নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
সকালের দুটি ঘটনা!
১/
এক্সিম ব্যাংকে একজন একটা চেক দিয়েছিল, টাকা তুলতে গেলাম শান্তিনগর শাখায়, বেশ বড় স্পেস কিন্তু পুরাই ফাঁকা, কাষ্টমার আমি একাই, ৬০ হাজারের চেক কাউন্টারে দেয়ার পরে একজন একেক দিকে চায়, হিজাব পরা ক্যাশিয়ার কয়েকজন, আবার আমার দিকেও, আমাদের সবার হাসি মুখ, মুচকি হাসি! কাউন্টার থেকে বলা হল, মতিঝিলের বড় বাঞ্চে যান আবার আমার হাসি দেখে মনে হয় দয়া হল! আমাকে সহকারী ম্যনেজারের কাছে নিয়ে গেল, উনারা সালাম দিয়ে হাসি মুখে বললাম, টাকাটা দিন, দরকার, প্রবাসীর স্ত্রীর একাউন্ট আপনাদের কাছে, তার অনেক টাকা জমা আছে! বেচারার মাথা নিচু করে বসে আছে, আমার দিকে তাকাতেই আমি হেসে দিলাম! দুইজনেই হাসছি! এক সময়ে প্রতিদিনের হাজার হাজার কাষ্টমারে গায়ে গায়ে ধাক্কা লাগত!
এই যে ব্যাংক গুলো যারা নষ্ট করলো, এদের পরিচালনা পরিষদে যারা ছিলো, যারা এই ব্যাংক গুলোর মালিক, যাদের এখনো হাজার হাজার কোটি টাকা আছে, যারা লোন নিয়ে ব্যাংক শুন্য বানালো, বিদেশে পাচার করলো, তাদের কি কিছু করা যায় না! অন্তত এই শু/য়ো/র/গু/লো ধরে ধরে কি রাস্তায় ল্যাংটা করে রাখা যায় না!
২/
সকালের নাস্তা না করার কারনে সাড়ে ১১টার দিকেই আমার সেই সাজিদা খাবার ঘরে গেলাম, উদ্দেশ্য একবারেই দুপুরের খাবার খেয়ে অফিসে উঠে পড়ি যেন দুপুরে আর নামতে না হয়! না, তখনো দুপুরের খাবারের ভাত আসে নাই, বারটা সাড়ে বারটার দিকে সব আসে! কি করা ভাবতেই এক ছোটু এসে বলল, খুছুড়ি আর ডিম খান, সকালের নাস্তার জন্য বানানো! আমি রাজী হয়ে গেলে খাবার এল, খিচুড়ি কিছুটা গরম আছে, ডিম একদম ঠান্ডা, মনে হয় মাইনাস ডিগ্রীতে পড়ছে হতভাগা!
খাবারের মাঝামাঝিতে আরেক ছোটু এসে জানালো, গতকাল এক জোড়া ছেলে মেয়ে এসে খেয়েছে, তারা নাকি আমার পোষ্ট দেখে খেতে এসেছিল, ওদের আমার পোষ্টের কথা বলেছিল, আমার কথা জিজ্ঞেস করেছিল! আরো জিজ্ঞেস করাতে জানালো, কয়েক পদের ভর্তা ও গরুর গোস্ত খেয়েছিলেন উনারা!
উপসংহার - দুনিয়া সুন্দর, তবে কিছু মারাত্বক অর্থলোভীর জন্য অনেকের ভাগ্য নষ্ট হচ্ছে! আমার খুব জানতে ইচ্ছা হয়, এই যে ব্যাংক থেকে হাজার কোটি নানাভাবে নিজের করে নিল, লোনের নামে চুরি করল, নানান পথে প্রতিদিন কোটি কোটি টাকা কামালো, আচ্ছা এরা কি ধোঁয়া উঠা এক প্লেট ভাত, সাথে ভর্তা ভাঁজি ঝাল ঝাল এক বাটি গরুর গোশত খেতে পারে!
১৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬
সাহাদাত উদরাজী বলেছেন: অবাক হতে হয়, এখনো ওদের একটা লোক ক্ষমা চায় নাই বা এখনো দাঁত কেলায়! আফসোস।
২| ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৮
নতুন বলেছেন: সাইকোপ্যাথেরা মানুষের জন্য কিছু অনুভব করেনা।
আফসোসলীগের কথা শুনে অবাক লাগে, একটু অনুসুচনা তাদের নাই। তারা মনে করছে পাকিস্থানী ষড়যন্তে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ২০০০ মানুষ মরেছে তাদের দোষে।
৩| ২০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: আসলে দরিদ্র দেশে জন্ম নিলে অনেক কিছু সহ্য করতে হয়।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: এখনও পর্যন্ত মনে হয় এই সরকার একটারও বিচার করতে পারেনি।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:০৭
আলামিন১০৪ বলেছেন: এক্মিম ব্যাংকের বোধ হয় এত খারাপ অবস্থা না..আপনি একটা দরখাস্ত সহকারে RTGS করুন, ৩ দিনের মধ্যে টাকা না গেলে, বাংলাদেশ ব্যাংকে দরখাস্তের received কপি সহ Complain করার হুমকি দেন, আশা করি কাজ হয়ে যাবে
৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫
সোহানী বলেছেন: কঠিন কাজ হলেও সম্ভব এইসব চোরদেরকে ধরা। অন্তত কানাডা সাহায্যের হাত বাড়াবে বলেই মনে করি।
কিন্তু দেশের এতো সমস্যার মাঝে কোনদিকে তাকাবে বর্তমান সরকার!!
৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫৭
flagstaffsavior বলেছেন: it seems this government has not been able to prosecute a single one. @geometry dash
৮| ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৮
সাহাদাত উদরাজী বলেছেন: পোষ্ট খানা নির্বাচিত হয়েছে বলে খুশি হলাম।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা? এরা সবাই আওয়ামীলীগার। এখনো আওয়ামীলীগাররা বিশ্বাস করেনা যে তারাই এগুলো করেছে।
এখানেও অনেক হায়েনা আছে তাদেরকে বলে দেখেন কী বলে? এই হায়েনারা এখনো স্বীকার করেনা যে, ওরা দেশ ধ্বংস করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে ওরা ২ হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে।