নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ে থাক সব কালের জন্য, কালের বেসাতি কালে।

ভাগ্য লিখন এমনই যে শ্রেষ্ঠজনকে সে ধূলোয় মেশায়, যোগ্যদের মাথার উপর অযোগ্যদের বসিয়ে দেয়

সময়ের ডানায়

আমি কি জানি কী আমার লক্ষ্য পথের শেষ কোনখানে দূরাগত এক ঘন্টাধ্বনী তবু অবিরাম ভেসে আসে কানে। ভেবো না নিজেকে অনু থেকে অনু দীনস্য দীন সবার অধম আকাশ ডিঙ্গিয়ে ছুটে গিয়ে ধরো সূর্য যেখানে একা একদম। .............হাফিজ।

সময়ের ডানায় › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ-২০১৪ : এবার বিশ্বকাপে যে ১০জন খেলোয়াড় আলো ছড়াবেন

০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৮

আর মাত্র ৪ দিন বাকি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ আসর বসতে। এরই মাঝে খেলোয়াড়-সমর্থকদের মাঝে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। বিশ্বকাপে কে খেলছেন, কে ইনজুরিতে আছেন, কে আলো ছড়াবেন, কার ফর্ম তেমন সুবিধাজনক নয়- তা নিয়েই চলছে সমর্থক তথা পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের আলোচনা। এবার বিশ্বকাপে যে ১০জন খেলোয়াড় আলো ছড়াবেন বলে সবাই আশা করছেন, তাদের সম্পর্কে আসুন আজ জেনে নেই।





লিওনেল মেসি

১) লিওনেল মেসি (আর্জেন্টিনা)

বর্তমান সময়ের সেরা খেলোয়াড়। ক্লাবের হয়ে সবকিছু জিতলেও একসময় দলের জন্য তেমন কিছু করতে না পারার অপবাদ ছিলো। কিছুদিন হলো সেই অপবাদও মোছা শুরু করেছেন। জাতীয় দলে সম্ভবত স্ট্রাইকার হিসাবে 'ফ্রি রোল'য়ে খেলবেন এই বিশ্বকাপে। ব্রাজিলে মেসি জাদু দেখার জন্য অপেক্ষা করছে পুরা ফুটবল বিশ্ব।





ক্রিস্টিয়ানো রোনালদো

২) ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। জাতীয় দল এবং ক্লাব, দুই জায়গাতেই সমান পারফর্মেন্স করে চলেছেন। প্রায় একক নৈপূণ্যে পর্তুগালকে প্লে-অফ থেকে বিশ্বকাপে এনেছেন; কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লীগ। গতি, ট্যাকটিস, ড্রিবলিং- সব মিলিয়ে আধুনিক ফুটবলের অন্যতম 'কমপ্লিট প্লেয়ার'। পর্তুগাল সমর্থকরা ছাড়াও পৃথিবীর সকল ফুটবল অনুরাগীই তাকিয়ে থাকবেন রোনালদো ম্যাজিক দেখার জন্য। চোটের কারনে রোনালদো খেলতে না পারলে এই বিশ্বকাপ নিশ্চিতভাবেই রং হারাবে অনেকখানি।





নেইমার

৩) নেইমার (ব্রাজিল)

ব্রাজিলের নতুন সেনসেশান, এইবারের বিশ্বকাপের অন্যতম বড় তারকা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামার আগে এই ২২ বছর বয়সী এই বার্সেলোনা ম্যান ব্রাজিলকে জিতিয়েছেন কনফেডারেশন কাপ। মেসির মতোই শরীরে ল্যাটিন রক্ত। পেস, ড্রিবলিং, ফিনিশিংয়ে সমান পারদর্শী দুই পায়েই, জাতীয় দলের হয়ে পারফর্মেন্সও অসাধারণ। ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নসারথী এই তরূণ তুর্কির দিকে তাকিয়ে থাকবে পুরা বিশ্ব।





আন্দ্রেস ইনিয়েস্তা

৪) আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন)

স্পেন এবং বার্সেলোনা মিডফিল্ডের অন্যতম সেনানায়ক গত ইউরো এবং বিশ্বকাপ জেতা স্পেন দলের অপরিহার্য সদস্য। এটাই সম্ভবত উনার শেষ বিশ্বকাপ, বুড়া হাড়ের ভেলকি দেখানোর জন্য পাশে পাচ্ছেন অসাধারণ একটা দলকে যারা গত ৫/৬ বছর ধরে বিশ্বের সেরা দল। স্পেনের বিশ্বকাপ স্বপ্নের অন্যতম পথপ্রদর্শক এই মিডফিল্ড মায়েস্ত্রা।





ওয়েইন রুনি

৫) ওয়েইন রুনি (ইংল্যান্ড)

এবারের বিশ্বকাপের 'গ্রুপ অফ ডেথ' এ পড়া ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম ভরসা বাছাইপর্বে সাত গোল করা ওয়েইন রুনি। গত বিশ্বকাপে চোট নিয়ে খেললেও এবার শতভাগ ফিট আছেন এই ২৮ বছর বয়সী এবং বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াতে প্রস্তুত।





লুইস সুয়ারেজ

৬) লুইস সুয়ারেজ (উরুগুয়ে)

গত মৌসুমের ইংলিশ লীগের গোল্ডেন বুট জয়ী এই উরুগুইয়ান স্ট্রাইকার এবার উরুগুয়ের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নের অন্যতম নায়ক, সাথে আছেন কাভানি, ফোরল্যানের মতো খেলোয়াড়রা। গতি, ড্রিবলিংয়ের সাথে আছে ন্যাচারাল ল্যাটিন দক্ষতা, ল্যাটিন আমেরিকাতে খেলা বলে উরুগুয়ে নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারট। লিভারপুলকে প্রায় একক প্রচেষ্টায় প্রিমিয়ার লীগে দ্বিতীয় করার নায়কের উপরে দৃষ্টি থাকবে পুরা ফুটবল বিশ্বের।





আন্দ্রেয়া পিরলো

৭) আন্দ্রেয়া পিরলো (ইতালি)

জুভেন্টাস এবং ইতালির মধ্যমাঠের প্রাণভোমরা, সমর্থকরা আদর করে ডাকেন 'এল আর্কিতেক্তো' নামে। মাঠে সত্যিকারের আর্কিটেক্টের মতোই খেলা পরিচালনা করা এই মিডফিল্ডার ইতিমধ্যেই জিতেছেন সবকিছু। জীবনের শেষ বিশ্বকাপে তাই বুড়া হাড়ের ভেলকি দেখানোর একটা চেষ্টা তো অবশ্যই করবেন আর কে না জানে যে 'পিরলো ম্যাজিক' ঠিকমতো কাজ করলে ইতালি কতোটা ভয়ঙ্কর।





আরিয়েন রোবেন

৮) আরিয়েন রোবেন (নেদারল্যান্ড)

রবিন ভ্যান পার্সি যদিও দলের মূল তারকা কিন্তু এই ৩০ বছরী উইঙ্গারের উপরে অনেকখানি নির্ভর করে নেদারল্যন্ডের বিশ্বকাপ স্বপ্ন। গত বিশ্বকাপের রানার-আপরা এবার তাকিয়ে থাকবে রোবেনের উপরে। গত কয়েক মৌসুম ধরে বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ পারফর্ম করা এই 'দ্যা ফ্লাইং ডাচম্যান' তার নামের সার্থকতা প্রমাণ করতে পারবেন এই বিশ্বকাপে, এমনই প্রত্যাশা ফ্যানদের।





মার্কো রিউস

৯) মার্কো রিউস (জার্মানি)

জার্মানির নতুন তারকাদের মধ্যে অন্যতম সেরা এই বরুসিয়া ডর্টমুন্ড উইঙ্গার। এমনিতেই এবারের বিশ্বকাপে জার্মানি পড়েছে 'গ্রুপ অফ ডেথ'এ, তারপরে আবার চোটে জর্জরিত জার্মান মিডফিল্ড শান্তি পাবে যদি রিউস প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন। মেসুত ওজিল, সামি খেদিরা, মিরোস্লাভ ক্লোসার সাথে রিউসের দিকেও চোখ থাকবে এবার পুরা বিশ্বকাপেই।





