নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

মগজ-ধোলাই পর্ব!

১৩ ই জুন, ২০২৫ রাত ১:৪৮

মগজ-ধোলাই ১। গত বাংলাদেশ সিংগাপুর খেলার শুরুতে কয়েকজন শিল্পীর গানের পরে সম্ভবত ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাকে মঞ্চে ডাকা হয় এবং উপস্থাপিকা তাদের প্রশ্ন করেন। দূরে থাকায় এবং নামধাম মনে করতে পারছি না, তবে তিনি বলছিলেন ফুটবল বাঙ্গালীদের গর্বের, কিন্তু উপস্থাপিকা পরেই বললেন বাংলাদেশীদের গর্ব। এই লোক এখনো বাঙ্গালী বাংলাদেশী বিষয়টা বুঝতে পারছেন না বলেই মনে হল, আমাদের দলে এখন বাঙ্গালী ছাড়া দেশে বসবাস করা আরো অনেক জাতির প্লেয়ার খেলে! গত ১৫ বছরে আসলে সে ব্রেন ওয়াস হয়েছে!

মগজ-ধোলাই ২। আমার ১১ বছরের ছেলের জন্য আমাকে মাঠে যেতে হয়েছিল, আমি মাঠে এখন যে কোন খেলাধুলা দেখার যোগ্য নই, শরীর চোখ সহায়ক নয়! আমার ছেলের আগ্রহে গিয়েছি। যাই হোক, সে বিশ্ব ফুটবলের অনেক খবর রাখে, দেশের অনেক প্লেয়ারের নাম জানে, তবে খেয়াল করেছি সে যাবার পথে বার বার বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছিলো, আমি তাকে বললাম, এর নাম এখন ন্যাশ্ন্যাল ষ্টেডিয়াম। সে তার পরেও সেই বঙ্গবন্ধু ষ্টেডিয়াম বলছিলো, আসলে এর কারন যে শিক্ষায় এবং চোখে এই নামটাই দেখে আসছিলো, ফলে ব্রেন নুতন নাম নিচ্ছিলো না! অন্যদিকে আমাদের ব্রেন বঙ্গবন্ধু ষ্টেডিয়াম নিতে পারে না, আমি ১৯৮৫ সালে প্রথম এই ষ্টেডিয়ামে খেলা দেখি, তখন আমরা এর নাম দেখেছিলাম, ঢাকা ষ্টেডিয়াম, এবং এই নামেই আমরা এখনো চিনি।

প্রজন্মের কাছে বা দীর্ঘ সময় মিথ্যা বা ভুল ইতিহাস শেখালে সে তাই শিখে এবং সারা জীবন তাই মনে রাখে, এটাই ব্রেন ওয়াস মগজ-ধোলাই! শত অন্যায় করা বা খুনীকেও তখন ভাল লাগে, ব্রেন ওয়াসের পরে সত্য মিথ্যা খোজাও কঠিন হয়ে যায়।

*ব্লগেও এমন বিশ্রী মগজ ধোলাই আছে, যারা এখনো অসত্যের পথে দাঁড়ায়! বিবেকবান হলে অন্তত চুপ থাকা যায়!

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২৫ রাত ২:০৬

জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু ম্যাচটা তো হেরেই গেলো, তবে সিঙ্গারপুরও আমার প্রিয় দল, ভালো দলের কাছে হরেছে সমস্যা নেই।

১৩ ই জুন, ২০২৫ রাত ২:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: সিঙ্গাপুরের খেলা ভাল লেগেছে, দীর্ঘদিন একাত্রে প্যাক্টিস করেছে বলেই মনে হল, পাসিং সুন্দর ছিলো।

২| ১৩ ই জুন, ২০২৫ রাত ২:২৫

ফেনিক্স বলেছেন:



আপনার লেখা থেকে জানলাম যে, আপনারও মগজ আছে; এটা সুসংবাদ।

১৩ ই জুন, ২০২৫ রাত ২:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: খাপো, তুই আর আমার পোষ্টে কমেন্ট করিস না। তোর নাম শুনলেই মুতে ধরে, মগজ ধোলাইএর বড় উদাহরণ তুই!

৩| ১৩ ই জুন, ২০২৫ রাত ২:২৭

মোঃআনারুল ইসলাম বলেছেন: ব্লগে মন্তব্য করতে ভয় লাগে। সবাই লেগেই আছে কাকে কি উপাধি দেওয়া যায়। বর্তমান সময়ে খেয়াল করলে দেখবেন এত কিছু করছে বর্তমান সরকার তারপরও আগেই ভালো ছিলাম এই নীতিতেই অনেক ব্লগার চলছে, ক্যাচাল হবে বিবাদ তৈরি হবে, সম্পর্ক অনেক দিনের বিধায় অনেক কথাই বলি না। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন ভাই যারা আগে থেকেই একরোখা মনোভাব নিয়ে লীগের রাজনীতিতে বিশ্বাসী ছিল তারা কিন্তু এই কয়েক মাসে ভালো কিছু দেখতেই পারি না মনে করে ইউনুস সরকার দেশের ক্ষতি করছে, তাদেত পলাতক দেশের উন্নয়ন আর উন্নয়ন করে ভাসিয়ে দিয়েছে। যাইহোক সরকার সরকারের জায়গাতে বন্ধুত্ব বন্ধুত্ব জায়গাতে, পুরনো ব্লগার তার কিছু বলি না সবাই ভালো থাকেন এটা আশা করি।

