| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহাদাত উদরাজী
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
কিছুক্ষন আগে বাংলাদেশ ইন্ডিয়ার ফুটবল খেলার হাইলাইটস দেখলাম। শতভাগ বাংলাদেশের জেতার ম্যাচ ড্র করে ফিরলো, সেইম! তবে একজন সাধারন দর্শক হিসাবে কয়েকটা পয়েন্ট চোখে পড়লো।
১। বাংলাদেশের প্লেয়ারেরা একসাথে প্যাক্ট্রিস করেছে এমন মনে হল না, অন্তত এমন ম্যাচ খেলার আগে ১৫দিন একসাথে সবার মাঠে খেলা দরকার ছিলো, এতে প্লেয়ারদের বন্ডিং ভাল হত, এই বন্ডিং মাঠে দেখা যায় নাই।
২। মি হামজা একা গোল করে দিবে, আমরা জিতে যাব এই চিন্তা বাদ দেয়া দরকার। মি হামজা বেষ্ট প্লেয়ার নিঃসন্দেহে, তবে বাকীদেরও ভাল করতেই হবে, মি হামজার সাথে তাল না মিলাতে পারলে গোল হবে কি করে। তার কর্নার কিক গুলো অসাধারন, ফিজিক্যাল ফিটনেস ভারতীয়দের তুলনায় ভাল।
৩। আমাদের পরীক্ষিত প্লেয়ার মি জামাল ভূইয়াকে কেন খেলানো হল না, তার ব্যাখ্যা কোথায়ও খুঁজে পেলাম না। মি জামালকে যে কোন মুল্যে মাঠে খেলানো দরকার ছিলো। মি জামাল ভূইয়া আমাদের রিয়েল হিরো এবং যে কোন দলের জন্য তিনি ভীতিকর, তাকে মাঠে রাখলে প্রতিপক্ষ মানসিকভাবে হলেও কিছুটা কাইত হত।
৪। আমাদের বেশির ভাগ প্লেয়ারের বল রিসিভিং এবং পাসিং ক্যাপাবেলিটি খুব দূর্বল, এদের প্যাক্টিস তেমন একটা করানো হয় বলে মনে হল না!
৫। ভারতের দল সার্বিকভাবে আমাদের থেকে দূর্বল এবং চাপে ছিল বলে মনে হল, আমরা সুযোগ কাজে লাগাতে পারলাম না।
(সামনের ম্যাচ গুলোতে আশা করছি, ভাল প্যাক্ট্রিস করে মাঠে নামবে। বর্তমান ফুটবল ফেডারেশনের নির্বাচিত সভাপতি মি তাবিথ আউয়াল বলে অনেকেই দেখি তার নাম নিতে লজ্জা পায় বা তাকে দেখায় না। তবে তিনিও যে খুব একটা এক্টিভ তা বুঝা যাচ্ছে না, আমি কিছুক্ষন আগে বাফুফের ওয়েব সাইট দেখলাম, তিনি নিজে এই সাইট কখনো দেখেছেন বলে মনে হল না। ইন্ডিয়ার সাথে খেলা শেষের ২৪ ঘন্টা পার হবার পরেও সাইটে এই বিষয়ে কোন খবর বা ছবি নেই। আশা করি তিনি তার নাম উজ্জ্বল করবেন কর্মে এবং আরো কর্মমঠ হবেন, যাতে উনাকে সাংবাদিকেরা সব জায়গাতে প্রকাশ করেন।)
২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ২:১৮
সাহাদাত উদরাজী বলেছেন: কারে কে টাকা দিলো, জানা নেই। অহেতুক কথা না বলাই ভাল। সামু আমার কাছে শুরু থেকে যেমন এখনো তেমন।
২|
২৭ শে মার্চ, ২০২৫ ভোর ৬:০৪
বাকপ্রবাস বলেছেন: কোচ এবং সিন্ডিকেট এর প্রভাব প্রবল। আমি আশায় ছিলাম জামাল ভুইয়াকে পরে হলেও নামাবে মনে করে, কিন্তু নামায়নি। ফাহমিদুলকে আগেই বাদ দিল, অথচ তার অভাব হাড়েহাড়ে টের পেল সবাই।
২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ২:১৯
সাহাদাত উদরাজী বলেছেন: বুঝলাম না অনেক কিছুই, তবে অনেকে বলছে এটা নাকি বসুন্দরার কেরামতি। তারাই নাকি দল ঠিক করে দিয়েছে।
৩|
২৭ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: খেলা দেখেছি।
ড্র হয়ে গেলো। কমপক্ষে একটা গোল দেওয়া উচিৎ ছিলো।
২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২০
সাহাদাত উদরাজী বলেছেন: এটা অবশ্যই আমাদের জেতা ম্যাচ ছিলো।
৪|
২৭ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:১৮
নতুন বলেছেন: খেলার ২য় ভাগে বাংলাদেশ ড্র করার চিন্তায় খেলেছে বলে মনে হয়েছে। গোল করার তেমন চেস্টা করেনাই এবং সময় নস্ট করেছে।
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:২১
সাহাদাত উদরাজী বলেছেন: আমার কাছে অনুশীলনের ভরপুর অভাব মনে হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২৫ রাত ২:৫৯
রিফাত হোসেন বলেছেন: ভাল বলেছেন।
অফটপিক: লীগের পতনে সামু খুব চাঙ্গা! লীগ ভাল অর্থায়ন করছে নতুন জনপ্রিয়তার জন্য সব ধরনের প্লাটফর্মে।