এডেন হ্যাজার্ড

১০) এডেন হ্যাজার্ড (বেলজিয়াম)

ব্রাজিল বিশ্বকাপের 'ডার্ক হর্স' বেলজিয়ামের মিডফিল্ডের অন্যতম ভরসা হলো হ্যাজার্ড। চেলসিতে একটা অসাধারণ মৌসুম কাটিয়ে আসা হ্যাজার্ডের উপরে অনেকখানিই নির্ভর করবে বেলজিয়াম। বেলজিয়াম এ্যাটাকের মূল চালিকাশক্তি এই উইঙ্গার কি পরিমাণ এ্যাটাক বানাতে পারেন তা দেখার জন্য তাকিয়ে থাকবে পুরা ফুটবল বিশ্ব। আর তার কাজ সহজ করে দেয়ার জন্য অসাধারণ ব্যালান্সড একটা টিম তো তিনি পাচ্ছেনই।

তথের জন্য সাহায্য : View this link উইকিপিডিয়া ও অর্ন্তজাল।

মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৬

আলম 1 বলেছেন: শুভেচ্ছা । চমৎকার বর্ণনা ও প্রাণবন্ত ।

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২৫

সময়ের ডানায় বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ভাল থাকবেন।

২| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩০

নষ্ট ছেলে বলেছেন: ১) মেসি বিশ্বকাপে আবার কিসমিসের মত চুপসাইয়া যায়। বার্সেলোনাতে যেই পজিশনে খেলে আর্জেন্টিনাতে সেটা পায় না এটাও একটা কারণ হতে পারে। দেখা যাক এবার কি হয়।

২) রোনালদোর ইনজুরির সমস্যা আছে কিছু। তাও আশা করছি ভাল কিছু করবে।

৩) দেশ ও সাপোর্টার সব কিছুই নিজের। ভাল করার সম্ভবনাই বেশি।

৪)আগের ফর্ম আর নাই।

৫) ইংল্যান্ডের প্রথম রাউন্ডে বাদ যাওয়ার সম্ভবনা আছে। ইউরোপের বাইরে ইংল্যান্ড থেকে আমি তেমন কিছু আশাও করি না। রুনি তেমন ভাল কিছু করতে পারবে বলে মনে হয় না।

৬) সাপ্রতিক ফর্ম ও ল্যাটিন আমেরিকায় খেলা দুই মিলিয়ে ভালই করবে।

৭) ইতালী সম্পর্কে প্রিডিকশন করা কঠিন। আমার চোখে এরা এবার ফেবারিটের মধ্যে পরে না। গ্রুপ অফ ডেথ এ পড়ছে । প্রথম রাউন্ডে বাদ গেলেও অবাক হব না। পিরলো খুব বেশি ভাল করবে এটাও আশা করি না।

৮ ) দারুন ফর্মে আছে। ভালই করবে মনে হয়। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের সাথে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে।

৯) রিউস :( এই বিশ্বকাপের আমার সবচেয়ে প্রিয় ফুটবলার। ইনজুরির কারণে এলরেডী বিশ্বকাপ দল থেকে বাদ

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৯

সময়ের ডানায় বলেছেন: ১। বিগত কয়েকটা ম্যাচে মেসি জাতীয় দলে ভাল করছে। এবারও করবে বলে আশা করি। হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে আর এবার আর্জেটিনা দলটাও দারুণ। আমার মনে হয় এবার মেসি সবর্স্ব উজাড় করে দিবে। তাই খারাপ করার কোন কারন দেখি না।

২। রোনালদো ভাল করবে এটা আমার বিশ্বাস। সুইডেনের সাথে প্লে-অফ ম্যাচে যে খেলা দেখাইছে তার কাছাকাছি খেললেই চলবে।