১৩ ই জুন, ২০২৫ রাত ২:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: এই কারনে আমিও কারো পোষ্টে মন্তব্য করতে ১০০ বার চিন্তা করি, এই বয়সে এই সব লোড নিতে ইচ্ছা হয় না। উপরে দেখেন ফেনিক্সকে, এই হালা কিন্তু সেই হালা, লজ্জা শরমের বালাই নেই। এখনও নানা পোষ্ট গিয়ে সবাইকে বিশ্রী মন্তব্য করে, যুক্তি বা প্রাসঙ্গিক আলোচনার ধারে কাছেও নেই। অনেকের নাম দেখেও এড়িয়ে যাই, থাক বন্ধুত্ব থাক!

৪| ১৩ ই জুন, ২০২৫ রাত ২:৩৮

ফেনিক্স বলেছেন:



সুসংবাদ শুনে আপনাকে উৎসাহিত করার জন্য মন্তব্য করলাম; আমি আপনার সুবুদ্ধি কামনা করছি।

১৩ ই জুন, ২০২৫ রাত ২:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: তোর মন্তব্য আশাই করি না, দূরে গিয়ে মর, আমার কোন পোষ্টে আসিস না! মানুষের ঘৃণা নিয়ে বাচিস না!

৫| ১৩ ই জুন, ২০২৫ ভোর ৪:৪৬

জনারণ্যে একজন বলেছেন: মন্তব্য এবং প্রতিমন্তব্য পড়ে যা বুঝলাম - উদরাজী সাহেবের বহুমূত্র রোগের একমাত্র কারণ হচ্ছে - "ফেনিক্স"।

বি:দ্রঃ আরো মালুম হইলো যে, উদরজি থুক্কু উদরাজী "সাহেব" টাইপ মানুষ, রেগে গেলেই সবাইকে তুই-তোকারি করেন। আচরণগতভাবে বিশেষ একটা শ্রেণীর মানুষের সাথে বেশ সাদৃশ্য আছে। ওই শ্রেণীর কথা উল্লেখ করলেই আবার আমাকে 'তুই-তোকারি' করবেন উনি, তাই বিরত থাকলাম।

'খাপো' শব্দের পূর্ণ অর্থ জানতে মুঞ্চায়।

৬| ১৩ ই জুন, ২০২৫ ভোর ৫:২০

রিফাত হোসেন বলেছেন: খাট গোলকিপার না নিয়ে লম্বা গোলরক্ষক দরকার ছিল। কোটার মত করে দল গঠন সঠিক নয়। বাঙালি জাতীয়তাবাদ নামে কোন ক্রেজ বা হাইপ তুলে নাই লীগ। এটা করলে প্রতিবেশী দেশের ভাষাকে কূটনৈতিকভাবে ব্যবহার করত না হাসিনা। এই জাতির প্রতি মায়া থাকলে এদেরকে হত্যার অনুমতি দিতে পারত না। ১৫-১৭ সব করলেও জাতীয়তাবাদ নামে কিছুই প্রতিষ্ঠা করতে পারে নাই। সবই উনার আব্বার দানে হয়েছে... এটাই প্রতিষ্ঠা করেছে!

৭| ১৩ ই জুন, ২০২৫ সকাল ৭:৫৭

ফেনিক্স বলেছেন:



@জনারণ্যে একজন ,

"খাপো" হলো মা'কে গালি: খানকির পোলা।
এই পোষ্টের লেখক একাধারে অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ; আরবের উটের ফার্ম থেকে পলিটিক্যাল সায়েন্সে স্বশিক্ষিত।

৮| ১৩ ই জুন, ২০২৫ সকাল ৯:২৬

সৈয়দ কুতুব বলেছেন: মগজ ধোলাইয়ের উপযুক্ত উদাহরণ ইহা হতে পারে না। শেখ মুজিবুর রহমান বলে একজন ছিলেন যিনি বাংলাদেশি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ইন্টেরিম সরকার ও উহার অবদান আছে স্বীকৃতি দিয়েছে। স্টেডিয়ামের নাম বঙ্গবন্ধু হোক আর ঢাকা স্টেডিয়াম হোক তাতে কিছু যায় আসে না। খেলার জন্য স্টেডিয়াম হয়েছে সেখানে ফুটবল খেলা হয় কিনা সেটা দেখবেন।

আওয়ামী লীগ শেখ কামালের ছবি বেচে খাওয়া সাবেক ফুটবলার সালাউদ্দিন কে বাফুফে সভাপতি বানিয়ে ফুটবলের ফুন মেরে দিয়েছে। তাবিথ আউয়াল পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে।

