নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

বিধির খেলাঃ ওরা মারছে একটা, যাচ্ছে ৫টা!

১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

(লেখাটা না পড়লেও ছবি গুলো দেখুন, টাকোমা ওয়াশিংটনের পাশেই একটা শহর এবং সেই শহরের কিছু রাস্তাঘাটের দৃশ্য) উন্নত দেশ/শহর বলে দাবী করা দুনিয়ার নানান শহরের দৃশ্য দেখলে আমার মনে অনেক প্রশ্ন জাগে! এত কথা প্রকাশ্য বলাও যায় না (এমনিতেই আমাকে মনে হয় না মেরিকা কখনো ভিসা দিবে! হা হা হা)। তবে তুলনা করলে আমার বার বার মনে হয়, দারিদ্রতার মধ্যে থেকেও আমরা এখনো অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের অল্প কিছু কথা জানাবো টাকোমা শহর নিয়ে।

টাকোমা শহর মেরিকার গ্লাস শহর হিসাবে পরিচিত, কারখানা ও বন্দর হিসাবেও পরিচিত এই উপশহর (ধরেন আমাদের ঢাকার পাশে মানিকগঞ্জ শহর, কল্পনার জন্য বললাম)। জনসংখ্যা দুই লক্ষ ত্রিশ হাজারের মত, এর প্রায় ৪৫% মানুষ ড্রাগ এডিক্টেড এবং মারিজুয়ানাতেই ৪২ শতাংশ আসক্ত। এরা এখন তেমন কাজ করতে পারে না, বলা চলে রাস্তা ঘাটেই পড়ে থাকে, যাদের আমরা হোম্লেস বলে থাকি! ফুটপাতেই এরা কোনভাবে মৃত্যুর অপেক্ষায় পড়ে আছে বলা চলে! এই শহরের মেয়র মিসেস ভিক্টোরিয়া, তিনি প্রায় ৮ বছরের মত এই শহরের মেয়র হয়ে আছেন (আমার মনে হয় না উনার কোন ভিশন আছে, আমাদের মি তাপসের মত আর কি)!

প্রশ্ন হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে বোমা বানিয়ে ফি/স্থিনি মানুষদের মেরে ফেলা হচ্ছে, তাদের নিশ্চিহ্ন করার যত প্রয়াস সবই আমরা দেখছি, কিন্তু এরা কি নিজেদের লোক নিয়ে একটুও ভাবছে না! ফিলি ১টা লোকের বিনিময়ে তাদের যে ৫টা লোক নেশা করে না খেয়ে রাস্তায় মৃত্যুর অপেক্ষা করছে এবং মরবেই, তা কি তাদের প্রশাসনের চোখে পড়ে না! ফিলি কয়টা লোক এযাবৎ বোমায় গুলিতে বিল্ডিং চাপা পড়ে মারা পড়ছে, তার চেয়ে হাজার গুণ বেশী মানুষ সারা দেশে এভাবেই আছে। মুসলিম হিসাবে আমার বার বার মনে হয়, এটাও হয়ত উপরওয়ালার বিশেষ বিচার!

এই বিষয়ে পিএইডি থিসিস লেখা যায়, এযাবৎ আমি যত ভিডিও দেখেছি তার অভিজ্ঞতা দিয়েই। আমাদের দেশের ধনী শু/য়/র গুলো টাকা পাচার করে এই সব দেশেই যাচ্ছে, কিন্তু নির্মমতা হচ্ছে, এদের ২ জেনারেশন পরেই এরা নিশ্চিত নির্বংশ হবেই, ৫ জেনারেশন পার হতে হবে না!



ঈষৎ পরিবর্তিত।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২৩

রিফাত হোসেন বলেছেন: :|

১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: এটাই বাস্তব।

২| ১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: এরা কামকাজ করে না। শুধু নেশা করে। এরা জাতির খারাপ সন্তান। সরকার এদের অনেক চেষ্টা করেছে, এদের লাইনে আনতে। কিন্তু তারা বেলাইনে চলতেই পছন্দ করে। এরকম নেশাগ্রস্ত এবং মূর্খ যাযাবর ও ভবঘুরে পৃথিবীর সব দেশেই আছে।

১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: এটাই তো বিধির খেলা! একটা শহরে আড়াই লাখ মানুষ, অর্ধেক নেশা করে, তা হলে বুঝেন অবস্থা।

৩| ১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: ইউটিউবে এদের নিয়ে অনেক ব্লগ আছে।
এদের দেখে আমি হতবাক!! উন্নত দেশে থাকে অথচ ওদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.