৩। সহমত।

৪। ফর্ম না থাকলেও ভাল প্লেয়াররা যে কোন মুহুর্তেই জ্বলে উঠতে পারে।

৫। এবার আমার মনে হয় ইতালি বাদ যাবে ইংল্যান্ড আর উরুগুয়ে নক আউটে যাবে। রুনি ভাল করবে কিনা সেটা সময়ই বলে দেবে আমার মনে হয় রুনি ভালই করবে।


৭। ইতালিকে আগে থেকে কিছু বলা যায় না। তবে পিরলো ম্যাচ উইনার সে একাই খেলা নিয়ন্ত্রণ করতে পারে এবং ম্যাচ করে নিতে তার জুরি নেই । গত ইউরোতেই পিরলো সেটা প্রমাণ করেছে।বিশ্বকাপে তার জ্বলে উঠা অসম্ভব কিছু নয়।

৯। দু:খিত লেখাটা কয়েকদিন পূর্বে লিখছিলাম। গত ম্যাচে রিউস ইনজুড়িতে পরে বাদ পড়েছে। দু:খজনক ব্যাপার। তার পরিবর্তে পোডলস্কিকে রাখা যেতে পারে।


ধন্যবাদ আপনার সুন্দর বিশ্লেষনে।

৩| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৪

নষ্ট ছেলে বলেছেন: ১০) আমার প্রিয় দল চেলসিতে খেলে ভাল না বলে উপায় আছে :)
বিশ্বকাপেও ভাল করব আশা করি। বেলজিয়াল দলটাও এবার দারুন। থিবাউত কর্তোইস এখন বিশ্বের সেরা গোলকিপার।

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪১

সময়ের ডানায় বলেছেন: হুম। বেলজিয়াম এবার ব্যালান্সড একটা দল নিয়ে বিশ্বকাপে এসেছে। তারা এবার চমক দেখাতে পারে।

৪| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৯

ডার্ক ম্যান বলেছেন: এদের দুই একজন বাদে বাদ বাকি কেউ আলো ছড়াতে পারবে না

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৪

সময়ের ডানায় বলেছেন: হতেও পারে অসম্ভব কিছু না।

৫| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


নেইমার !:#P !:#P !:#P

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৫

সময়ের ডানায় বলেছেন: :P :P

৬| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৩

নষ্ট ছেলে বলেছেন: পুরা শক্তি নিয়াও গতকাল ইংল্যান্ড হন্ডুরাসের সাথে গোল শূন্য ড্র করছে।
জয়তু হন্ডুরাস ;)

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৭

সময়ের ডানায় বলেছেন: এবার মনে ভাল করবে ।

জয়তু ইংল্যান্ড;)

৭| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬

নষ্ট ছেলে বলেছেন: পুরা শক্তি নিয়াও গতকাল ইংল্যান্ড হন্ডুরাসের সাথে গোল শূন্য ড্র করছে।
জয়তু হন্ডুরাস ;)

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৮

সময়ের ডানায় বলেছেন: ;););)

৮| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৮

মামুন রশিদ বলেছেন: রুনি ছাড়া বাকি সবাই ঠিক আছে । এবারের বিশ্বকাপ মেসির ।

০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:১৭

সময়ের ডানায় বলেছেন: আমিও চাই বিশ্বকাপ এবার মেসি জিতুক। :P

৯| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৩

রিফাত ২০১০ বলেছেন: মেসি এবার বিশ্বকাপে গোল পাবে আশা করি ।

০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:১৮

সময়ের ডানায় বলেছেন: গোলের সাথে বিশ্বকাপটাও পাবে আশা করি। ;)

১০| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০

ড. জেকিল বলেছেন: রিউস তো ইতোমধ্যে বাদ!
অন্যদের ব্যাপারে আশা করছি, সবাই জ্বলে উঠবেন নিজের প্রতিভায়। একজন তারকার অনুজ্জ্বল উপস্থিতি তো বিশ্বকাপ, ফুটবল, দর্শক সবার জন্যই ক্ষতি। চার বছর অপেক্ষার পরে যদি প্রত্যাশিত প্রতিদ্বন্দিতাই না পাওয়া যায় তাহলে সে অপেক্ষার আর দাম কি থাকে। আর নিজের সেরাটা না দিয়ে জেতার চাইতে, সেরাটা দিয়ে হেরে যাওয়াই ভালো।

