নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

বাইপাস অপারেশন এবং আমাদের দেশের হাসপাতালের অবস্থা।

০২ রা আগস্ট, ২০২৫ বিকাল ৫:০১

আসেন ছোট একটা ব্যাখ্যায় যাই, সংক্ষেপে! বছর দেড়েক আগের (ফ্রেবুয়ারী ২০২৪) একটা প্রতিবেদন দেখি। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ হাজার বাইপাস সার্জারির দরকার হয় (এখন নিশ্চয় আরো বেশী), এর মধ্যে বাংলাদেশের ৩২ হাসপাতালে প্রায় ১২ হাজার এই সার্জারী হয়ে থাকে (পত্রিকাকে সত্য মনে করলাম), বাদ বাকী বিদেশ যায় বা অর্থাভাবে সার্জারী করে না বা মারা যায়। মানে তথ্যে যা দাঁড়ালো ৩২ হাসপাতালে অন্তত একদম এক্সপার্ট সার্জান ২ জন করে ধরলেও ৬৪ জন আছেই, যারা এই বিষয়ে একদম নিখুঁত অপারেশন করতেই পারেন। তাহলে এই ৩২ হাসপাতালে প্রতিদিন ২টা করে হলেও দিনে প্রায় ৬৪টা অপারেশন বাংলাদেশে হয়েই থাকে বা হচ্ছে।

অনেকেই জানেন, আমি ল্যাব এইডে কাজ করেছি, আমার রুমের পাশেই ছিল ডাঃ লুতফুর রহমান স্যারের অপারেশন থিয়েটার, তিনি দিনে অন্তত ৪/৬ জনের এই অপারেশন করতেন, হেসে বলতেন, এর কম হলে মনে হয় না যে কাজ করছি! তিনি বলতেন আরো আধুনিক যন্ত্রপাতি হলে আরো সময় বেঁচে যেত। অপারেশন গুলো হত সকালের দিকে, ক্রিটিক্যাল না হলে ঘন্টাখানেকেই হয়ে যেত। এই বিষয়ে তিনি এই দেশের পাইওনিয়ার, তিনি বেটিং হার্ট বা হার্ট চালু রেখেই কিভাবে এই বাইপাস অপারেশন করেন (আমি নিজেও আমার ছোট চাচাকে ৭/৮ বছর আগে উনার থেকে এই বাইপাস অপারেশন করিয়েছিলাম, তবে ভাল জ্ঞান নিতে ইচ্ছা হয় নাই, আমার চাচা ভাল আছেন, আমি এই অপারেশন করেও ৩০ বছর বেঁচে থাকা ব্যক্তি দেখেছি ল্যাব এইডের লিফটে পরিচয় হয়েছিল)। বাইপাস সার্জারীতে এখন মৃত্যুহার তেমন একটা নেই বলা চলে, যদিও হায়াত মোউত আল্লাহর হাতে।

যাই হোক, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এখন বাইপাস সার্জারীতে বাংলাদেশ দক্ষ, রোগীর তুলনায় সিট বা ফ্যাসেলিটি কম থাকায় অনেকে সাহস করেন না, তবে সরকার বা বড় ব্যবসাহীরা চাইলেই দেশেই অত্যাধুনিক আরো আরো হাসপাতাল গড়ে উঠতে পারে বা বিদেশে যাবার দরকারই নেই!

দেশের এক রাজনৈতিক দলের প্রধানের এই বিষয়ে বিদেশ যাবার দরকারই পড়ে না এবং তিনি জেনে শুনেই এই দেশে এই অপারেশন করতে রাজী হয়েছেন এবং তিনি নিজে ডাক্তার বলে নিশ্চয় আরো বেশী জানেন।

(আমার কথায় ভুল থাকলে জানাতে পারেন, অহেতুক উনার মহত্ব প্রচার করার আগে দেশের এই বিষয়ে এক্সপার্ট ডাক্তারদের খোঁজ বা হাসপাতাল গুলোতে যেতে পারেন)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.