![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি জানি কী আমার লক্ষ্য পথের শেষ কোনখানে দূরাগত এক ঘন্টাধ্বনী তবু অবিরাম ভেসে আসে কানে। ভেবো না নিজেকে অনু থেকে অনু দীনস্য দীন সবার অধম আকাশ ডিঙ্গিয়ে ছুটে গিয়ে ধরো সূর্য যেখানে একা একদম। .............হাফিজ।
এখন তোমার যৌবন
আকাশে উড়বার
এখন তোমার সময়
চাদঁটাকে ধরবার
আলো দেখে পতঙ্গ আসে
সারি সারি বেধে দল
তোমার কাছে তেমনি মধূকর।
এখন তোমার বয়স
ফুলের কলির মতন
যে ভোরের অপেক্ষায় আছে,
নিজেকে প্রস্কুটিত করে
সৌন্দর্য ও সৌরভ দিয়ে
সকলকে বিমোহিত করবে
তুমি সেই অফুটন্ত কলি।
এখন তোমার সময়; অনাকাংখিত হাত-
তোমাকে ছিড়ে নিয়ে; প্রয়োজন মিটিয়ে
ফেলে দেয়ার আগে; একজন মালি খুঁেজ নেয়া-
যে ফূলের সৌন্দর্য ও সৌরভ বুঝে।
আজই আইডি খুললাম। কিভাবে কি করতে হয় জানিনা। একটা ছবি দেয়ার ইচ্ছা ছিলা কিন্তু দিতে পারিনি। অনেক চেষ্ঠা করেও আমি ব্যর্থ। ব্লগতো পড়ি অনেক দিন হল কিন্তু লেখাটা নতুন। আস্তে আস্তে শিখে নেব। আপনারা যারা সিনিয়র ব্লগার কিভাবে ব্লগিং করব সে ব্যাপারে উপদেশ দিলে কৃতার্থ হব। আশা করি সিনিয়র ব্লগারগন আপনাদের মতো একজন ব্লগ পথিক মনে করবেন।
বি:দ্র: আমার প্রথম কবিতা। কবিতা হল কিনা জানিনা। জীবনে কোন দিন লিখালিখি করিনি। কবিতাটি এখনই তারাহুরো করে লেখা। কিছুতো লিখতে হবে, ব্লগ খালি রাখি কিভাবে তাই এ উর্বর মস্তিষ্কের কল্পণাপ্রসুত লেখাটি লিখলাম।
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
সময়ের ডানায় বলেছেন: আহ! দিলটা ঠান্ডা হয়ে গেল।
এই ব্লগে প্রথম কমেন্টস আপনার। আপনিতো ইতিহাস হয়ে গেলেন।
প্রথম কমেন্টস দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এরকম ভাবে পাশে থেকে অনুপ্রেরণা দিবেন সবসময়।
শূভকামনা রইল আপনার জন্য।
২| ১২ ই মে, ২০১৪ রাত ৯:৪৪
ক্যাতর আলী বলেছেন: মোকলেসা নাকি?
১২ ই মে, ২০১৪ রাত ১০:১৬
সময়ের ডানায় বলেছেন: আরে আবুইল্লা নাকি?
৩| ১২ ই মে, ২০১৪ রাত ১০:২৫
ক্যাতর আলী বলেছেন: না আমি ক্যাতর আলী,
মোকলেসা কইলো নতুন একখান নিক খুলছে, খালি কবিতা লিখবে তাই ভাবলাম মোকলেসা কি না, তা বাপু উত্তর যা পাইলাম তাতে করে
ভালো থাইকেন
১২ ই মে, ২০১৪ রাত ১০:৪০
সময়ের ডানায় বলেছেন: আমার দোস্ত আবুইল্লাও একটা নিক খুলছে। ভাবলাম নাম পাল্টাইয়া ক্যাতর আলী রাখল কিনা।
তয় মাইন্ড লইয়েন না। আমরা আমরাই। একই পথের পথিক মানে ব্লগ পথিক।
আপনার জন্য শুভকামনা।
আজকে আপনার পোস্ট সবগুলোই আমি পড়েছি। অনেক মজা পাইছি। কমেন্ট করতে পারি নাই। তবে আপনাকে অনুসরনে রাখলাম। যে কয়টা পোস্ট লিখছেন তাতেই আপনার লেখার ভক্ত হয়ে গেলাম।
ভাল থাকবেন সবসময়।
৪| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৫১
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনি তো অনেক ভালো লিখেন
আরো লেখা দিন
২০ শে মে, ২০১৪ সকাল ৯:২০
সময়ের ডানায় বলেছেন: তাই নাকি বিশ্বাস হচ্ছে না।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৫২
মোমের মানুষ-২ বলেছেন:
গরমের এই দিনে লেবুর শরবত দিয়ে স্বাগত জানালাম