নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আজকের বাজার দর, ১৬/০১/২০২৫ইং

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৫

বাজারে এখন অনেক কিছুর দাম সর্বনিম্ন। একটু আগে বাজারে গিয়েছিলাম, অফিস ফেরার পথে, আগামী কাল অফিস বন্ধ, শুক্রবার, সকালে একটূ বেশী ঘুমানোর লোভে ভাবলাম, এখুনি কিনে ফেলি। বাজারের স্থানঃ মালিবাগ রেললাইনের ধারের কাঁচা বাজার, এই বাজার কয়েকদিন আগে দেখলাম রেল কৃর্তপক্ষ ভেঙ্গে দিয়েছে, আজ দেখলাম আবার নুতন যৌবন নিয়ে সবাই ডালা সাজিয়ে বসেছে!

- নুতন আলু কেজি ৩০/- টাকা।
- দেশি পেঁয়াজ ভালটা কেজি ৫০/- টাকা, একটু কাঁচা ৪৫/- টাকা, ইন্ডিয়ান জিজ্ঞেস করি নাই।
- শাক, আঁটি ১০/-টাকা প্রায় লাল শাক, কলমি, ইত্যাদি!, তবে কুমড়া/লাউ ২০/-টাকা
- সব্জিও নিন্ম দামে, ফুল কপি বড় ২৫/-টাকা, বাঁধা কপি ২৫/-টাকা, সাইজে ছোট হলে আরো কম। ব্রকলী পিস ৩০/-থেকে শুরু। বেশ আইটেমের দাম জিজ্ঞেস করি নাই, কেনা হয় নাই বলে।
- টমেটো একদম চকচকে ভাল সাইজের গুলো কেজি ৪০/-টাকা, কাঁচা ৩০/-টাকা।
- রুই/কাতলা একদম জ্যন্ত ৩৫০/- কেজি, মৃত্য ৩২০/-কেজি
- চিংড়ি ৭০০/- টাকা কেজি, সাইজ ভেদে
- অন্যান্ন মাছ আগের দামেই, মাছের দাম মোটামুটি গত এক বছর একই আছে বলে মনে হচ্ছে। তবে সামুদ্রিক মাছ এখন আমার কাছে সস্তাই মনে হয়, নানান পদের সামুদ্রিক মাছ ১৮০/-টাকা থেকে ২৫০/-টাকা দেখলাম, আমি কিনি নাই কারন বাসায় কেহ খেতে চায় না।
- ডিম, ডজন ১৪০টাকা
- ফার্মের মুরগী কেজি ১৯০টাকা
- গরুর গোশত কেজি কোথায়ও দেখি ৭০০টাকা, আবার অন্য দোকানে ৭৫০টাকা।

যাই হোক, সবাই মিলে কিছু না কিছু কিনুন, আগামীতে যেন আফসোস না হয়। আগামীতে যে দ্রব্যের দাম বেশী হবে তা কেনা বন্ধ বা ব্যবহার কম করবেন। ফসলাদির উৎপাদনে আমাদের কৃষক ভাইবোনদের এগিয়ে রাখুন।

যদিও ফসল পুরাই উপরওয়ালার দান, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। যেমন আমি দেখেছি এক বাড়ির একটা চোঙ্গা কাঁঠাল গাছে ১২০টা কাঁঠাল, পাশের বাড়ির ১০টা গাছেও একটা কাঁঠাল নেই! এটাই উপরওয়ালার ব্যবস্থাপনা, আমাদের যে কোন পরিস্থিতিতে বিশ্বাস নিয়েই বেঁচে থাকা দরকার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: শাক-সবজির দাম অনেক কমেছে।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: প্রতি বছর এই সময়টায় সবজির দাম কিছুটা কমে।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাল কাচামরিচ কিনলাম কেজি ৩০ টাকা।
যত্নের সহিত গাছ থেকে সংগ্রহ করলে ১ কেজির সংগ্রহ খরচই হওয়ার কথা ৩০ টাকা।
বর্তমান সকল সব্জীর বাজার মুল্যে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ সরকারকে সিজনাল সব্জি রপ্তানির দিকে নজর দেয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.