শোডাউন! তারেকের কিছু বুদ্ধি হয়েছে।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৮

রানার ব্লগ বলেছেন: জয় বাংলা লিখতে বিবেক কে কেন জাগ্রত করতে হবে বা লজ্জা পেতে হবে? জয়বাংলা শব্দটা আওমিলীগ আনে নাই উহা গনমানুষের স্লোগান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.