০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:২০

সময়ের ডানায় বলেছেন: রিউসের বাদ পড়ার দু:খজনক।


সেরাটা না দিয়ে জেতার চাইতে, সেরাটা দিয়ে হেরে যাওয়াই ভালো। ভালো বলেছেন।

১১| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:২১

সুমন জেবা বলেছেন: তথ্য বহুল পোষ্ট । ভালো লাগলো...

০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:২২

সময়ের ডানায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

শুভ কামনা করছি।

১২| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: এইবার বিশ্বকাপে একজন মহাতারকার উথ্থান হবে।তিনি হলেন নেইমার।
স্টাইলেও তিনি হলিউডের কোন হিরুর চেয়ে কম নন। তার ক্যারিশমা দেখার অপেক্ষায় আছি।সুন্দর পোস্ট ।

০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:২৪

সময়ের ডানায় বলেছেন: ক্যারিশমা দেখানোর সেরা রঙ্গমঞ্চই হলো বিশ্বকাপ। আর এখান থেকেই তো মহাতারকোর উত্থান হবে।

ধন্যবাদ সেলিম ভাই সুন্দর মন্তব্যের জন্য।

১৩| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হল্যান্ড খেলোয়াড় রোবেন এর খেলা দেখছি । কেন জানি জিদান এর কথা মনে পড়ল । অনেক ভালো খেলে রোবেন ।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯

সময়ের ডানায় বলেছেন: দু জনের মাথায়ই টাক আছে আর জিদানের সাথে রোবেনের চেহারার কিছুটা মিল আছে। :P

১৪| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৮

পংবাড়ী বলেছেন: বাংলাদেশের কে খেলছেন?

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪১

সময়ের ডানায় বলেছেন: মনস্তাত্ত্বিকভাবে সব সাপোর্টাররাই খেলবেন।

১৫| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৯

পংবাড়ী বলেছেন: আমরা ২০১৮ সালে খেলবো

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৮

সময়ের ডানায় বলেছেন: আমিন! আল্লাহ যে কবুল করে।

স্বপ্ন দেখতে দোষ নাই। স্বপ্ন দেখার অধিকার আমাদের সবার আছে।

ধন্যবাদ ভাল থাকবেন।

১৬| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সুন্দর পোস্ট।

বিশ্বকাপের আগে সেরা খেলোয়ারদের মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম।
এবার তাদের উপর চোখ রাখব দেখি কে ভাল খেলে সেরা প্লেয়ার হয়।

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:২২

সময়ের ডানায় বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

১৭| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: মার্কো রিউস ইনজুরি :(
ইয়াতালি আর ইংল্যান্ড ছাড়া বাকি সবাই ঠিক আছে ;)

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:২৪

সময়ের ডানায় বলেছেন: রিউসের ইনজুরি জার্মানির জন্য ব্যাড লাক তবে আর্জেটিনার জন্য ভাল হইসে কেননা কোয়ার্টার ফাইনালে তাদের খেলা পড়তে পারে।

ধন্যবাদ শোভন ভাই।

কালকের পোস্টটা দারুন হইসে।

১৮| ০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪১

ফরহাদ রেজা যশোর বলেছেন: মার্ক রিউস এর কপাল টা খারাপ

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:২৭

সময়ের ডানায় বলেছেন: সত্যিই কপালটা খারাপ বেচারার। :(

১৯| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:২৯

সময়ের ডানায় বলেছেন: ধন্যবাদ ভাই

২০| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:১৮

উদাস কিশোর বলেছেন: রুনি এখন ফর্মে নাই ।

চমত্‍কার পোষ্ট

১০ ই জুন, ২০১৪ দুপুর ১:০৪

সময়ের ডানায় বলেছেন: ফর্ম আসতে কতক্ষন?

ধন্যবাদ ভাই:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.