৯| ১৩ ই জুন, ২০২৫ সকাল ১০:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন আগে হাসান আজিজুল হকের একটা ছোট গল্প পড়েছিলাম। গল্পের শিরোনামটি ঠিক মনে নেই। তবে ওখানে তিনটি দস্যু বাচ্চা মিলে একটা শকুনকে পিসমোরা করে ধরে তার গা থেকে প্রত্যেকটা পালক তুলে দিয়ে এমন করে তাকে ছেড়েছিল যে দেখে ওরা মানা বাচ্চারা ভীষণ মজা পেয়েছিল যে সাদা রঙের অনেকটা বড় পোল্ট্রি মুরগির গা থেকে সব পালক তুলে ফেললে যেমন লাগে দেখতে তেমনি। বাচ্চারা পরে এই পালক তোলা বিরাটাকার পোল্ট্রির মুরগির ন্যায় শকুনকে একটু দূরে জঙ্গলে ফেলতে গিয়ে যে ঘটনা প্রত্যক্ষ করেছিল সেটা একটা সাসপেন্স ওটা বলা অনাবশ্যক।
এখন কথা হলো আপনার ব্লগে স্বেচ্ছায় যদি কোনো শকুন রূপের ফেনিক্স ধরা দেয় তাহলে তাকে এমন করে পালক ছাড়ানোর মজা হাত ছাড়া করিয়েন না :)

দুই মগজ হারিয়ে যে দেশদেশান্তরে মগজ খুঁজে বেড়াচ্ছেন তিনি জনম দুঃখিনী মগজহীন ব্যক্তি। মানুষের বয়স হলে অপরিচিত কাউকে দেখলেই যেমন বলে, তুমি আমার ছেলের মতো বা মেয়ের মতো। ঠিক তেমনি আপনাকে তোমার মগজ আছে বলার মধ্যে ওনার দীর্ঘ মেয়াদি মগজহীনতার লক্ষন পরিষ্কার। কাজেই ওনাকে এমন বলার মধ্যে নিজের মগজের কিছুটা যদি ফিরে পান সহব্লগার হিসেবে এটুকু সহানুভূতি আমরা দেখাতেই পারি :) আপনি কী বলেন?

১০| ১৩ ই জুন, ২০২৫ বিকাল ৪:৩১

ফেনিক্স বলেছেন:



@পদাতিক চৌধুরি ,

পশ্চিম বংগে আপনার গার্বেজ উপন্যাস পড়ার মতো লোকজন পান না?

১১| ১৩ ই জুন, ২০২৫ বিকাল ৫:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: দুই মগজ হারিয়ে যে দেশদেশান্তরে মগজ খুঁজে বেড়াচ্ছেন তিনি জনম দুঃখিনী মগজহীন ব্যক্তি।
@পদাতিক চৌধুরীর মন্তব্য সেরা দুইটি লাইন। :-B

১২| ১৩ ই জুন, ২০২৫ রাত ৯:২৫

মেঠোপথ২৩ বলেছেন: ডটডট ব্লগারের বিরুদ্ধে বেশি কিছু আর লিখবেন না, জেনারেল হয়ে যাবেন। আমি হয়েছি :(

১৩| ১৩ ই জুন, ২০২৫ রাত ১০:১৭

জনারণ্যে একজন বলেছেন: @জনারণ্যে একজন ,

"খাপো" হলো মা'কে গালি: খানকির পোলা।
এই পোষ্টের লেখক একাধারে অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ; আরবের উটের ফার্ম থেকে পলিটিক্যাল সায়েন্সে স্বশিক্ষিত।


-- গালি-গালাজের বহর দেখে মনে হইলো চৈত্র মাসে গরু হারাইছে পোলাডা।
থাক @ ফেনিক্স, কিছু মনে কইরেন না।

মাথা-মুথা একদমই ঠিক নাই পোলাডার গরু হারাইয়া।

১৪| ১৪ ই জুন, ২০২৫ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: খাপো, তুই আর আমার পোষ্টে কমেন্ট করিস না। তোর নাম শুনলেই মুতে ধরে, মগজ ধোলাইএর বড় উদাহরণ তুই!


একজন শিক্ষিত, রুচিশীল মানুষ আপনি।
অথচ মন্তব্যের উত্তর লিখতে গিয়ে খারাপ শব্দ ব্যবহারত করছেন। ইহা দুঃখজনক। আপনি যাকে বাজে কথা বলছেন, তুই তুকারি করছেন- তার সম্পর্কে আপনি কিছু জানেন? সে কিন্তু আপনাকে তুই তুকারি করেন নাই। কোনো গালিও দেন নাই।

২৬ শে জুন, ২০২৫ রাত ১:৩৯

সাহাদাত উদরাজী বলেছেন: মি রাজীব, এই লোকের সাথে ভদ্রতা যায় না, সে সত্যিকার অর্থেই একজন জারজ। আমি আমার অনলাইনের জীবনে এমন কথা এই লোক ছাড়া আর কাউকে বলি নাই, ফলে বুঝতে পারছেন নিশ্চয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.